
দীর্ঘ সময় ধরেই লাভ করতে পারছিল না শ্রীলঙ্কার রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থা শ্রীলঙ্কান এয়ারলাইন। তাই এটিকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দেশটির সরকার। কিন্তু প্রতিষ্ঠানটির ১২০ কোটি ডলারের দায় থাকায় কোনো পক্ষই কিনতে আগ্রহ দেখাচ্ছিল না। এই অবস্থায় ৫১ কোটি ডলারের দায় নিজের কাঁধে নিয়ে নিচ্ছে দেশটির সরকার।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম নিউজ ওয়্যার ও দ্য এডিশনের পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪ মার্চ শ্রীলঙ্কার মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে শ্রীলঙ্কান এয়ারলাইনসের ৫১ কোটি ডলারের দায় চলে যাবে সরকারের কাঁধে। সোজা ভাষায় বললে, কোনো ক্রেতা কিনতে চাইলে তাদের এই পরিমাণ দায় গ্রহণ করতে হবে না অথবা শ্রীলঙ্কা সরকার এই দায় পরিশোধ করে দেবে।
নিকট অতীতে পরিচালনাগত সমস্যায় সৃষ্ট যাত্রীদের গুরুতর অসুবিধার কারণে তীব্র সমালোচনার সম্মুখীন হয় শ্রীলঙ্কান এয়ারলাইনস। এরপর দেশটির প্রেসিডেন্টের প্রস্তাবের ভিত্তিতে সরকার ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানের কাছে এয়ারলাইনসটির মোট ১২০ কোটি ডলার ঋণ থেকে ৫১ কোটি ডলার শোধ করার জন্য তহবিল বরাদ্দ দেয়।
এ বিষয়ে শ্রীলঙ্কার বিমান পরিবহন মন্ত্রী নিমাল সিরিপালা ডি সিলভা বলেন, সরকার জাতীয় এয়ারলাইনসের ৫১ কোটি ডলার বকেয়া ঋণ শোধ করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে। তাই এখন শ্রীলঙ্কান এয়ারলাইনসের অগ্রগতি দেখানো উচিত। তিনি আরও বলেন, একটি আকর্ষণীয় ব্যালেন্স শিটসহ শ্রীলঙ্কান এয়ারলাইনসকে আগামী ছয় মাসের মধ্যে পুনর্গঠিত করার পরিকল্পনা করছে সরকার।
নিমাল সিরিপালা আরও বলেন, এয়ারলাইনসের অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে। পাশাপাশি আগামী ছয় মাসে কোম্পানিতে উল্লেখযোগ্য আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। এ কারণে সংশ্লিষ্ট ইস্যুতে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রশাসনিক কর্মকর্তা ও ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদের একসঙ্গে কাজ করতে হবে। লক্ষ্যমাত্রা অর্জিত না হলে প্রায় ৬ হাজার কর্মচারীর চাকরিতে অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম অনুসারে, মন্ত্রী নিমাল সিরিপালা ডি সিলভা আজ সোমবার শ্রীলঙ্কান এয়ারলাইনসের প্রশাসন ও ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বিশেষ আলোচনায় এসব কথা বলেন।

দীর্ঘ সময় ধরেই লাভ করতে পারছিল না শ্রীলঙ্কার রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থা শ্রীলঙ্কান এয়ারলাইন। তাই এটিকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দেশটির সরকার। কিন্তু প্রতিষ্ঠানটির ১২০ কোটি ডলারের দায় থাকায় কোনো পক্ষই কিনতে আগ্রহ দেখাচ্ছিল না। এই অবস্থায় ৫১ কোটি ডলারের দায় নিজের কাঁধে নিয়ে নিচ্ছে দেশটির সরকার।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম নিউজ ওয়্যার ও দ্য এডিশনের পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪ মার্চ শ্রীলঙ্কার মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে শ্রীলঙ্কান এয়ারলাইনসের ৫১ কোটি ডলারের দায় চলে যাবে সরকারের কাঁধে। সোজা ভাষায় বললে, কোনো ক্রেতা কিনতে চাইলে তাদের এই পরিমাণ দায় গ্রহণ করতে হবে না অথবা শ্রীলঙ্কা সরকার এই দায় পরিশোধ করে দেবে।
নিকট অতীতে পরিচালনাগত সমস্যায় সৃষ্ট যাত্রীদের গুরুতর অসুবিধার কারণে তীব্র সমালোচনার সম্মুখীন হয় শ্রীলঙ্কান এয়ারলাইনস। এরপর দেশটির প্রেসিডেন্টের প্রস্তাবের ভিত্তিতে সরকার ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানের কাছে এয়ারলাইনসটির মোট ১২০ কোটি ডলার ঋণ থেকে ৫১ কোটি ডলার শোধ করার জন্য তহবিল বরাদ্দ দেয়।
এ বিষয়ে শ্রীলঙ্কার বিমান পরিবহন মন্ত্রী নিমাল সিরিপালা ডি সিলভা বলেন, সরকার জাতীয় এয়ারলাইনসের ৫১ কোটি ডলার বকেয়া ঋণ শোধ করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে। তাই এখন শ্রীলঙ্কান এয়ারলাইনসের অগ্রগতি দেখানো উচিত। তিনি আরও বলেন, একটি আকর্ষণীয় ব্যালেন্স শিটসহ শ্রীলঙ্কান এয়ারলাইনসকে আগামী ছয় মাসের মধ্যে পুনর্গঠিত করার পরিকল্পনা করছে সরকার।
নিমাল সিরিপালা আরও বলেন, এয়ারলাইনসের অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে। পাশাপাশি আগামী ছয় মাসে কোম্পানিতে উল্লেখযোগ্য আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। এ কারণে সংশ্লিষ্ট ইস্যুতে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রশাসনিক কর্মকর্তা ও ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদের একসঙ্গে কাজ করতে হবে। লক্ষ্যমাত্রা অর্জিত না হলে প্রায় ৬ হাজার কর্মচারীর চাকরিতে অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম অনুসারে, মন্ত্রী নিমাল সিরিপালা ডি সিলভা আজ সোমবার শ্রীলঙ্কান এয়ারলাইনসের প্রশাসন ও ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বিশেষ আলোচনায় এসব কথা বলেন।

উগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনির সমর্থকদের কাছে সদ্যসমাপ্ত নির্বাচনে তাঁর বিপুল বিজয় ৪০ বছরের শাসনেরই এক ধরনের স্বীকৃতি। নির্বাচনে তিনি পেয়েছেন ৭২ শতাংশ ভোট। এটি তাঁর সর্বোচ্চ প্রাপ্ত ভোটের কাছাকাছি। ১৯৯৬ সালে উগান্ডার প্রথম সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পেয়েছিলেন ৭৪ শতাংশ ভোট।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার উদ্ধারকারীরা নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন। ধারণা করা হচ্ছে, মেঘাচ্ছন্ন আবহাওয়ায় সুলাওয়েসি দ্বীপের পাহাড়ি অঞ্চলে পৌঁছানোর সময় বিমানটি বিধ্বস্ত হয়। ওই বিমানে ১১ জন আরোহী ছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দিতে ইচ্ছুক দেশগুলোর কাছে ১ বিলিয়ন ডলার অর্থ জোগানোর শর্ত দিচ্ছেন। এই অর্থের নিয়ন্ত্রণ থাকবে ট্রাম্পের হাতেই। এমনটি জানা গেছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলের চালানো গণহত্যামূলক যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে ট্রাম্প প্রথম এই বোর্ডের কথা প্রকাশ করেন। সে সময় তিনি বলেছিলেন, এই সংস্থাটি গাজায় ‘শাসনব্যবস্থা গড়ে তোলা, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ, বৃহৎ তহবিল সংগ্রহ এবং মূলধন ব্যবস্থাপনা’ তদারকি করবে।
৪ ঘণ্টা আগে