
জান্তা সরকারের অধীনে থাকা মিয়ানমারের ৫ কোটি ৪০ লাখ মানুষের অবস্থা এখন ভয়ংকর বলে জানিয়েছে জাতিসংঘ। মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রুস স্থানীয় সময় গত বুধবার এ মন্তব্য করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির মানবাধিকার পরিষদে কথা বলার সময় টম অ্যান্ড্রুস বলেন, গত বছর সামরিক বাহিনী ক্ষমতায় আসার পর দেশটির মানুষের অবস্থা ‘খারাপ থেকে আরও খারাপের দিকে, এরপর ভয়ংকরের দিকে গেছে’। টম অ্যান্ড্রুস বলেন, ‘২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর যে সংকট দেখা দেয় তাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া ব্যর্থ হয়েছে।’ মিয়ানমারের সামরিক বাহিনী যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করেছে বলেও মন্তব্য করেন তিনি। এসব অপরাধের মধ্যে রয়েছে, যৌন সহিংসতা, নির্যাতন, বেসামরিকদের বিরুদ্ধে ইচ্ছাকৃত অভিযান ও হত্যা।
টম অ্যান্ড্রুস জাতিসংঘে এসব বিষয় উত্থাপনের ঠিক আগের দিন মিয়ানমারের সাগাইন এলাকার একটি স্কুলে হেলিকপ্টার হামলা করে জান্তা বাহিনী। হামলায় অন্তত ১১ শিশু নিহত হয়। সামরিক বাহিনী দাবি করছে, ওই স্কুলে জান্তা বিরোধীরা লুকিয়ে ছিল। তাই এ হামলা করা হয়।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মিয়ানমারের সামরিক বাহিনীর সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর মিয়ানমারে সংকট শুরু হয়। ওই দিনই নতুন করে দেশটির পার্লামেন্ট অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। সামরিক অভ্যুত্থানের পরপরই দেশটিতে জান্তা বাহিনীর বিরুদ্ধে রাস্তায় নেমে আসে দেশটির জনগণ। তাদের থামাতে বলপ্রয়োগ করে জান্তা সরকার। শুরু হয় সংঘর্ষ। এখনো পর্যন্ত দেশটিতে ২ হাজার ৩০০ মানুষ জান্তা বাহিনীর হাতে নিহত হয়েছে।
মানবাধিকার পরিষদে অ্যান্ড্রুস জানান, যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে ২৯৫ শিশু। মৃত্যুর প্রহর গুনছেন ৮৪ জন রাজবন্দী।
এদিকে, মিয়ানমারের জান্তা সরকারের ওপর জাতিসংঘের মাধ্যমে চাপ বাড়ানোর দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন বর্জন করারও আহ্বান জানিয়েছে দেশটি। গত বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছেন মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। এ সময় সাম্প্রতিক হামলার উদাহরণ দেওয়া হয়। এ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কথা বলেছেন বলেও জানান এ কর্মকর্তা।

জান্তা সরকারের অধীনে থাকা মিয়ানমারের ৫ কোটি ৪০ লাখ মানুষের অবস্থা এখন ভয়ংকর বলে জানিয়েছে জাতিসংঘ। মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রুস স্থানীয় সময় গত বুধবার এ মন্তব্য করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির মানবাধিকার পরিষদে কথা বলার সময় টম অ্যান্ড্রুস বলেন, গত বছর সামরিক বাহিনী ক্ষমতায় আসার পর দেশটির মানুষের অবস্থা ‘খারাপ থেকে আরও খারাপের দিকে, এরপর ভয়ংকরের দিকে গেছে’। টম অ্যান্ড্রুস বলেন, ‘২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর যে সংকট দেখা দেয় তাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া ব্যর্থ হয়েছে।’ মিয়ানমারের সামরিক বাহিনী যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করেছে বলেও মন্তব্য করেন তিনি। এসব অপরাধের মধ্যে রয়েছে, যৌন সহিংসতা, নির্যাতন, বেসামরিকদের বিরুদ্ধে ইচ্ছাকৃত অভিযান ও হত্যা।
টম অ্যান্ড্রুস জাতিসংঘে এসব বিষয় উত্থাপনের ঠিক আগের দিন মিয়ানমারের সাগাইন এলাকার একটি স্কুলে হেলিকপ্টার হামলা করে জান্তা বাহিনী। হামলায় অন্তত ১১ শিশু নিহত হয়। সামরিক বাহিনী দাবি করছে, ওই স্কুলে জান্তা বিরোধীরা লুকিয়ে ছিল। তাই এ হামলা করা হয়।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মিয়ানমারের সামরিক বাহিনীর সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর মিয়ানমারে সংকট শুরু হয়। ওই দিনই নতুন করে দেশটির পার্লামেন্ট অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। সামরিক অভ্যুত্থানের পরপরই দেশটিতে জান্তা বাহিনীর বিরুদ্ধে রাস্তায় নেমে আসে দেশটির জনগণ। তাদের থামাতে বলপ্রয়োগ করে জান্তা সরকার। শুরু হয় সংঘর্ষ। এখনো পর্যন্ত দেশটিতে ২ হাজার ৩০০ মানুষ জান্তা বাহিনীর হাতে নিহত হয়েছে।
মানবাধিকার পরিষদে অ্যান্ড্রুস জানান, যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে ২৯৫ শিশু। মৃত্যুর প্রহর গুনছেন ৮৪ জন রাজবন্দী।
এদিকে, মিয়ানমারের জান্তা সরকারের ওপর জাতিসংঘের মাধ্যমে চাপ বাড়ানোর দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন বর্জন করারও আহ্বান জানিয়েছে দেশটি। গত বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছেন মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। এ সময় সাম্প্রতিক হামলার উদাহরণ দেওয়া হয়। এ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কথা বলেছেন বলেও জানান এ কর্মকর্তা।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৩ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৬ ঘণ্টা আগে