
আফগানিস্তানে নারীর জন্য উচ্চশিক্ষা গ্রহণের পথ বন্ধ করে দিয়েছে তালেবান। গত মঙ্গলবার দেশটির উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রী নেদা মোহাম্মদ নাদিম এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান। তালেবানের এমন ঘোষণার পরে বিভিন্ন মহলে চলছে সমালোচনা। প্রতিবাদে গতকাল বুধবার রাজধানী কাবুলে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, নারীর জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার প্রতিবাদে রাজধানী কাবুলে বিক্ষোভ হয়েছে। সেখান থেকে পাঁচ নারীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গ্রেপ্তার হয়েছেন তিন সাংবাদিক। তাখার প্রদেশেও বিক্ষোভ হয়েছে।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, মঙ্গলবার তালেবানের ওই ঘোষণার পরদিন বুধবার শত শত নারীকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে বাধা দেয় নিরাপত্তারক্ষীরা। আফগানিস্তানের বেশির ভাগ নারী মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনার সুযোগ থেকে আগেই বাদ পড়েছে। নতুন করে নিষেধাজ্ঞা আসায় এখন নারীর শিক্ষা হুমকিতে পড়ল।
নারীর জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার বিষয়ে উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রী নেদা মোহাম্মদ নাদিম বলেন, ‘এই আদেশ এখন থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।’
বিক্ষোভে যোগ দেওয়া বেশ কয়েকজন নারী বিবিসিকে বলেন, ‘তালেবানের নারী অফিসাররা বিক্ষোভকারীদের মারধর ও গ্রেপ্তার করেছেন।’
নারীদের পাশাপাশি পুরুষদের অনেকেই আন্দোলনে সমর্থন জানাচ্ছেন। সরকারি ও বেসরকারি মিলিয়ে ৫০ জনের মতো পুরুষ শিক্ষক প্রতিবাদস্বরূপ চাকরি থেকে পদত্যাগ করেছেন। কিছু ছেলে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন।
উল্লেখ্য, গত বছর তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশটিতে নারী শিক্ষার ওপর নানা রকমের বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।

আফগানিস্তানে নারীর জন্য উচ্চশিক্ষা গ্রহণের পথ বন্ধ করে দিয়েছে তালেবান। গত মঙ্গলবার দেশটির উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রী নেদা মোহাম্মদ নাদিম এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান। তালেবানের এমন ঘোষণার পরে বিভিন্ন মহলে চলছে সমালোচনা। প্রতিবাদে গতকাল বুধবার রাজধানী কাবুলে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, নারীর জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার প্রতিবাদে রাজধানী কাবুলে বিক্ষোভ হয়েছে। সেখান থেকে পাঁচ নারীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গ্রেপ্তার হয়েছেন তিন সাংবাদিক। তাখার প্রদেশেও বিক্ষোভ হয়েছে।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, মঙ্গলবার তালেবানের ওই ঘোষণার পরদিন বুধবার শত শত নারীকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে বাধা দেয় নিরাপত্তারক্ষীরা। আফগানিস্তানের বেশির ভাগ নারী মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনার সুযোগ থেকে আগেই বাদ পড়েছে। নতুন করে নিষেধাজ্ঞা আসায় এখন নারীর শিক্ষা হুমকিতে পড়ল।
নারীর জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার বিষয়ে উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রী নেদা মোহাম্মদ নাদিম বলেন, ‘এই আদেশ এখন থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।’
বিক্ষোভে যোগ দেওয়া বেশ কয়েকজন নারী বিবিসিকে বলেন, ‘তালেবানের নারী অফিসাররা বিক্ষোভকারীদের মারধর ও গ্রেপ্তার করেছেন।’
নারীদের পাশাপাশি পুরুষদের অনেকেই আন্দোলনে সমর্থন জানাচ্ছেন। সরকারি ও বেসরকারি মিলিয়ে ৫০ জনের মতো পুরুষ শিক্ষক প্রতিবাদস্বরূপ চাকরি থেকে পদত্যাগ করেছেন। কিছু ছেলে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন।
উল্লেখ্য, গত বছর তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশটিতে নারী শিক্ষার ওপর নানা রকমের বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
২ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
২ ঘণ্টা আগে
এই ভাষণে প্রথমবারের মতো খামেনি বিক্ষোভকারীদের মৃত্যুর সংখ্যা ‘হাজার হাজার’ বলে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্তরা এখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে।’
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মারোস জেলায় ১১ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের (আইএটি) একটি ফ্লাইট নিখোঁজ হয়েছে। আজ শনিবার স্থানীয় সময় বেলা ১টা ১৭ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির শেষ যোগাযোগ হয়েছিল।
৩ ঘণ্টা আগে