
আগামী সাত দিনের মধ্যে শ্রীলঙ্কা একজন নতুন প্রেসিডেন্ট পাবে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে। স্থানীয় সময় আজ শুক্রবার সকালে তিনি এ কথা জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
কয়েক মাস ধরে চলা গণবিক্ষোভের মুখে গত মঙ্গলবার দেশ ছেড়ে প্রথমে মালদ্বীপে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। পরে সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে চেপে তিনি সিঙ্গাপুরে গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে বহনকারী উড়োজাহাজটি সিঙ্গাপুরে পৌঁছার পর তিনি ই-মেইলে শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান। স্পিকার জানিয়েছেন, তাঁর পদত্যাগপত্রটি গৃহীত হয়েছে।
স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধন সাংবাদিকদের বলেছেন, ‘আইনত বৃহস্পতিবার থেকে গোতাবায়া আর প্রেসিডেন্ট পদে নেই। প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া নিয়ে সংসদে এখন সর্বদলীয় বৈঠক চলছে।’
গোতাবায়া রাজাপক্ষে মালদ্বীপে পালিয়ে যাওয়ার পর থেকে শ্রীলঙ্কা তাঁর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণার অপেক্ষায় ছিল। অবশেষে বৃহস্পতিবার তাঁর আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণা আসে। গোতাবায়া এখন সিঙ্গাপুরে অবস্থান করছেন।
সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাজাপক্ষে একটি ব্যক্তিগত সফরে সিঙ্গাপুরে প্রবেশ করেছেন। তিনি এখানে আশ্রয় চাননি। সিঙ্গাপুরে আশ্রয় প্রার্থনা মঞ্জুর করার সুযোগ নেই।
এর আগে মালদ্বীপে পালিয়ে যাওয়ার আগে রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিয়োগ করে যান গোতাবায়া রাজাপক্ষে। এতে বিক্ষোভকারীরা আরও বেশি ক্ষুব্ধ হয়ে ওঠে এবং পার্লামেন্ট ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় দখল করে রনিলের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করতে থাকে।
বিক্ষোভ সামলাতে রনিল বিক্রমাসিংহে বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার ভোর পর্যন্ত কলম্বোতে কারফিউ জারি করেন।
স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি ও সীমাহীন দুর্নীতির জন্য রাজাপক্ষে পরিবারকে দায়ী করে বিক্ষোভে ফেটে পড়ে শ্রীলঙ্কার সাধারণ মানুষ। গত কয়েক মাস ধরে চলমান বিক্ষোভের সময় বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবন দখল করে উল্লাস করেছে।

আগামী সাত দিনের মধ্যে শ্রীলঙ্কা একজন নতুন প্রেসিডেন্ট পাবে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে। স্থানীয় সময় আজ শুক্রবার সকালে তিনি এ কথা জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
কয়েক মাস ধরে চলা গণবিক্ষোভের মুখে গত মঙ্গলবার দেশ ছেড়ে প্রথমে মালদ্বীপে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। পরে সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে চেপে তিনি সিঙ্গাপুরে গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে বহনকারী উড়োজাহাজটি সিঙ্গাপুরে পৌঁছার পর তিনি ই-মেইলে শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান। স্পিকার জানিয়েছেন, তাঁর পদত্যাগপত্রটি গৃহীত হয়েছে।
স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধন সাংবাদিকদের বলেছেন, ‘আইনত বৃহস্পতিবার থেকে গোতাবায়া আর প্রেসিডেন্ট পদে নেই। প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া নিয়ে সংসদে এখন সর্বদলীয় বৈঠক চলছে।’
গোতাবায়া রাজাপক্ষে মালদ্বীপে পালিয়ে যাওয়ার পর থেকে শ্রীলঙ্কা তাঁর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণার অপেক্ষায় ছিল। অবশেষে বৃহস্পতিবার তাঁর আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণা আসে। গোতাবায়া এখন সিঙ্গাপুরে অবস্থান করছেন।
সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাজাপক্ষে একটি ব্যক্তিগত সফরে সিঙ্গাপুরে প্রবেশ করেছেন। তিনি এখানে আশ্রয় চাননি। সিঙ্গাপুরে আশ্রয় প্রার্থনা মঞ্জুর করার সুযোগ নেই।
এর আগে মালদ্বীপে পালিয়ে যাওয়ার আগে রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিয়োগ করে যান গোতাবায়া রাজাপক্ষে। এতে বিক্ষোভকারীরা আরও বেশি ক্ষুব্ধ হয়ে ওঠে এবং পার্লামেন্ট ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় দখল করে রনিলের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করতে থাকে।
বিক্ষোভ সামলাতে রনিল বিক্রমাসিংহে বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার ভোর পর্যন্ত কলম্বোতে কারফিউ জারি করেন।
স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি ও সীমাহীন দুর্নীতির জন্য রাজাপক্ষে পরিবারকে দায়ী করে বিক্ষোভে ফেটে পড়ে শ্রীলঙ্কার সাধারণ মানুষ। গত কয়েক মাস ধরে চলমান বিক্ষোভের সময় বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবন দখল করে উল্লাস করেছে।

যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
২ ঘণ্টা আগে
দেশজুড়ে চলমান বিক্ষোভে একাধিক ‘সহিংস দাঙ্গায়’ বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পর স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।
২ ঘণ্টা আগে
চীনা কিছু অনলাইন ব্যবহারকারী তাইওয়ানের নেতাদের ভেনেজুয়েলা ধাঁচের বজ্রগতির অভিযান চালিয়ে ধরে আনার আহ্বান জানিয়েছেন। তবে বিশ্লেষক, গবেষক ও নিরাপত্তা কর্মকর্তারা বলছেন—চীনের আধুনিকায়ন পথে সেনাবাহিনী এখনো সে পর্যায়ে প্রস্তুত নয়। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে ডেনমার্কের হাতে আছে মাত্র ‘দুটি কুকুরের স্লেজ।’ ইউরোপীয় ন্যাটো সদস্য দেশটির কাছ থেকে দ্বীপটির সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার আলোচনার মধ্যেই এই মন্তব্য করলেন তিনি। খবর মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের।
৩ ঘণ্টা আগে