
করোনার উৎস জানতে নগদ অর্থ পুরস্কার ঘোষণা করেছে চীনের একটি শহর। সেখানে সম্প্রতি করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
চীনে আজ মঙ্গলবারও ৪৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটির প্রায় ২০টি প্রদেশে ছড়িয়ে পড়েছে করোনার অতি সংক্রামক ধরন ডেলটা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ান সীমান্তবর্তী হেইহে শহর কর্তৃপক্ষ করোনার উৎস জানার জন্য এক লাখ ইউয়ান বা সাড়ে ১৫ হাজার ডলার নগদ অর্থ পুরস্কার হিসেবে ঘোষণা করেছে।
একটি বিবৃতিতে স্থানীয় সরকারের পক্ষ থেকে বলা হয়, যত তাড়াতাড়ি সম্ভব এই ভাইরাসের প্রাদুর্ভাবের উৎস উদ্ঘাটন করতে এবং সংক্রমণের শৃঙ্খল খুঁজে বের করতে হবে।
কর্মকর্তারা বলেছেন যে চোরাচালান, অবৈধ শিকার এবং আন্তসীমান্ত মাছ ধরার ঘটনাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি যারা অনলাইনে আমদানি করা পণ্য কিনেছেন তাদেরকে অবশ্যই করাতে হবে।
চীনে করোনার সংক্রমণ বাড়ায় লাখ লাখ মানুষকে লকডাউনে রাখা হয়েছে। এ ছাড়া অভ্যন্তরীণ ভ্রমণেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
এমন পরিস্থিতিতে ইউনিভার্সিটি অব হংকংয়ের অধ্যক্ষ গুয়ান ইয়ি চীনা ভ্যাকসিনের কার্যকারিতা আরও ভালোভাবে পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, করোনার সংক্রমণ বন্ধ করতে অন্ধভাবে বুস্টার ডোজ নেওয়া উচিত নয়। চীনে নিউক্লিয়ার অ্যাসিড টেস্ট না করে অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে টিকার কার্যকারিতা দেখার পরামর্শ দিয়েছেন ইয়ি।
চীনে পাঁচটি ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়েছে। এর সবগুলোর কার্যকারিতা ৫০ থেকে ৭৯ শতাংশ। তবে যুক্তরাষ্ট্রে তৈরি ফাইজার এবং মডার্নার টিকা কার্যকারিতা চীনা টিকার চেয়ে অনেক বেশি।

করোনার উৎস জানতে নগদ অর্থ পুরস্কার ঘোষণা করেছে চীনের একটি শহর। সেখানে সম্প্রতি করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
চীনে আজ মঙ্গলবারও ৪৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটির প্রায় ২০টি প্রদেশে ছড়িয়ে পড়েছে করোনার অতি সংক্রামক ধরন ডেলটা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ান সীমান্তবর্তী হেইহে শহর কর্তৃপক্ষ করোনার উৎস জানার জন্য এক লাখ ইউয়ান বা সাড়ে ১৫ হাজার ডলার নগদ অর্থ পুরস্কার হিসেবে ঘোষণা করেছে।
একটি বিবৃতিতে স্থানীয় সরকারের পক্ষ থেকে বলা হয়, যত তাড়াতাড়ি সম্ভব এই ভাইরাসের প্রাদুর্ভাবের উৎস উদ্ঘাটন করতে এবং সংক্রমণের শৃঙ্খল খুঁজে বের করতে হবে।
কর্মকর্তারা বলেছেন যে চোরাচালান, অবৈধ শিকার এবং আন্তসীমান্ত মাছ ধরার ঘটনাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি যারা অনলাইনে আমদানি করা পণ্য কিনেছেন তাদেরকে অবশ্যই করাতে হবে।
চীনে করোনার সংক্রমণ বাড়ায় লাখ লাখ মানুষকে লকডাউনে রাখা হয়েছে। এ ছাড়া অভ্যন্তরীণ ভ্রমণেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
এমন পরিস্থিতিতে ইউনিভার্সিটি অব হংকংয়ের অধ্যক্ষ গুয়ান ইয়ি চীনা ভ্যাকসিনের কার্যকারিতা আরও ভালোভাবে পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, করোনার সংক্রমণ বন্ধ করতে অন্ধভাবে বুস্টার ডোজ নেওয়া উচিত নয়। চীনে নিউক্লিয়ার অ্যাসিড টেস্ট না করে অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে টিকার কার্যকারিতা দেখার পরামর্শ দিয়েছেন ইয়ি।
চীনে পাঁচটি ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়েছে। এর সবগুলোর কার্যকারিতা ৫০ থেকে ৭৯ শতাংশ। তবে যুক্তরাষ্ট্রে তৈরি ফাইজার এবং মডার্নার টিকা কার্যকারিতা চীনা টিকার চেয়ে অনেক বেশি।

হাসান আলী প্রশ্ন করেন—কেন তাঁর বাবাকে দুই দেশের মধ্যে এভাবে ছোড়াছুড়ি করা হচ্ছে। তিনি বলেন, ‘আমার দেশ আমার বাবাকে বাংলাদেশি বলে ঘোষণা করেছে। কিন্তু বাংলাদেশ তাঁকে দুইবার ফেরত পাঠিয়েছে। তাহলে আমাদের দেশ কোনটা? আমাদের দেশ আছে কি?’
২৪ মিনিট আগে
লোহিত সাগর অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করেছে সোমালিয়া সরকার। গতকাল সোমবার মোগাদিসু সরকার এই ঘোষণা দিয়ে পারস্য উপসাগরীয় দেশটিকে তাদের সামরিক ঘাঁটি ও প্রধান বন্দর অবকাঠামো থেকে বহিষ্কার করেছে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানে সামরিক হামলার হুমকি দেওয়া অব্যাহত রেখেছে। দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের মুখে ইরানি সরকার যখন ক্রমবর্ধমান চাপের মুখে, তখন প্রশাসন জানিয়েছে যে সম্ভাব্য বিভিন্ন বিকল্পের মধ্যে ‘বিমান হামলা’ অন্যতম।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বাণিজ্য করা যেকোনো দেশের ওপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। দেশটিতে বিক্ষোভ সহিংসভাবে দমনের কারণে তেহরান সরকারের ওপর চাপ বাড়াতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
২ ঘণ্টা আগে