
বিদ্রোহীদের আক্রমণে মিয়ানমারে জান্তা বাহিনীর অন্তত ১৫ সদস্যের মৃত্যু হয়েছে। দেশটির কারেন রাজ্যে সাগাইন অঞ্চলে ওই ১৫ জন মারা গেছেন বলে দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। স্থানীয় সময় আজ বুধবার মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে।
ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার কারেন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) সশস্ত্র শাখা কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ) এবং তাদের সহযোগী যোদ্ধাদের পৃথক আক্রমণে কারেন রাজ্যের কাউকারেইক অঞ্চলে সাত জান্তা সৈন্যের মৃত্যু হয়। বাকি আট সৈন্যের মৃত্যুর বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানায়নি তারা।
কারেন ন্যাশনাল ইউনিয়ন এক বিবৃতিতে আজ বুধবার জানিয়েছে, কেএনএলএ জান্তাবাহিনীর দখলে থাকা একটি চৌকি দখল করে নিয়েছে। আক্রমণের মাত্র ১৭ মিনিটের মাথায় তারা ওই চৌকিটি দখল করে নেয়। এ সময় সাত সেনার মৃত্যু হয় এবং আরও দুজন আগত হন। কেএনইউ এরই মধ্যে ওই চৌকি থেকে উদ্ধার করা অস্ত্র এবং গোলাবারুদের ছবি প্রকাশ করেছে।
এদিকে জান্তাবিরোধী ঐক্য জোরদার করতে একসঙ্গে বৈঠকে বসেছিল দেশটির সাতটি আদিবাসী সশস্ত্র সংগঠন। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে দেশটির ওয়া রাজ্যের পাংঘশাংয়ে ইউনাইটেড ওয়া স্টেট আর্মির (ইউডব্লিউএসএ) প্রধান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে যোগ দেওয়া ওই সাতটি সশস্ত্র সংগঠন হলো—ইউনাইটেড ওয়া স্টেট আর্মি (ইউডব্লিউএসএ), আরাকান আর্মি (এএ), ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এনডিএএ), শান স্টেট প্রোগ্রেস পার্টি (এসএসপিপি), তাং ন্যাশনাল লিবারেশন আর্মি, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) এবং কাচিন ইনডিপেনডেন্ট আর্মি (কেআইএ)। প্রথম ছয়টি সংগঠনের প্রধান সারির নেতারা বৈঠকে যোগ দেন। শুধু কাচিন ইনডিপেনডেন্ট আর্মি বৈঠকের ভোজসভায় তাদের প্রতিনিধিদল পাঠায়। সংগঠনটি মূল বৈঠকে অংশ নেয়নি।

বিদ্রোহীদের আক্রমণে মিয়ানমারে জান্তা বাহিনীর অন্তত ১৫ সদস্যের মৃত্যু হয়েছে। দেশটির কারেন রাজ্যে সাগাইন অঞ্চলে ওই ১৫ জন মারা গেছেন বলে দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। স্থানীয় সময় আজ বুধবার মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে।
ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার কারেন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) সশস্ত্র শাখা কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ) এবং তাদের সহযোগী যোদ্ধাদের পৃথক আক্রমণে কারেন রাজ্যের কাউকারেইক অঞ্চলে সাত জান্তা সৈন্যের মৃত্যু হয়। বাকি আট সৈন্যের মৃত্যুর বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানায়নি তারা।
কারেন ন্যাশনাল ইউনিয়ন এক বিবৃতিতে আজ বুধবার জানিয়েছে, কেএনএলএ জান্তাবাহিনীর দখলে থাকা একটি চৌকি দখল করে নিয়েছে। আক্রমণের মাত্র ১৭ মিনিটের মাথায় তারা ওই চৌকিটি দখল করে নেয়। এ সময় সাত সেনার মৃত্যু হয় এবং আরও দুজন আগত হন। কেএনইউ এরই মধ্যে ওই চৌকি থেকে উদ্ধার করা অস্ত্র এবং গোলাবারুদের ছবি প্রকাশ করেছে।
এদিকে জান্তাবিরোধী ঐক্য জোরদার করতে একসঙ্গে বৈঠকে বসেছিল দেশটির সাতটি আদিবাসী সশস্ত্র সংগঠন। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে দেশটির ওয়া রাজ্যের পাংঘশাংয়ে ইউনাইটেড ওয়া স্টেট আর্মির (ইউডব্লিউএসএ) প্রধান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে যোগ দেওয়া ওই সাতটি সশস্ত্র সংগঠন হলো—ইউনাইটেড ওয়া স্টেট আর্মি (ইউডব্লিউএসএ), আরাকান আর্মি (এএ), ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এনডিএএ), শান স্টেট প্রোগ্রেস পার্টি (এসএসপিপি), তাং ন্যাশনাল লিবারেশন আর্মি, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) এবং কাচিন ইনডিপেনডেন্ট আর্মি (কেআইএ)। প্রথম ছয়টি সংগঠনের প্রধান সারির নেতারা বৈঠকে যোগ দেন। শুধু কাচিন ইনডিপেনডেন্ট আর্মি বৈঠকের ভোজসভায় তাদের প্রতিনিধিদল পাঠায়। সংগঠনটি মূল বৈঠকে অংশ নেয়নি।

মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
রয়টার্স নয়াদিল্লির একটি জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
৫ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
৯ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
১১ ঘণ্টা আগে