
মালয়েশিয়ায় স্বর্ণের দোকানে চুরি ও ৪০ লাখ রিঙ্গিত চুরির দায়ে একটি গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অভিযানের সময় এক বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার মালয়েশিয়ার পাহাং রাজ্যের জালান পেকান-কুয়ান্তান বাইপাসের কাছাকাছি এই গোলাগুলির ঘটনা ঘটে। মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সেন্ট্রো গ্যাং নামের একটি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালায়। এ সময় পুলিশের গুলিতে দুজন ভিয়েতনামী ও এক বাংলাদেশি নিহত হন। তাঁদের তিনজনের বয়স যথাক্রমে ৩৬, ৪৪ ও ৩৮ বছর।
পাহাং পুলিশের প্রধান দাতুক সেরি ইয়াহিয়া ওসমান জানিয়েছেন, ওই তিনজনকে একটি গাড়ির কাছে মৃত অবস্থায় পাওয়া যায়। সেলাঙ্গর ও পাহাং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের একটি দল পেকানের পাহাং স্টেট ডেভেলপমেন্ট বোর্ড এলাকায় গাড়িটিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। পুলিশ গাড়িটিকে থামানোর নির্দেশ দিলেও চালক জালান পেকান-কুয়ান্তান বাইপাসের দিকে এগিয়ে যান।
ইয়াহিয়া ওসমান আরও জানান, একপর্যায়ে পুলিশের একটি গাড়ি ওই গাড়িকে অনুসরণ করতে থাকে। পরে ঘটনাস্থলে গিয়ে আগের গাড়িটি হঠাৎ থেমে যায়। এতে পুলিশ সদস্যরা তাঁদের গাড়ি থেকে নেমে আসেন, কিন্তু সন্দেহভাজন ব্যক্তিরা তাঁদের ওপর গুলি ছোড়েন।
পাহাং পুলিশপ্রধান বলেন, ‘আত্মরক্ষার তাগিদে পুলিশ সদস্যরাও গুলি ছোড়ে। এতে তিনজন নিহত হন। পুলিশ সদস্যরা পরে সন্দেহভাজনদের গাড়ি তল্লাশি করে একটি গ্লক-১৭ পিস্তল, সাত রাউন্ড গুলি ও তিনটি বুলেট কেসিং খুঁজে পায়।’
এ ছাড়া ড্রিল, গ্রিন্ডার্স, ম্যাশেটি, লোহার হাতুড়িসহ আরও বেশ কয়েকটি জিনিস উদ্ধার করা হয়েছে বলেও জানান পাহাং পুলিশপ্রধান। তাঁর অনুমান, ওই গাড়ি এবং এসব যন্ত্রপাতি বাংলাদেশি ব্যক্তির। তিনি জানিয়েছেন, ভিয়েতনামের ওই দুজন মালয়েশিয়ায় পর্যটক হিসেবে প্রবেশ করেছিলেন এবং বাংলাদেশি ব্যক্তির ব্যাপারে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। তদন্ত চলছে।

মালয়েশিয়ায় স্বর্ণের দোকানে চুরি ও ৪০ লাখ রিঙ্গিত চুরির দায়ে একটি গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অভিযানের সময় এক বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার মালয়েশিয়ার পাহাং রাজ্যের জালান পেকান-কুয়ান্তান বাইপাসের কাছাকাছি এই গোলাগুলির ঘটনা ঘটে। মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সেন্ট্রো গ্যাং নামের একটি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালায়। এ সময় পুলিশের গুলিতে দুজন ভিয়েতনামী ও এক বাংলাদেশি নিহত হন। তাঁদের তিনজনের বয়স যথাক্রমে ৩৬, ৪৪ ও ৩৮ বছর।
পাহাং পুলিশের প্রধান দাতুক সেরি ইয়াহিয়া ওসমান জানিয়েছেন, ওই তিনজনকে একটি গাড়ির কাছে মৃত অবস্থায় পাওয়া যায়। সেলাঙ্গর ও পাহাং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের একটি দল পেকানের পাহাং স্টেট ডেভেলপমেন্ট বোর্ড এলাকায় গাড়িটিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। পুলিশ গাড়িটিকে থামানোর নির্দেশ দিলেও চালক জালান পেকান-কুয়ান্তান বাইপাসের দিকে এগিয়ে যান।
ইয়াহিয়া ওসমান আরও জানান, একপর্যায়ে পুলিশের একটি গাড়ি ওই গাড়িকে অনুসরণ করতে থাকে। পরে ঘটনাস্থলে গিয়ে আগের গাড়িটি হঠাৎ থেমে যায়। এতে পুলিশ সদস্যরা তাঁদের গাড়ি থেকে নেমে আসেন, কিন্তু সন্দেহভাজন ব্যক্তিরা তাঁদের ওপর গুলি ছোড়েন।
পাহাং পুলিশপ্রধান বলেন, ‘আত্মরক্ষার তাগিদে পুলিশ সদস্যরাও গুলি ছোড়ে। এতে তিনজন নিহত হন। পুলিশ সদস্যরা পরে সন্দেহভাজনদের গাড়ি তল্লাশি করে একটি গ্লক-১৭ পিস্তল, সাত রাউন্ড গুলি ও তিনটি বুলেট কেসিং খুঁজে পায়।’
এ ছাড়া ড্রিল, গ্রিন্ডার্স, ম্যাশেটি, লোহার হাতুড়িসহ আরও বেশ কয়েকটি জিনিস উদ্ধার করা হয়েছে বলেও জানান পাহাং পুলিশপ্রধান। তাঁর অনুমান, ওই গাড়ি এবং এসব যন্ত্রপাতি বাংলাদেশি ব্যক্তির। তিনি জানিয়েছেন, ভিয়েতনামের ওই দুজন মালয়েশিয়ায় পর্যটক হিসেবে প্রবেশ করেছিলেন এবং বাংলাদেশি ব্যক্তির ব্যাপারে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। তদন্ত চলছে।

ইরানে গত রাতের দেশজুড়ে বিক্ষোভ চলাকালে রাষ্ট্রীয় দমনপীড়ন ও সহিংসতার মাত্রা খুবই তীব্র ছিল বলে জানিয়েছে বিবিসি পারসিয়ান। বিভিন্ন শহর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ সংস্থাটি বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেক বিক্ষোভকারী নিহত ও আহত হয়েছেন।
৭ ঘণ্টা আগে
দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর জাতীয় পর্যায়ে ইন্টারনেট সংযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরান সরকার। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের ‘বর্তমান পরিস্থিতির’ কারণে নিরাপত্তা কর্তৃপক্ষের সিদ্ধান্তে এই ইন্টারনেট...
৮ ঘণ্টা আগে
কঠোর নিরাপত্তা অভিযান ও দমন–পীড়নের পরও শুক্রবার রাতে (১৩ তম দিন) আবারও ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরানের রাজধানী তেহরানে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে, শহরের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে সরকারবিরোধী স্লোগান দিচ্ছে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৪৮ বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। একই সঙ্গে নিহত হয়েছেন ১৪ নিরাপত্তা সদস্য; এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।
৮ ঘণ্টা আগে