
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তাঁর দেশের সামরিক, যুদ্ধাস্ত্র ও পারমাণবিক অস্ত্রের বিভাগকে যুদ্ধের প্রস্তুতি ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন। এই পদক্ষেপকে তিনি যুক্তরাষ্ট্রের ‘নজিরবিহীন সংঘাতমূলক পদক্ষেপের পাল্টা ব্যবস্থা’ হিসেবেই অভিহিত করেছেন বলে আজ বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর বলা হয়। গতকাল বুধবার দেশটির ক্ষমতাসীন দলের এক বৈঠকে নতুন বছরের জন্য নির্দেশনার বিষয়ে কথা বলতে গিয়ে কিম এই নির্দেশ দেন। তিনি আরও বলেন, ‘সাম্রাজ্যবাদবিরোধী স্বাধীন’ দেশগুলোর সঙ্গে কৌশলগত সহযোগিতা প্রসারিত করবে পিয়ংইয়ং।
কেসিএনএ বলে, কিম জং উন যুদ্ধের প্রস্তুতিকে আরও ত্বরান্বিত করার জন্য পিপলস আর্মি ও যুদ্ধাস্ত্র, পারমাণবিক অস্ত্র ও বেসামরিক প্রতিরক্ষা খাতের জন্য সামরিক দায়িত্ব নির্ধারণ করেছেন। বৈঠকে কিম নতুন বছরের জন্য অর্থনৈতিক লক্ষ্য নির্ধারণ করেছেন। দেশের পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা সম্পন্ন করার জন্য ২০২৪-কে ‘নির্ধারক বছর’ বলেও অভিহিত করেছেন তিনি।
নতুন বছরে প্রধান প্রধান শিল্প খাতের গুরুত্বপূর্ণ কাজগুলোতে গতি আনার কথা বলেন কিম। এ ছাড়া কৃষি উৎপাদন যেন উঁচু স্তরেই স্থিতিশীলতা লাভ করতে পারে, সে আহ্বানও জানান তিনি।
রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়িয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ব্যবহারের জন্য মস্কোকে সামরিক সরঞ্জাম সরবরাহ করার অভিযোগ এনেছে ওয়াশিংটন। অন্যদিকে, উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা এগিয়ে নিতে সহায়তা করার জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করে রাশিয়া।
প্রাকৃতিক দুর্যোগের ফলে ১৯৯০-এর দশকে দুর্ভিক্ষসহ সাম্প্রতিক দশকগুলোতেও গুরুতর খাদ্যসংকট দেখা দিয়েছে উত্তর কোরিয়ায়। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, করোনা মহামারির সময় সীমান্ত বন্ধের সিদ্ধান্ত দেশটির খাদ্য নিরাপত্তাকে আরও বেগতিক করেছিল।
অনুকূল আবহাওয়ার কারণে ২০২৩ সালে উত্তর কোরিয়ার ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলে অনুমান করা হয়েছিল। তবে সিউলের একজন কর্মকর্তা বলেছেন, পরিমাণটি এখনো দেশের দীর্ঘস্থায়ী খাদ্যঘাটতি মেটানোর জন্য যা প্রয়োজন তার চেয়ে অনেক কম।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তাঁর দেশের সামরিক, যুদ্ধাস্ত্র ও পারমাণবিক অস্ত্রের বিভাগকে যুদ্ধের প্রস্তুতি ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন। এই পদক্ষেপকে তিনি যুক্তরাষ্ট্রের ‘নজিরবিহীন সংঘাতমূলক পদক্ষেপের পাল্টা ব্যবস্থা’ হিসেবেই অভিহিত করেছেন বলে আজ বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর বলা হয়। গতকাল বুধবার দেশটির ক্ষমতাসীন দলের এক বৈঠকে নতুন বছরের জন্য নির্দেশনার বিষয়ে কথা বলতে গিয়ে কিম এই নির্দেশ দেন। তিনি আরও বলেন, ‘সাম্রাজ্যবাদবিরোধী স্বাধীন’ দেশগুলোর সঙ্গে কৌশলগত সহযোগিতা প্রসারিত করবে পিয়ংইয়ং।
কেসিএনএ বলে, কিম জং উন যুদ্ধের প্রস্তুতিকে আরও ত্বরান্বিত করার জন্য পিপলস আর্মি ও যুদ্ধাস্ত্র, পারমাণবিক অস্ত্র ও বেসামরিক প্রতিরক্ষা খাতের জন্য সামরিক দায়িত্ব নির্ধারণ করেছেন। বৈঠকে কিম নতুন বছরের জন্য অর্থনৈতিক লক্ষ্য নির্ধারণ করেছেন। দেশের পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা সম্পন্ন করার জন্য ২০২৪-কে ‘নির্ধারক বছর’ বলেও অভিহিত করেছেন তিনি।
নতুন বছরে প্রধান প্রধান শিল্প খাতের গুরুত্বপূর্ণ কাজগুলোতে গতি আনার কথা বলেন কিম। এ ছাড়া কৃষি উৎপাদন যেন উঁচু স্তরেই স্থিতিশীলতা লাভ করতে পারে, সে আহ্বানও জানান তিনি।
রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়িয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ব্যবহারের জন্য মস্কোকে সামরিক সরঞ্জাম সরবরাহ করার অভিযোগ এনেছে ওয়াশিংটন। অন্যদিকে, উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা এগিয়ে নিতে সহায়তা করার জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করে রাশিয়া।
প্রাকৃতিক দুর্যোগের ফলে ১৯৯০-এর দশকে দুর্ভিক্ষসহ সাম্প্রতিক দশকগুলোতেও গুরুতর খাদ্যসংকট দেখা দিয়েছে উত্তর কোরিয়ায়। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, করোনা মহামারির সময় সীমান্ত বন্ধের সিদ্ধান্ত দেশটির খাদ্য নিরাপত্তাকে আরও বেগতিক করেছিল।
অনুকূল আবহাওয়ার কারণে ২০২৩ সালে উত্তর কোরিয়ার ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলে অনুমান করা হয়েছিল। তবে সিউলের একজন কর্মকর্তা বলেছেন, পরিমাণটি এখনো দেশের দীর্ঘস্থায়ী খাদ্যঘাটতি মেটানোর জন্য যা প্রয়োজন তার চেয়ে অনেক কম।

গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল—অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে; ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে; পূর্ণমাত্রায় মানবিক সহায়তা...
৪ ঘণ্টা আগে
এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
৬ ঘণ্টা আগে
কানাডা ও চীন বৈদ্যুতিক যান (ইভি) এবং ক্যানোলা (সরিষার মতো তেলবীজ) পণ্যের ওপর শুল্ক কমাতে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। আজ শুক্রবার চীন সফররত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ কথা জানিয়েছেন। দুই দেশই বাণিজ্য বাধা দূর করা এবং নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছে।
৭ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর কড়া সমালোচক মাচাদো গত বছর ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আন্দোলনের জন্য এই পুরস্কার জিতেছিলেন। এখন তিনি সেই পদক হোয়াইট হাউসে রেখে গেলেন এই আশায়, এই সৌজন্যের বিনিময়ে হয়তো আরও মূল্যবান কিছু মিলবে।
৭ ঘণ্টা আগে