
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি মন্দিরে নগ্ন হয়ে ধ্যান করা এক পর্যটকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তা নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় শুরু হয়েছে। বালি কর্তৃপক্ষ এখন ওই পর্যটককে ধরতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি অন্যদের সহযোগিতা চেয়েছে। খবর এএফপির।
এই ঘটনার একটি ভিডিও বালির সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি পেজে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ দেখা দেয়। ভিডিওতে মন্দিরের সামনে এক তরুণকে বসে থাকতে দেখা যায়। এ সময় তার পরনে পোশাক ছিল না।
বালি দ্বীপের বাসিন্দা ও কনটেন্ট ক্রিয়েটর নি লুহ ডিজেলান্টিক ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘এটি অত্যন্ত অসম্মানজনক। আমাদের মন্দিরে ধ্যান করছেন? বালির বাসিন্দা ও তাদের বিশ্বাসকে অপমান করে আপনি কীভাবে এটি করতে পারেন? অভিবাসন কর্মকর্তারা দয়া করে এই ব্যক্তিকে খুঁজে বের করুন। যথেষ্ট হয়েছে! এটি আমাদের বালিনিজদের জন্য অপমানজনক।’
স্থানীয় কর্তৃপক্ষ বিদেশি ওই পর্যটকের নাগরিকত্ব শনাক্ত করেছে। তবে তার নাম ও জাতীয়তা প্রকাশ করা হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে বালির অপর একজন বাসিন্দা বলেছেন, ‘আমাদের দ্বীপে এই ধরনের পর্যটকের প্রয়োজন নেই। ওই পর্যটককে তাড়িয়ে দেওয়া হোক; যার কোনো শিষ্টাচার ও সৌজন্যবোধ নেই। বালিতে তাদের দরকার নেই!’
ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে বালির অভিবাসন কার্যালয়ের পরিচালক টেডি রিয়ান্ডি বলেছেন, ‘আমরা এখনো এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছি। অভিবাসন বিভাগ বর্তমানে ওই বিদেশির সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে যোগাযোগের চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত তাঁর পক্ষ থেকে কোনো ধরনের সাড়া পাওয়া যায়নি।
বালি দ্বীপে ঘুরতে গিয়ে পর্যটকদের এ ধরনের অশালীন আচরণের ঘটনা নতুন নয়। অতীতেও এ ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার এই দ্বীপে। পরে অশ্লীল আচরণের দায়ে অনেক পর্যটককে ইন্দোনেশিয়া থেকে ফেরত পাঠানো হয়। শুধু তাই নয়, এমনকি দেশটিতে আজীবনের জন্য তাদের নিষিদ্ধ করা হয়।
চলতি বছরের এপ্রিলে রাশিয়ার একজন ইনস্টাগ্রাম সেলিব্রিটি বালি দ্বীপের বাসিন্দাদের কাছে পবিত্র হিসেবে বিবেচিত একটি গাছের সামনে নগ্ন হয়ে ছবি তোলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি পোস্ট করার পর তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে বালি থেকে নির্বাসিত করা হয় রুশ ওই পর্যটককে।

ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি মন্দিরে নগ্ন হয়ে ধ্যান করা এক পর্যটকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তা নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় শুরু হয়েছে। বালি কর্তৃপক্ষ এখন ওই পর্যটককে ধরতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি অন্যদের সহযোগিতা চেয়েছে। খবর এএফপির।
এই ঘটনার একটি ভিডিও বালির সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি পেজে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ দেখা দেয়। ভিডিওতে মন্দিরের সামনে এক তরুণকে বসে থাকতে দেখা যায়। এ সময় তার পরনে পোশাক ছিল না।
বালি দ্বীপের বাসিন্দা ও কনটেন্ট ক্রিয়েটর নি লুহ ডিজেলান্টিক ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘এটি অত্যন্ত অসম্মানজনক। আমাদের মন্দিরে ধ্যান করছেন? বালির বাসিন্দা ও তাদের বিশ্বাসকে অপমান করে আপনি কীভাবে এটি করতে পারেন? অভিবাসন কর্মকর্তারা দয়া করে এই ব্যক্তিকে খুঁজে বের করুন। যথেষ্ট হয়েছে! এটি আমাদের বালিনিজদের জন্য অপমানজনক।’
স্থানীয় কর্তৃপক্ষ বিদেশি ওই পর্যটকের নাগরিকত্ব শনাক্ত করেছে। তবে তার নাম ও জাতীয়তা প্রকাশ করা হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে বালির অপর একজন বাসিন্দা বলেছেন, ‘আমাদের দ্বীপে এই ধরনের পর্যটকের প্রয়োজন নেই। ওই পর্যটককে তাড়িয়ে দেওয়া হোক; যার কোনো শিষ্টাচার ও সৌজন্যবোধ নেই। বালিতে তাদের দরকার নেই!’
ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে বালির অভিবাসন কার্যালয়ের পরিচালক টেডি রিয়ান্ডি বলেছেন, ‘আমরা এখনো এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছি। অভিবাসন বিভাগ বর্তমানে ওই বিদেশির সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে যোগাযোগের চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত তাঁর পক্ষ থেকে কোনো ধরনের সাড়া পাওয়া যায়নি।
বালি দ্বীপে ঘুরতে গিয়ে পর্যটকদের এ ধরনের অশালীন আচরণের ঘটনা নতুন নয়। অতীতেও এ ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার এই দ্বীপে। পরে অশ্লীল আচরণের দায়ে অনেক পর্যটককে ইন্দোনেশিয়া থেকে ফেরত পাঠানো হয়। শুধু তাই নয়, এমনকি দেশটিতে আজীবনের জন্য তাদের নিষিদ্ধ করা হয়।
চলতি বছরের এপ্রিলে রাশিয়ার একজন ইনস্টাগ্রাম সেলিব্রিটি বালি দ্বীপের বাসিন্দাদের কাছে পবিত্র হিসেবে বিবেচিত একটি গাছের সামনে নগ্ন হয়ে ছবি তোলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি পোস্ট করার পর তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে বালি থেকে নির্বাসিত করা হয় রুশ ওই পর্যটককে।

গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
৩ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
৫ ঘণ্টা আগে
দীর্ঘ ২৫ বছরের আলোচনার পর অবশেষে আলোর মুখ দেখল ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসুরের মুক্ত বাণিজ্য চুক্তি। গতকাল শনিবার প্যারাগুয়েতে আয়োজিত এক অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং মার্কোসুরভুক্ত দেশগুলোর (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও উরুগুয়ে)
৬ ঘণ্টা আগে
পাকিস্তানের করাচি শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা এম এ জিন্নাহ রোডের গুল প্লাজা শপিং মলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে শুরু হওয়া এই আগুন আজ রোববার দুপুরে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
৭ ঘণ্টা আগে