আজকের পত্রিকা ডেস্ক

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার ও থাইল্যান্ডে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। ভূমিকম্পের পর কয়েক ঘণ্টা পরও উদ্ধারকারীরা ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের সন্ধানে মরিয়া হয়ে খননকাজ চালিয়ে যাচ্ছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আজ শনিবার এক বিবৃতিতে মিয়ানমারের সামরিক সরকার জানিয়েছে, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর এবং ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে অবস্থিত মান্দালয় অঞ্চলে অন্তত ৬৯৪ জন নিহত এবং প্রায় ১ হাজার ৭০০ জন আহত হয়েছেন। মিয়ানমারে ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ১ হাজার কিলোমিটার (৬২০ মাইল) দূরে অবস্থিত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আরও প্রায় ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
মিয়ানমারের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘সড়ক, সেতু ও ভবনের মতো অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বেসামরিক নাগরিকদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় বর্তমানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।’
এর আগে গতকাল শুক্রবার স্থানীয় সময় দুপুরের দিকে মধ্য মিয়ানমারের সাগাইন শহরের উত্তর-পশ্চিমে ৭ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর কয়েক মিনিট পরেই ৬ দশমিক ৭ মাত্রার একটি আফটারশক অনুভূত হয়।
ভূমিকম্পে মিয়ানমারের বিস্তীর্ণ এলাকাজুড়ে ভবন ধসে পড়েছে, সেতু ভেঙে গেছে এবং রাস্তা দেবে গেছে। দুর্গম এলাকায় দুর্বল যোগাযোগের কারণে অনেকে মনে করছেন দুর্যোগের প্রকৃত চিত্র এখনো সামনে আসেনি। ব্যাংককে উদ্ধারকারীরা শুক্রবার রাতে নির্মাণাধীন একটি ৩০ তলা অট্টালিকার ধ্বংসস্তূপ থেকে আটকে পড়া শ্রমিকদের সন্ধানে কাজ করছে। ঝাঁকুনির ধাক্কায় কয়েক সেকেন্ডের মধ্যে সেটি ধ্বংসস্তূপ ও মোড়ানো ধাতব স্তূপে পরিণত হয়।
ব্যাংককের গভর্নর চাদচার্ট সিট্টিপান্ট বলেছেন, শহরজুড়ে প্রায় ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, যাদের বেশির ভাগই আকাশচুম্বী অট্টালিকা ধসে মারা গেছেন। তবে পর্যটকদের আকর্ষণীয় স্থান চাতুচাক উইকেন্ড মার্কেটের কাছে অবস্থিত ওই নির্মাণস্থলে এখনো পর্যন্ত প্রায় ১০০ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন।
ঘটনাস্থলে সাংবাদিকদের চাদচার্ট বলেন, ‘আমাদের যা সরঞ্জাম আছে তা নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, কারণ প্রতিটি জীবন মূল্যবান।’ গভর্নর বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হলো, যত দ্রুত সম্ভব তাদের সবাইকে বাঁচানো।’
ব্যাংকক সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা শহরের ২ হাজারের বেশি ক্ষতিগ্রস্ত ভবনের রিপোর্টের ভিত্তিতে নিরাপত্তার জন্য ১০০ জনের বেশি প্রকৌশলীকে মোতায়েন করবে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার ও থাইল্যান্ডে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। ভূমিকম্পের পর কয়েক ঘণ্টা পরও উদ্ধারকারীরা ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের সন্ধানে মরিয়া হয়ে খননকাজ চালিয়ে যাচ্ছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আজ শনিবার এক বিবৃতিতে মিয়ানমারের সামরিক সরকার জানিয়েছে, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর এবং ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে অবস্থিত মান্দালয় অঞ্চলে অন্তত ৬৯৪ জন নিহত এবং প্রায় ১ হাজার ৭০০ জন আহত হয়েছেন। মিয়ানমারে ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ১ হাজার কিলোমিটার (৬২০ মাইল) দূরে অবস্থিত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আরও প্রায় ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
মিয়ানমারের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘সড়ক, সেতু ও ভবনের মতো অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বেসামরিক নাগরিকদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় বর্তমানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।’
এর আগে গতকাল শুক্রবার স্থানীয় সময় দুপুরের দিকে মধ্য মিয়ানমারের সাগাইন শহরের উত্তর-পশ্চিমে ৭ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর কয়েক মিনিট পরেই ৬ দশমিক ৭ মাত্রার একটি আফটারশক অনুভূত হয়।
ভূমিকম্পে মিয়ানমারের বিস্তীর্ণ এলাকাজুড়ে ভবন ধসে পড়েছে, সেতু ভেঙে গেছে এবং রাস্তা দেবে গেছে। দুর্গম এলাকায় দুর্বল যোগাযোগের কারণে অনেকে মনে করছেন দুর্যোগের প্রকৃত চিত্র এখনো সামনে আসেনি। ব্যাংককে উদ্ধারকারীরা শুক্রবার রাতে নির্মাণাধীন একটি ৩০ তলা অট্টালিকার ধ্বংসস্তূপ থেকে আটকে পড়া শ্রমিকদের সন্ধানে কাজ করছে। ঝাঁকুনির ধাক্কায় কয়েক সেকেন্ডের মধ্যে সেটি ধ্বংসস্তূপ ও মোড়ানো ধাতব স্তূপে পরিণত হয়।
ব্যাংককের গভর্নর চাদচার্ট সিট্টিপান্ট বলেছেন, শহরজুড়ে প্রায় ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, যাদের বেশির ভাগই আকাশচুম্বী অট্টালিকা ধসে মারা গেছেন। তবে পর্যটকদের আকর্ষণীয় স্থান চাতুচাক উইকেন্ড মার্কেটের কাছে অবস্থিত ওই নির্মাণস্থলে এখনো পর্যন্ত প্রায় ১০০ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন।
ঘটনাস্থলে সাংবাদিকদের চাদচার্ট বলেন, ‘আমাদের যা সরঞ্জাম আছে তা নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, কারণ প্রতিটি জীবন মূল্যবান।’ গভর্নর বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হলো, যত দ্রুত সম্ভব তাদের সবাইকে বাঁচানো।’
ব্যাংকক সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা শহরের ২ হাজারের বেশি ক্ষতিগ্রস্ত ভবনের রিপোর্টের ভিত্তিতে নিরাপত্তার জন্য ১০০ জনের বেশি প্রকৌশলীকে মোতায়েন করবে।

তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
৪ ঘণ্টা আগে
প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার খোসা, এনদেবেলে, সোথো ও ভেন্ডা সম্প্রদায়ের কিশোর ও তরুণেরা ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার শিশু আইন (২০০৫) অনুযায়ী, সাধারণত ১৬ বছরের বেশি বয়সীদের খতনা করানো হয়। এর নিচে খতনা করানো দেশটিতে আইনত নিষিদ্ধ।
৪ ঘণ্টা আগে
এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
৫ ঘণ্টা আগে