আজকের পত্রিকা ডেস্ক

অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কান্তাস এয়ারলাইনের কাস্টমার সার্ভিস বিভাগে সাইবার হামলার ঘটনায় প্রায় ৬০ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গেছে। এই প্ল্যাটফর্মটি পরিচালনা করত তৃতীয় আরেকটি পক্ষ। এই ঘটনার পর গ্রাহকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে কান্তাস।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, গত ৩০ জুন কান্তাস তাদের কন্টাক্ট সেন্টারে ব্যবহৃত একটি প্ল্যাটফর্মে ‘অস্বাভাবিক কার্যক্রম’ শনাক্ত করে। ওই প্ল্যাটফর্মে প্রায় ৬০ লাখ মানুষের নাম, ই-মেইল, ফোন নম্বর, জন্মতারিখ এবং ফ্রিকোয়েন্ট ফ্লায়ার নম্বর সংরক্ষিত ছিল।
ঘটনা শনাক্তের পরপরই কান্তাস ‘তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে সিস্টেম নিয়ন্ত্রণে’ আনে বলে এক বিবৃতিতে জানিয়েছে। তারা এখনো পুরো ঘটনার ব্যাপ্তি তদন্ত করছে। তবে সংস্থাটি জানিয়েছে, চুরি যাওয়া তথ্যের পরিমাণ ‘উল্লেখযোগ্য’ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে কান্তাস আশ্বস্ত করেছে, পাসপোর্টের বিবরণ, ক্রেডিট কার্ডের তথ্য বা ব্যক্তিগত আর্থিক তথ্য ওই প্ল্যাটফর্মে ছিল না। এ ছাড়া কোনো ফ্রিকোয়েন্ট ফ্লায়ার অ্যাকাউন্ট, পাসওয়ার্ড বা পিন নম্বরও ক্ষতিগ্রস্ত হয়নি। সংস্থাটি অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ, অস্ট্রেলিয়ান সাইবার সিকিউরিটি সেন্টার এবং অস্ট্রেলিয়ান ইনফরমেশন কমিশনারের অফিসকে এ ঘটনার বিষয়ে অবহিত করেছে।
কান্তাস গ্রুপের প্রধান নির্বাহী ভেনেসা হাডসন বলেছেন, ‘আমরা আমাদের গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং বুঝতে পারছি, এই ঘটনার ফলে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হবে।’ তিনি জানান, কোনো গ্রাহকের উদ্বেগ থাকলে তারা নির্দিষ্ট সহায়তা নম্বরে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি তিনি নিশ্চিত করেন, এই ঘটনার কারণে কান্তাসের ফ্লাইট বা নিরাপত্তার ওপর কোনো প্রভাব পড়বে না।
এই হামলার ঘটনা এমন সময় ঘটল, যখন মার্কিন তদন্ত সংস্থা এফবিআই সম্প্রতি এক্সে সতর্কবার্তা দিয়ে জানিয়েছিল, সাইবার অপরাধী চক্র ‘স্ক্যাটার্ড স্পাইডার’ বিমান পরিবহন খাতকে লক্ষ্যবস্তু বানিয়েছে। গত দুই সপ্তাহে একই ধরনের সাইবার হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ান এয়ারলাইনস এবং কানাডার ওয়েস্টজেট।
বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোতেও যে সাইবার হামলা চালানো হয়েছে, তার পেছনে মূলত এই ‘স্ক্যাটার্ড স্পাইডার’ চক্রই জড়িত বলে তদন্তে উঠে এসেছে। আক্রান্তদের মধ্যে এম অ্যান্ড এস-এর নামও রয়েছে।
অস্ট্রেলিয়ায় চলতি বছর এটি সর্বশেষ বড় ধরনের ডেটা চুরির ঘটনা। এর আগে অস্ট্রেলিয়ান সুপার এবং নাইন মিডিয়া বড় ধরনের তথ্য ফাঁসের শিকার হয়েছে। চলতি বছরের মার্চে অস্ট্রেলিয়ান ইনফরমেশন কমিশনারের অফিস (ওএআইসি) প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, ২০২৪ সাল ছিল অস্ট্রেলিয়ার ইতিহাসে তথ্য ফাঁসের সবচেয়ে খারাপ বছর।
ওএআইসির এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার তথ্য গোপনীয়তা কমিশনার কার্লি কিন্ড বলেন, ‘আমরা যে প্রবণতা লক্ষ্য করছি, তা থেকে বোঝা যাচ্ছে, ক্ষতিকর সাইবার হামলার মাধ্যমে তথ্য ফাঁসের ঝুঁকি খুব শিগগিরই কমার সম্ভাবনা নেই।’ তিনি ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি সংস্থাগুলোকে আরও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা এবং তথ্য সুরক্ষার ওপর জোর দিতে আহ্বান জানান। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, সরকারি এবং বেসরকারি—উভয় খাতই এখন সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে।
আরও খবর পড়ুন:

অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কান্তাস এয়ারলাইনের কাস্টমার সার্ভিস বিভাগে সাইবার হামলার ঘটনায় প্রায় ৬০ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গেছে। এই প্ল্যাটফর্মটি পরিচালনা করত তৃতীয় আরেকটি পক্ষ। এই ঘটনার পর গ্রাহকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে কান্তাস।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, গত ৩০ জুন কান্তাস তাদের কন্টাক্ট সেন্টারে ব্যবহৃত একটি প্ল্যাটফর্মে ‘অস্বাভাবিক কার্যক্রম’ শনাক্ত করে। ওই প্ল্যাটফর্মে প্রায় ৬০ লাখ মানুষের নাম, ই-মেইল, ফোন নম্বর, জন্মতারিখ এবং ফ্রিকোয়েন্ট ফ্লায়ার নম্বর সংরক্ষিত ছিল।
ঘটনা শনাক্তের পরপরই কান্তাস ‘তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে সিস্টেম নিয়ন্ত্রণে’ আনে বলে এক বিবৃতিতে জানিয়েছে। তারা এখনো পুরো ঘটনার ব্যাপ্তি তদন্ত করছে। তবে সংস্থাটি জানিয়েছে, চুরি যাওয়া তথ্যের পরিমাণ ‘উল্লেখযোগ্য’ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে কান্তাস আশ্বস্ত করেছে, পাসপোর্টের বিবরণ, ক্রেডিট কার্ডের তথ্য বা ব্যক্তিগত আর্থিক তথ্য ওই প্ল্যাটফর্মে ছিল না। এ ছাড়া কোনো ফ্রিকোয়েন্ট ফ্লায়ার অ্যাকাউন্ট, পাসওয়ার্ড বা পিন নম্বরও ক্ষতিগ্রস্ত হয়নি। সংস্থাটি অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ, অস্ট্রেলিয়ান সাইবার সিকিউরিটি সেন্টার এবং অস্ট্রেলিয়ান ইনফরমেশন কমিশনারের অফিসকে এ ঘটনার বিষয়ে অবহিত করেছে।
কান্তাস গ্রুপের প্রধান নির্বাহী ভেনেসা হাডসন বলেছেন, ‘আমরা আমাদের গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং বুঝতে পারছি, এই ঘটনার ফলে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হবে।’ তিনি জানান, কোনো গ্রাহকের উদ্বেগ থাকলে তারা নির্দিষ্ট সহায়তা নম্বরে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি তিনি নিশ্চিত করেন, এই ঘটনার কারণে কান্তাসের ফ্লাইট বা নিরাপত্তার ওপর কোনো প্রভাব পড়বে না।
এই হামলার ঘটনা এমন সময় ঘটল, যখন মার্কিন তদন্ত সংস্থা এফবিআই সম্প্রতি এক্সে সতর্কবার্তা দিয়ে জানিয়েছিল, সাইবার অপরাধী চক্র ‘স্ক্যাটার্ড স্পাইডার’ বিমান পরিবহন খাতকে লক্ষ্যবস্তু বানিয়েছে। গত দুই সপ্তাহে একই ধরনের সাইবার হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ান এয়ারলাইনস এবং কানাডার ওয়েস্টজেট।
বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোতেও যে সাইবার হামলা চালানো হয়েছে, তার পেছনে মূলত এই ‘স্ক্যাটার্ড স্পাইডার’ চক্রই জড়িত বলে তদন্তে উঠে এসেছে। আক্রান্তদের মধ্যে এম অ্যান্ড এস-এর নামও রয়েছে।
অস্ট্রেলিয়ায় চলতি বছর এটি সর্বশেষ বড় ধরনের ডেটা চুরির ঘটনা। এর আগে অস্ট্রেলিয়ান সুপার এবং নাইন মিডিয়া বড় ধরনের তথ্য ফাঁসের শিকার হয়েছে। চলতি বছরের মার্চে অস্ট্রেলিয়ান ইনফরমেশন কমিশনারের অফিস (ওএআইসি) প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, ২০২৪ সাল ছিল অস্ট্রেলিয়ার ইতিহাসে তথ্য ফাঁসের সবচেয়ে খারাপ বছর।
ওএআইসির এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার তথ্য গোপনীয়তা কমিশনার কার্লি কিন্ড বলেন, ‘আমরা যে প্রবণতা লক্ষ্য করছি, তা থেকে বোঝা যাচ্ছে, ক্ষতিকর সাইবার হামলার মাধ্যমে তথ্য ফাঁসের ঝুঁকি খুব শিগগিরই কমার সম্ভাবনা নেই।’ তিনি ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি সংস্থাগুলোকে আরও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা এবং তথ্য সুরক্ষার ওপর জোর দিতে আহ্বান জানান। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, সরকারি এবং বেসরকারি—উভয় খাতই এখন সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে।
আরও খবর পড়ুন:

চীনা কিছু অনলাইন ব্যবহারকারী তাইওয়ানের নেতাদের ভেনেজুয়েলা ধাঁচের বজ্রগতির অভিযান চালিয়ে ধরে আনার আহ্বান জানিয়েছেন। তবে বিশ্লেষক, গবেষক ও নিরাপত্তা কর্মকর্তারা বলছেন—চীনের আধুনিকায়ন পথে সেনাবাহিনী এখনো সে পর্যায়ে প্রস্তুত নয়। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
১১ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে ডেনমার্কের হাতে আছে মাত্র ‘দুটি কুকুরের স্লেজ।’ ইউরোপীয় ন্যাটো সদস্য দেশটির কাছ থেকে দ্বীপটির সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার আলোচনার মধ্যেই এই মন্তব্য করলেন তিনি। খবর মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের।
২৬ মিনিট আগে
চীনের ওপর খনিজ সম্পদের নির্ভরতা কমিয়ে আনতে এবং স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সমুদ্র অভিযান শুরু করেছে জাপান। আজ সোমবার জাপানের একটি জাহাজ টোকিও থেকে প্রায় ১ হাজার ৯০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত মিনামিতোরি দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছে। সমুদ্রের তলদেশ থেকে দুর্লভ খনিজ সমৃদ্ধ কাদা বা স্লাজ সংগ্রহ
১ ঘণ্টা আগে
নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে দেখানো হয়েছে—এমন একটি উইকিপিডিয়া পাতার স্ক্রিনশট শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি এই ছবি শেয়ার করেন।
২ ঘণ্টা আগে