Ajker Patrika

মিয়ানমারে ২০ জনেরও বেশি জান্তা সৈন্য নিহত 

মিয়ানমারে ২০ জনেরও বেশি জান্তা সৈন্য নিহত 

মিয়ানমারের জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠীর হাতে দেশটির বিভিন্ন স্থানে সংঘর্ষে ২০ জনেরও বেশি সৈন্যের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর এক ক্যাপ্টেনও রয়েছেন বলে দাবি করেছে বিদ্রোহীরা। দেশটির রাখাইন, মন, শান ও কারেন রাজ্যে এবং মান্দালয়, সাগাইন এবং ইয়াঙ্গুন শহরে পৃথক পৃথক শহরে সংঘর্ষের ঘটনায় তাদের মৃত্যু হয়েছে।

থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পিপল’স ডিফেন্স ফোর্স (পিডিএফ) এবং এথনিক আর্মড ফোর্সের (ইএও) সঙ্গে জান্তা বাহিনীর সৈন্যদের সংঘর্ষ হলে এক ক্যাপ্টেনসহ ২০ জনের মৃত্যু হয়। এ সময় মান্দালয় থেকে দুই রাজবন্দীকে উদ্ধার করা হয়।

ইয়াঙ্গুনে জান্তাবিরোধী বাহিনীর হামলায় এক পুলিশ সদস্য এবং দুই প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এই হামলা চালায় বিদ্রোহীরা। এ ছাড়া, মিয়ানমারের রাখাইন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে অন্তত ১২ জান্তা সদস্যের মৃত্যু হয়। এর আগে, রাখাইনের ম্রউক–উতে জান্তা বাহিনীর গুলিতে রাখাইনে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। পরে জান্তা বাহিনীর হামলার জবাবে আরাকান আর্মির হামলায় ১২ জান্তা সদস্যের মৃত্যু হয়।

রাখাইনের বাইরে মিয়ানমারের শান রাজ্যে আরও ৪ জান্তা সৈন্যের মৃত্যু হয়। শান রাজ্যের উত্তরাঞ্চলের নামখামে জান্তা সৈন্য বহনকারী একটি গাড়িতে বিদ্রোহীরা হামলা চালালে ৪ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ২ জন চিকিৎসক ছিলেন বলে জানা গেছে। এর বাইরে, মন রাজ্যে বিদ্রোহীদের হামলায় জান্তা বাহিনীর মিত্র বলে পরিচিত পিউ স তি সশস্ত্র গোষ্ঠীর নেতা সুয়ে উইন নিহত হন। পিপল’স ডিফেন্স ফোর্সের সদস্যদের হামলায় সুয়ে উইন মারা যান বলে দায় স্বীকার করেছে পিডিএফ।

এ ছাড়া, সাগাইন এবং ইয়াঙ্গুনে পৃথক পৃথক হামলা আরও বেশ কয়েকজন জান্তা সৈন্যের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ