
মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ও সেনাবাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। প্রাণ বাঁচাতে হাজার হাজার মানুষ সীমান্ত পাড়ি দিয়ে থাইল্যান্ডে পালিয়ে যাচ্ছে। থাই কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
২০২১ সালের ফেব্রুয়ারিতে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এরপর মিয়ানমারে ব্যাপক বিক্ষোভ ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর জন্ম হয়।
থাই কর্মকর্তারা বলেছেন, নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর থাইল্যান্ডের তাক প্রদেশের সীমান্তবর্তী কারেন রাজ্যের মায়াওয়াদি শহরে মিয়ানমারের হাজার হাজার বাসিন্দা জড়ো হচ্ছে। প্রাদেশিক কর্মকর্তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, ১০টি এলাকাজুড়ে প্রায় ৩ হাজার ৯৯৮ জন মিয়ানমারের বাসিন্দা জড়ো হয়েছে।
থাইল্যান্ডের সংবাদমাধ্যম খাওসোদ ও বিবিসি বার্মিজ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার জাতিগত সশস্ত্র গোষ্ঠী কারেন ন্যাশনাল লিবারেশন আর্মির (কেএনএলএ) সশস্ত্র যোদ্ধারা একটি সীমান্তরক্ষী চৌকিতে হামলা করলে দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল থেকে অনেক মানুষ সীমান্ত অতিক্রম করেছে এবং কেউ কেউ এখনো মিয়ানমারের পাশে অপেক্ষা করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক দাতব্য কর্মী বলেছেন, ‘আমাদের কাছে পর্যাপ্ত পানযোগ্য পানি নেই। টয়লেটের ব্যবস্থা নেই।’
সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর কেএনএলএ অভ্যুত্থানবিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে যোগ দিয়েছে। তারা সামরিক বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ দিন ধরেই লড়াই করছে। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, সামরিক জান্তারা এ পর্যন্ত ৩ হাজার ২১২ জনকে হত্যা করেছে এবং ১৭ হাজারেরও বেশি মানুষকে কারাবন্দী করেছে।
প্রত্যক্ষদর্শীরা সামরিক বাহিনীর বিরুদ্ধে বিমান হামলার অভিযোগ করেছেন। তাঁরা বলেছেন, বেসামরিক মানুষের ওপরে বিমান হামলা চালানো হয়েছে। অনেক গ্রাম সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। গত সপ্তাহে উত্তর-পশ্চিমাঞ্চলীয় এক গ্রামে বোমা হামলায় শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছে।
মিয়ানমারের সেনাবাহিনী দাবি করেছে, তারা ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে লড়াই করছে এবং বেসামরিক মানুষের ওপর হামলার বিষয়টি অস্বীকার করেছে। তারা বেসামরিক মানুষের মৃত্যুর জন্য অভ্যুত্থানবিরোধী যোদ্ধাদেরই দায়ী করেছে।

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ও সেনাবাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। প্রাণ বাঁচাতে হাজার হাজার মানুষ সীমান্ত পাড়ি দিয়ে থাইল্যান্ডে পালিয়ে যাচ্ছে। থাই কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
২০২১ সালের ফেব্রুয়ারিতে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এরপর মিয়ানমারে ব্যাপক বিক্ষোভ ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর জন্ম হয়।
থাই কর্মকর্তারা বলেছেন, নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর থাইল্যান্ডের তাক প্রদেশের সীমান্তবর্তী কারেন রাজ্যের মায়াওয়াদি শহরে মিয়ানমারের হাজার হাজার বাসিন্দা জড়ো হচ্ছে। প্রাদেশিক কর্মকর্তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, ১০টি এলাকাজুড়ে প্রায় ৩ হাজার ৯৯৮ জন মিয়ানমারের বাসিন্দা জড়ো হয়েছে।
থাইল্যান্ডের সংবাদমাধ্যম খাওসোদ ও বিবিসি বার্মিজ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার জাতিগত সশস্ত্র গোষ্ঠী কারেন ন্যাশনাল লিবারেশন আর্মির (কেএনএলএ) সশস্ত্র যোদ্ধারা একটি সীমান্তরক্ষী চৌকিতে হামলা করলে দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল থেকে অনেক মানুষ সীমান্ত অতিক্রম করেছে এবং কেউ কেউ এখনো মিয়ানমারের পাশে অপেক্ষা করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক দাতব্য কর্মী বলেছেন, ‘আমাদের কাছে পর্যাপ্ত পানযোগ্য পানি নেই। টয়লেটের ব্যবস্থা নেই।’
সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর কেএনএলএ অভ্যুত্থানবিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে যোগ দিয়েছে। তারা সামরিক বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ দিন ধরেই লড়াই করছে। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, সামরিক জান্তারা এ পর্যন্ত ৩ হাজার ২১২ জনকে হত্যা করেছে এবং ১৭ হাজারেরও বেশি মানুষকে কারাবন্দী করেছে।
প্রত্যক্ষদর্শীরা সামরিক বাহিনীর বিরুদ্ধে বিমান হামলার অভিযোগ করেছেন। তাঁরা বলেছেন, বেসামরিক মানুষের ওপরে বিমান হামলা চালানো হয়েছে। অনেক গ্রাম সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। গত সপ্তাহে উত্তর-পশ্চিমাঞ্চলীয় এক গ্রামে বোমা হামলায় শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছে।
মিয়ানমারের সেনাবাহিনী দাবি করেছে, তারা ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে লড়াই করছে এবং বেসামরিক মানুষের ওপর হামলার বিষয়টি অস্বীকার করেছে। তারা বেসামরিক মানুষের মৃত্যুর জন্য অভ্যুত্থানবিরোধী যোদ্ধাদেরই দায়ী করেছে।

ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
৩ ঘণ্টা আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৫ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
৬ ঘণ্টা আগে