
ভারতে আবারও করোনার সংক্রমণ বাড়ছে। গত শনিবার গেল ছয় মাসের মধ্যে এক দিনে করোনার সর্বোচ্চ সংক্রমণ দেখল দেশটি। ওই দিন দেশটিতে ৩ হাজার ৮০০-র বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
২০২২ সালের জানুয়ারিতে হয়ে যাওয়া সংক্রমণের তৃতীয় ঢেউয়ের পর গত সাত দিনে (২৬ মার্চ-১ এপ্রিল) দেশটিতে আবার করোনা দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ৪৫০ জনের দেহে। যা আগের ৭ দিনের চেয়ে ২ দশমিক ১ গুণ বেশি। এর আগের ৭ দিনে দেশটিতে করোনার রোগীর সংখ্যা ছিল ৮ হাজার ৭৮১। গত ৭ দিনে করোনায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। আগের ৭ দিনে যা ছিল ২৯। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, কেরালা, গোয়া, দিল্লি, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা ও ইউপির মতো উত্তরের রাজ্যগুলোতে করোনা ছড়িয়ে পড়ছে দ্রুত। এর মধ্যে বেশির ভাগ রাজ্যে আগের সাত দিনের চেয়ে গত সাত দিনে করোনা সংক্রমণের হার তিন গুণ বেশি। সাপ্তাহিক সংক্রমণের হার বিবেচনায় কেরালায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। গেল ৭ দিনে ১ হাজার ৩৩৩ থেকে সংক্রমণের হার দ্রুত বেড়ে ৩ হাজার ৯৬১-তে দাঁড়িয়েছে প্রদেশটিতে।
দিল্লিতে গত সপ্তাহে নতুন করে ১ হাজার ৭৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের সপ্তাহে যে সংখ্যা ছিল ৬৮১। পাঞ্জাবে করোনার সংক্রমণ বেড়েছে ৩ দশমিক ৩ গুণ। সপ্তাহজুড়ে সারা দেশে ভাইরাসটি দ্রুত ছড়াতে থাকলেও গুজরাটে সংক্রমণের হার কম ছিল এবং স্থির ছিল মহারাষ্ট্রে। সাপ্তাহিক সংক্রমণের হার বিবেচনায় হিমাচল রয়েছে ষষ্ঠ অবস্থানে। প্রদেশটিতে এখন সাপ্তাহিক সংক্রমণের সংখ্যা প্রায় ১ হাজার ২০০। স্থির হারে করোনা বাড়ছে কর্ণাটকে। তেলেঙ্গানায় সংক্রমণ কমলেও অন্ধ্র প্রদেশেও করোনা বাড়তে শুরু করেছে।

ভারতে আবারও করোনার সংক্রমণ বাড়ছে। গত শনিবার গেল ছয় মাসের মধ্যে এক দিনে করোনার সর্বোচ্চ সংক্রমণ দেখল দেশটি। ওই দিন দেশটিতে ৩ হাজার ৮০০-র বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
২০২২ সালের জানুয়ারিতে হয়ে যাওয়া সংক্রমণের তৃতীয় ঢেউয়ের পর গত সাত দিনে (২৬ মার্চ-১ এপ্রিল) দেশটিতে আবার করোনা দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ৪৫০ জনের দেহে। যা আগের ৭ দিনের চেয়ে ২ দশমিক ১ গুণ বেশি। এর আগের ৭ দিনে দেশটিতে করোনার রোগীর সংখ্যা ছিল ৮ হাজার ৭৮১। গত ৭ দিনে করোনায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। আগের ৭ দিনে যা ছিল ২৯। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, কেরালা, গোয়া, দিল্লি, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা ও ইউপির মতো উত্তরের রাজ্যগুলোতে করোনা ছড়িয়ে পড়ছে দ্রুত। এর মধ্যে বেশির ভাগ রাজ্যে আগের সাত দিনের চেয়ে গত সাত দিনে করোনা সংক্রমণের হার তিন গুণ বেশি। সাপ্তাহিক সংক্রমণের হার বিবেচনায় কেরালায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। গেল ৭ দিনে ১ হাজার ৩৩৩ থেকে সংক্রমণের হার দ্রুত বেড়ে ৩ হাজার ৯৬১-তে দাঁড়িয়েছে প্রদেশটিতে।
দিল্লিতে গত সপ্তাহে নতুন করে ১ হাজার ৭৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের সপ্তাহে যে সংখ্যা ছিল ৬৮১। পাঞ্জাবে করোনার সংক্রমণ বেড়েছে ৩ দশমিক ৩ গুণ। সপ্তাহজুড়ে সারা দেশে ভাইরাসটি দ্রুত ছড়াতে থাকলেও গুজরাটে সংক্রমণের হার কম ছিল এবং স্থির ছিল মহারাষ্ট্রে। সাপ্তাহিক সংক্রমণের হার বিবেচনায় হিমাচল রয়েছে ষষ্ঠ অবস্থানে। প্রদেশটিতে এখন সাপ্তাহিক সংক্রমণের সংখ্যা প্রায় ১ হাজার ২০০। স্থির হারে করোনা বাড়ছে কর্ণাটকে। তেলেঙ্গানায় সংক্রমণ কমলেও অন্ধ্র প্রদেশেও করোনা বাড়তে শুরু করেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দৃঢ়ভাবে বলেছেন যে, তুরস্ক ও কাতারের কোনো সেনাকে তিনি গাজায় পা রাখতে দেবেন না। এর কয়েক দিন আগেই হোয়াইট হাউস ঘোষণা দেয়, গাজার যুদ্ধ-পরবর্তী শাসনব্যবস্থা তদারকির জন্য গঠিত একটি গুরুত্বপূর্ণ কমিটিতে এই দুই দেশের কর্মকর্তারা থাকবেন।
১২ মিনিট আগে
ভারতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিহারের বিধায়ক নীতিন নবীন। এর আগে, তিনি বিজেপির ভারপ্রাপ্ত জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সময় গতকাল সোমবার নীতিন নতুন জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হন।
১ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটক রাজ্যের পুলিশ ডিরেক্টর জেনারেল (সিভিল রাইটস এনফোর্সমেন্ট–ডিজিপি) রামচন্দ্র রাওকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের সঙ্গে তাঁর আপত্তিকর অবস্থার একাধিক ভিডিও ভাইরাল হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
যুদ্ধ-পরবর্তী গাজার শাসনব্যবস্থা ও পুনর্গঠন তদারকির পাশাপাশি বৈশ্বিক সংঘাত নিরসনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস বা শান্তি পরিষদে’ যোগ দেওয়ার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে