
জান্তা সরকারের অধীনে থাকা মিয়ানমারের ৫ কোটি ৪০ লাখ মানুষের অবস্থা এখন ভয়ংকর বলে জানিয়েছে জাতিসংঘ। মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রুস স্থানীয় সময় গত বুধবার এ মন্তব্য করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির মানবাধিকার পরিষদে কথা বলার সময় টম অ্যান্ড্রুস বলেন, গত বছর সামরিক বাহিনী ক্ষমতায় আসার পর দেশটির মানুষের অবস্থা ‘খারাপ থেকে আরও খারাপের দিকে, এরপর ভয়ংকরের দিকে গেছে’। টম অ্যান্ড্রুস বলেন, ‘২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর যে সংকট দেখা দেয় তাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া ব্যর্থ হয়েছে।’ মিয়ানমারের সামরিক বাহিনী যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করেছে বলেও মন্তব্য করেন তিনি। এসব অপরাধের মধ্যে রয়েছে, যৌন সহিংসতা, নির্যাতন, বেসামরিকদের বিরুদ্ধে ইচ্ছাকৃত অভিযান ও হত্যা।
টম অ্যান্ড্রুস জাতিসংঘে এসব বিষয় উত্থাপনের ঠিক আগের দিন মিয়ানমারের সাগাইন এলাকার একটি স্কুলে হেলিকপ্টার হামলা করে জান্তা বাহিনী। হামলায় অন্তত ১১ শিশু নিহত হয়। সামরিক বাহিনী দাবি করছে, ওই স্কুলে জান্তা বিরোধীরা লুকিয়ে ছিল। তাই এ হামলা করা হয়।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মিয়ানমারের সামরিক বাহিনীর সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর মিয়ানমারে সংকট শুরু হয়। ওই দিনই নতুন করে দেশটির পার্লামেন্ট অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। সামরিক অভ্যুত্থানের পরপরই দেশটিতে জান্তা বাহিনীর বিরুদ্ধে রাস্তায় নেমে আসে দেশটির জনগণ। তাদের থামাতে বলপ্রয়োগ করে জান্তা সরকার। শুরু হয় সংঘর্ষ। এখনো পর্যন্ত দেশটিতে ২ হাজার ৩০০ মানুষ জান্তা বাহিনীর হাতে নিহত হয়েছে।
মানবাধিকার পরিষদে অ্যান্ড্রুস জানান, যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে ২৯৫ শিশু। মৃত্যুর প্রহর গুনছেন ৮৪ জন রাজবন্দী।
এদিকে, মিয়ানমারের জান্তা সরকারের ওপর জাতিসংঘের মাধ্যমে চাপ বাড়ানোর দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন বর্জন করারও আহ্বান জানিয়েছে দেশটি। গত বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছেন মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। এ সময় সাম্প্রতিক হামলার উদাহরণ দেওয়া হয়। এ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কথা বলেছেন বলেও জানান এ কর্মকর্তা।

জান্তা সরকারের অধীনে থাকা মিয়ানমারের ৫ কোটি ৪০ লাখ মানুষের অবস্থা এখন ভয়ংকর বলে জানিয়েছে জাতিসংঘ। মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রুস স্থানীয় সময় গত বুধবার এ মন্তব্য করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির মানবাধিকার পরিষদে কথা বলার সময় টম অ্যান্ড্রুস বলেন, গত বছর সামরিক বাহিনী ক্ষমতায় আসার পর দেশটির মানুষের অবস্থা ‘খারাপ থেকে আরও খারাপের দিকে, এরপর ভয়ংকরের দিকে গেছে’। টম অ্যান্ড্রুস বলেন, ‘২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর যে সংকট দেখা দেয় তাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া ব্যর্থ হয়েছে।’ মিয়ানমারের সামরিক বাহিনী যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করেছে বলেও মন্তব্য করেন তিনি। এসব অপরাধের মধ্যে রয়েছে, যৌন সহিংসতা, নির্যাতন, বেসামরিকদের বিরুদ্ধে ইচ্ছাকৃত অভিযান ও হত্যা।
টম অ্যান্ড্রুস জাতিসংঘে এসব বিষয় উত্থাপনের ঠিক আগের দিন মিয়ানমারের সাগাইন এলাকার একটি স্কুলে হেলিকপ্টার হামলা করে জান্তা বাহিনী। হামলায় অন্তত ১১ শিশু নিহত হয়। সামরিক বাহিনী দাবি করছে, ওই স্কুলে জান্তা বিরোধীরা লুকিয়ে ছিল। তাই এ হামলা করা হয়।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মিয়ানমারের সামরিক বাহিনীর সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর মিয়ানমারে সংকট শুরু হয়। ওই দিনই নতুন করে দেশটির পার্লামেন্ট অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। সামরিক অভ্যুত্থানের পরপরই দেশটিতে জান্তা বাহিনীর বিরুদ্ধে রাস্তায় নেমে আসে দেশটির জনগণ। তাদের থামাতে বলপ্রয়োগ করে জান্তা সরকার। শুরু হয় সংঘর্ষ। এখনো পর্যন্ত দেশটিতে ২ হাজার ৩০০ মানুষ জান্তা বাহিনীর হাতে নিহত হয়েছে।
মানবাধিকার পরিষদে অ্যান্ড্রুস জানান, যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে ২৯৫ শিশু। মৃত্যুর প্রহর গুনছেন ৮৪ জন রাজবন্দী।
এদিকে, মিয়ানমারের জান্তা সরকারের ওপর জাতিসংঘের মাধ্যমে চাপ বাড়ানোর দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন বর্জন করারও আহ্বান জানিয়েছে দেশটি। গত বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছেন মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। এ সময় সাম্প্রতিক হামলার উদাহরণ দেওয়া হয়। এ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কথা বলেছেন বলেও জানান এ কর্মকর্তা।

যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
২৬ মিনিট আগে
দেশজুড়ে চলমান বিক্ষোভে একাধিক ‘সহিংস দাঙ্গায়’ বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পর স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।
১ ঘণ্টা আগে
চীনা কিছু অনলাইন ব্যবহারকারী তাইওয়ানের নেতাদের ভেনেজুয়েলা ধাঁচের বজ্রগতির অভিযান চালিয়ে ধরে আনার আহ্বান জানিয়েছেন। তবে বিশ্লেষক, গবেষক ও নিরাপত্তা কর্মকর্তারা বলছেন—চীনের আধুনিকায়ন পথে সেনাবাহিনী এখনো সে পর্যায়ে প্রস্তুত নয়। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে ডেনমার্কের হাতে আছে মাত্র ‘দুটি কুকুরের স্লেজ।’ ইউরোপীয় ন্যাটো সদস্য দেশটির কাছ থেকে দ্বীপটির সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার আলোচনার মধ্যেই এই মন্তব্য করলেন তিনি। খবর মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের।
২ ঘণ্টা আগে