
মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। আজ শুক্রবার এক বিবৃতিতে বিরোধীদের ওপর আবারও মিয়ানমারের সামরিক বাহিনীর হামলার শঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।
বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের বেশ কিছু অঞ্চলে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। যেকোনো সময় এই অঞ্চলগুলোর বিরোধীদের ওপর মিয়ানমার সামরিক বাহিনী দমন-পীড়ন চালাতে পারে।
জাতিসংঘের মানবাধিকার মুখপাত্র রাভিনা শামদাসানি বলেছেন, গত মাসেও মিয়ানমার সামরিক জান্তা শিন প্রদেশ ও অন্যান্য অঞ্চলে বিরোধীদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে এবং তাদের লক্ষ্য করে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে। ওই অঞ্চলে নতুন করে দুজন ঊর্ধ্বতন সামরিক কমান্ডারকে পদায়ন করা হয়েছে।
জেনেভায় জাতিসংঘের ব্রিফিংয়ে রাভিনা শামদাসানি বলেন, মিয়ানমারের সেনাবাহিনী পুনরায় শিন, সাগাইং ও ম্যাগওয়েতে সামরিক সজ্জা উল্লেখজনকভাবে বাড়িয়েছে। এটি নতুন করে বিরোধীদের ওপর হামলার শঙ্কা তীব্রতর করেছে।
মিয়ানমারের বেসামরিক জনগণের ওপর হামলার শঙ্কা প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান মিশেল বাশলেট বলেন, সামরিক জান্তার বর্তমান প্রস্তুতিই বলে দিচ্ছে, সে দেশের সাধারণ মানুষ যেকোনো সময় হত্যাযজ্ঞের শিকার হতে পারে।
এ বিষয়ে মন্তব্য জানতে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে রয়টার্স যোগাযোগ করেও কোনো সাড়া পায়নি।
গত ১ ফেব্রুয়ারি দেশটির সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে মিয়ানমারে সেনা অভ্যুত্থান হয়। ফলে অং সান সু চিকে হটিয়ে সেখানে এক দশকের অস্থায়ী গণতন্ত্রের অবসান হয়। এর পর থেকেই মিয়ানমারে অশান্তি বিরাজ করছে, যা আন্তর্জাতিকভাবে ক্ষোভের জন্ম দিয়েছে।
মিয়ানমারের স্থানীয় সংস্থার উদ্ধৃতি দিয়ে শামদাসানী জানান, ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর অভিযানে মোট ১ হাজার ১২০ জন গণতন্ত্রপন্থী বিদ্রোহীকে হত্যা করা হয়েছে। তাই জান্তার এই মানবাধিকার লঙ্ঘন রোধে প্রভাবশালী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তবে এসব অভিযোগকে অমূলক ও ভিত্তিহীন বলে দাবি করছে মিয়ানমারের জান্তা সরকার। তারা বলছে, বিরোধীদের আক্রমণে উল্টো তাদের বেশ কিছু সেনা নিহত হয়েছে।

মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। আজ শুক্রবার এক বিবৃতিতে বিরোধীদের ওপর আবারও মিয়ানমারের সামরিক বাহিনীর হামলার শঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।
বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের বেশ কিছু অঞ্চলে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। যেকোনো সময় এই অঞ্চলগুলোর বিরোধীদের ওপর মিয়ানমার সামরিক বাহিনী দমন-পীড়ন চালাতে পারে।
জাতিসংঘের মানবাধিকার মুখপাত্র রাভিনা শামদাসানি বলেছেন, গত মাসেও মিয়ানমার সামরিক জান্তা শিন প্রদেশ ও অন্যান্য অঞ্চলে বিরোধীদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে এবং তাদের লক্ষ্য করে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে। ওই অঞ্চলে নতুন করে দুজন ঊর্ধ্বতন সামরিক কমান্ডারকে পদায়ন করা হয়েছে।
জেনেভায় জাতিসংঘের ব্রিফিংয়ে রাভিনা শামদাসানি বলেন, মিয়ানমারের সেনাবাহিনী পুনরায় শিন, সাগাইং ও ম্যাগওয়েতে সামরিক সজ্জা উল্লেখজনকভাবে বাড়িয়েছে। এটি নতুন করে বিরোধীদের ওপর হামলার শঙ্কা তীব্রতর করেছে।
মিয়ানমারের বেসামরিক জনগণের ওপর হামলার শঙ্কা প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান মিশেল বাশলেট বলেন, সামরিক জান্তার বর্তমান প্রস্তুতিই বলে দিচ্ছে, সে দেশের সাধারণ মানুষ যেকোনো সময় হত্যাযজ্ঞের শিকার হতে পারে।
এ বিষয়ে মন্তব্য জানতে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে রয়টার্স যোগাযোগ করেও কোনো সাড়া পায়নি।
গত ১ ফেব্রুয়ারি দেশটির সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে মিয়ানমারে সেনা অভ্যুত্থান হয়। ফলে অং সান সু চিকে হটিয়ে সেখানে এক দশকের অস্থায়ী গণতন্ত্রের অবসান হয়। এর পর থেকেই মিয়ানমারে অশান্তি বিরাজ করছে, যা আন্তর্জাতিকভাবে ক্ষোভের জন্ম দিয়েছে।
মিয়ানমারের স্থানীয় সংস্থার উদ্ধৃতি দিয়ে শামদাসানী জানান, ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর অভিযানে মোট ১ হাজার ১২০ জন গণতন্ত্রপন্থী বিদ্রোহীকে হত্যা করা হয়েছে। তাই জান্তার এই মানবাধিকার লঙ্ঘন রোধে প্রভাবশালী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তবে এসব অভিযোগকে অমূলক ও ভিত্তিহীন বলে দাবি করছে মিয়ানমারের জান্তা সরকার। তারা বলছে, বিরোধীদের আক্রমণে উল্টো তাদের বেশ কিছু সেনা নিহত হয়েছে।

ইরানের পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, এই কর্মকর্তারাই দেশটিতে চলমান বিক্ষোভ দমনের মূল পরিকল্পনাকারী। একই সঙ্গে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের শীর্ষ নেতারা বিদেশি ব্যাংকে যে অর্থ পাঠাচ্ছেন, তা–ও তারা নজরদারিতে রেখেছে।
২২ মিনিট আগে
ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো হোয়াইট হাউসে বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। দক্ষিণ আমেরিকার দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে ট্রাম্প কী ভূমিকা নেবেন, সে বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা হিসেবেই মাচাদোর...
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য একটি বোর্ড অব পিস বা শান্তি পরিষদ গঠনের ঘোষণা দিয়েছেন। এটি ইসরায়েলের হাতে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্র-সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ। তুরস্কের সংবাদ সংস্থা টিআরটি গ্লোবালের প্রতিবেদন থেকে এ
৩ ঘণ্টা আগে
ট্রাম্প প্রশাসন মনে করছে—ইরানে আরেক দফা হামলার ক্ষেত্রে সময় তাদের অনুকূলে রয়েছে। ইরানের বিরুদ্ধে পরিস্থিতির উত্তেজনার পারদ কখনো বাড়িয়ে আবার কখনো কমিয়ে ‘এসক্যালেশন ল্যাডারে’ উত্তেজনার সিঁড়িতে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ, ধীরে ধীরে পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে...
৪ ঘণ্টা আগে