
ভারতে আবারও করোনার সংক্রমণ বাড়ছে। গত শনিবার গেল ছয় মাসের মধ্যে এক দিনে করোনার সর্বোচ্চ সংক্রমণ দেখল দেশটি। ওই দিন দেশটিতে ৩ হাজার ৮০০-র বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
২০২২ সালের জানুয়ারিতে হয়ে যাওয়া সংক্রমণের তৃতীয় ঢেউয়ের পর গত সাত দিনে (২৬ মার্চ-১ এপ্রিল) দেশটিতে আবার করোনা দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ৪৫০ জনের দেহে। যা আগের ৭ দিনের চেয়ে ২ দশমিক ১ গুণ বেশি। এর আগের ৭ দিনে দেশটিতে করোনার রোগীর সংখ্যা ছিল ৮ হাজার ৭৮১। গত ৭ দিনে করোনায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। আগের ৭ দিনে যা ছিল ২৯। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, কেরালা, গোয়া, দিল্লি, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা ও ইউপির মতো উত্তরের রাজ্যগুলোতে করোনা ছড়িয়ে পড়ছে দ্রুত। এর মধ্যে বেশির ভাগ রাজ্যে আগের সাত দিনের চেয়ে গত সাত দিনে করোনা সংক্রমণের হার তিন গুণ বেশি। সাপ্তাহিক সংক্রমণের হার বিবেচনায় কেরালায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। গেল ৭ দিনে ১ হাজার ৩৩৩ থেকে সংক্রমণের হার দ্রুত বেড়ে ৩ হাজার ৯৬১-তে দাঁড়িয়েছে প্রদেশটিতে।
দিল্লিতে গত সপ্তাহে নতুন করে ১ হাজার ৭৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের সপ্তাহে যে সংখ্যা ছিল ৬৮১। পাঞ্জাবে করোনার সংক্রমণ বেড়েছে ৩ দশমিক ৩ গুণ। সপ্তাহজুড়ে সারা দেশে ভাইরাসটি দ্রুত ছড়াতে থাকলেও গুজরাটে সংক্রমণের হার কম ছিল এবং স্থির ছিল মহারাষ্ট্রে। সাপ্তাহিক সংক্রমণের হার বিবেচনায় হিমাচল রয়েছে ষষ্ঠ অবস্থানে। প্রদেশটিতে এখন সাপ্তাহিক সংক্রমণের সংখ্যা প্রায় ১ হাজার ২০০। স্থির হারে করোনা বাড়ছে কর্ণাটকে। তেলেঙ্গানায় সংক্রমণ কমলেও অন্ধ্র প্রদেশেও করোনা বাড়তে শুরু করেছে।

ভারতে আবারও করোনার সংক্রমণ বাড়ছে। গত শনিবার গেল ছয় মাসের মধ্যে এক দিনে করোনার সর্বোচ্চ সংক্রমণ দেখল দেশটি। ওই দিন দেশটিতে ৩ হাজার ৮০০-র বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
২০২২ সালের জানুয়ারিতে হয়ে যাওয়া সংক্রমণের তৃতীয় ঢেউয়ের পর গত সাত দিনে (২৬ মার্চ-১ এপ্রিল) দেশটিতে আবার করোনা দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ৪৫০ জনের দেহে। যা আগের ৭ দিনের চেয়ে ২ দশমিক ১ গুণ বেশি। এর আগের ৭ দিনে দেশটিতে করোনার রোগীর সংখ্যা ছিল ৮ হাজার ৭৮১। গত ৭ দিনে করোনায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। আগের ৭ দিনে যা ছিল ২৯। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, কেরালা, গোয়া, দিল্লি, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা ও ইউপির মতো উত্তরের রাজ্যগুলোতে করোনা ছড়িয়ে পড়ছে দ্রুত। এর মধ্যে বেশির ভাগ রাজ্যে আগের সাত দিনের চেয়ে গত সাত দিনে করোনা সংক্রমণের হার তিন গুণ বেশি। সাপ্তাহিক সংক্রমণের হার বিবেচনায় কেরালায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। গেল ৭ দিনে ১ হাজার ৩৩৩ থেকে সংক্রমণের হার দ্রুত বেড়ে ৩ হাজার ৯৬১-তে দাঁড়িয়েছে প্রদেশটিতে।
দিল্লিতে গত সপ্তাহে নতুন করে ১ হাজার ৭৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের সপ্তাহে যে সংখ্যা ছিল ৬৮১। পাঞ্জাবে করোনার সংক্রমণ বেড়েছে ৩ দশমিক ৩ গুণ। সপ্তাহজুড়ে সারা দেশে ভাইরাসটি দ্রুত ছড়াতে থাকলেও গুজরাটে সংক্রমণের হার কম ছিল এবং স্থির ছিল মহারাষ্ট্রে। সাপ্তাহিক সংক্রমণের হার বিবেচনায় হিমাচল রয়েছে ষষ্ঠ অবস্থানে। প্রদেশটিতে এখন সাপ্তাহিক সংক্রমণের সংখ্যা প্রায় ১ হাজার ২০০। স্থির হারে করোনা বাড়ছে কর্ণাটকে। তেলেঙ্গানায় সংক্রমণ কমলেও অন্ধ্র প্রদেশেও করোনা বাড়তে শুরু করেছে।

ইরানে চলমান অস্থিরতায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। দেশজুড়ে টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও কঠোর দমন-পীড়নে মৃত্যুর এই সংখ্যা প্রথমবারের মতো কর্তৃপক্ষ
১ ঘণ্টা আগে
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর নয়াদিল্লি নিবিড়ভাবে নজর রাখছে এবং কোনো ধরনের ‘ভুল-বোঝাবুঝি বা ভুল ব্যাখ্যা’ এড়াতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগের সব চ্যানেল খোলা রাখা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ভারতীয় সশস্ত্র বাহিনীর বার্ষিক সং
১ ঘণ্টা আগে
তাঁর এই মন্তব্য শুধু সংবেদনশীল সময়ে বিজয়ের পাশে দাঁড়ানোই নয়, একই সঙ্গে জল্পনা আরও জোরদার করেছে যে—রাজ্যে ক্ষমতাসীন দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগামের (ডিএমকে) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেও কংগ্রেস হয়তো বিজয়ের দল তামিলগা ভেত্রি কড়গম বা টিভিকের সঙ্গে রাজনৈতিক সমঝোতার পথ খোলা রাখছে।
২ ঘণ্টা আগে
অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে অভিবাসনের বিরুদ্ধে কঠোর অভিযানের অংশ হিসেবে ২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে শিক্ষার্থী ভিসা রয়েছে প্রায় ৮ হাজারের বেশি। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে স্টেট ডিপার্টমেন্ট জানায়...
৫ ঘণ্টা আগে