
তালেবানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা দায়ের করা হয়েছে। ২০২১ সালে আফগানিস্তানে নিহত হওয়া রয়টার্সের ফটোসাংবাদিক দানিশ সিদ্দিকীর পরিবার এই মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন দানিশের পরিবারের আইনজীবী আভি সিং। বুধবার আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আভি সিং বলেন, ‘দানিশ সিদ্দিকীর সঙ্গে যা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের বিষয়ে একটি অভিযোগপত্র দাখিল করেছি। তাঁকে নির্যাতন করার ও হত্যার পর তাঁর মরদেহ বিকৃত করা পর্যাপ্ত প্রমাণ আমাদের কাছে রয়েছে।’
২০১৭ সালে রোহিঙ্গা শরণার্থী সংকট কভার করায় ২০১৮ সালে দানিশ সিদ্দিকী পুলিৎজার পুরস্কার জেতেন। পরে ২০২১ সালের জুলাইয়ে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় আফগান সংকট বিষয়ে একটি রিপোর্ট কভার করার সময় মারা যান।
দানিশের হত্যার পর সেই বিষয়ে তদন্ত পরিচালনা করা জড়িত স্থানীয় নাগরিক কর্মী জান মোহাম্মদ আল জাজিরাকে বলেছেন, ‘তালেবান তাঁর মরদেহ কর্তৃপক্ষের কাছে ফেরত দিতে অস্বীকৃতি জানায়। তালেবানের নেতাদের কাছে আমাদের বেশ কয়েকটি আবেদন করতে হয়েছে। সেসব আবেদনে আমরা যুক্তি দিয়েছিলাম—তিনি মুসলিম ছিলেন এবং একটি সম্মানজনক দাফনের যোগ্য তিনি।’ পরিচয় গোপন রাখার স্বার্থে মোহাম্মদের নাম পরিবর্তন করা হয়েছে।
জান মোহাম্মদ বলেন, ‘অবশেষে, তাঁরা তাঁর মৃতদেহ আন্তর্জাতিক রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তর করতে রাজি হয়েছিল। কিন্তু যখন আমরা মরদেহ পাই তখন দেখি যে—তাঁর মরদেহ এত খারাপভাবে বিকৃত করা হয়েছিল যে শনাক্তই করা যায়নি।’
জান মোহাম্মদ আরও বলেন, ‘তাঁর মরদেহের ময়নাতদন্তকারী চিকিৎসক আমাদের বলেছিলেন—দানিশের মরদেহে বিকৃত ও ক্ষতির স্পষ্ট লক্ষণ রয়েছে। তাঁরা তাঁকে গুলি করার পর তাঁর শরীরের ওপর দিয়ে একটি গাড়ি চালিয়ে দিয়েছিল।’

তালেবানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা দায়ের করা হয়েছে। ২০২১ সালে আফগানিস্তানে নিহত হওয়া রয়টার্সের ফটোসাংবাদিক দানিশ সিদ্দিকীর পরিবার এই মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন দানিশের পরিবারের আইনজীবী আভি সিং। বুধবার আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আভি সিং বলেন, ‘দানিশ সিদ্দিকীর সঙ্গে যা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের বিষয়ে একটি অভিযোগপত্র দাখিল করেছি। তাঁকে নির্যাতন করার ও হত্যার পর তাঁর মরদেহ বিকৃত করা পর্যাপ্ত প্রমাণ আমাদের কাছে রয়েছে।’
২০১৭ সালে রোহিঙ্গা শরণার্থী সংকট কভার করায় ২০১৮ সালে দানিশ সিদ্দিকী পুলিৎজার পুরস্কার জেতেন। পরে ২০২১ সালের জুলাইয়ে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় আফগান সংকট বিষয়ে একটি রিপোর্ট কভার করার সময় মারা যান।
দানিশের হত্যার পর সেই বিষয়ে তদন্ত পরিচালনা করা জড়িত স্থানীয় নাগরিক কর্মী জান মোহাম্মদ আল জাজিরাকে বলেছেন, ‘তালেবান তাঁর মরদেহ কর্তৃপক্ষের কাছে ফেরত দিতে অস্বীকৃতি জানায়। তালেবানের নেতাদের কাছে আমাদের বেশ কয়েকটি আবেদন করতে হয়েছে। সেসব আবেদনে আমরা যুক্তি দিয়েছিলাম—তিনি মুসলিম ছিলেন এবং একটি সম্মানজনক দাফনের যোগ্য তিনি।’ পরিচয় গোপন রাখার স্বার্থে মোহাম্মদের নাম পরিবর্তন করা হয়েছে।
জান মোহাম্মদ বলেন, ‘অবশেষে, তাঁরা তাঁর মৃতদেহ আন্তর্জাতিক রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তর করতে রাজি হয়েছিল। কিন্তু যখন আমরা মরদেহ পাই তখন দেখি যে—তাঁর মরদেহ এত খারাপভাবে বিকৃত করা হয়েছিল যে শনাক্তই করা যায়নি।’
জান মোহাম্মদ আরও বলেন, ‘তাঁর মরদেহের ময়নাতদন্তকারী চিকিৎসক আমাদের বলেছিলেন—দানিশের মরদেহে বিকৃত ও ক্ষতির স্পষ্ট লক্ষণ রয়েছে। তাঁরা তাঁকে গুলি করার পর তাঁর শরীরের ওপর দিয়ে একটি গাড়ি চালিয়ে দিয়েছিল।’

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
৮ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
৮ ঘণ্টা আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
১১ ঘণ্টা আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
১১ ঘণ্টা আগে