
ঢাকা: করোনা পরিস্থিতিতে গত বছরের মতো এবারও হজ করার সুযোগ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার মহামারি করোনাভাইরাসের উদ্বেগজনক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে।
দেশটির মন্ত্রিপরিষদ বিভাগের বরাত দিয়ে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার অনেক মানুষের কাছেই হজ জীবনের অন্যতম আকাঙ্ক্ষিত বিষয়। কোটা পদ্ধতির কারণে দেশটির অনেককেই হজযাত্রায় অংশ নিতে গড়ে প্রায় ২০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়।
এক বিবৃতিতে দেশটির ধর্মমন্ত্রী ইয়াকুত চোলিল কওমাস বলেন, মহামারি ও নিরাপত্তার কথা বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, এ বছরও নাগরিকদের হজ করার সুযোগ দেওয়া হবে না। এ ছাড়া সৌদি আরবও এখনো পর্যন্ত বিদেশিদের হজ করতে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়নি। তিনি আরও বলেন, শুধু ইন্দোনেশিয়াই নয়, কোনো দেশই এখনো পর্যন্ত হজের কোটা বরাদ্দ পায়নি। কারণ এখনো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়নি। যাঁরা এ বছর হজে যাওয়ার জন্য টাকা জমা দিয়েছেন তাঁরা আগামী বছর যেতে পারবেন।
এদিকে করোনা মহামারি নিয়ন্ত্রণে আসায় ১১টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। দেশগুলো হলো-সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, ইতালি, পর্তুগাল, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, সুইডেন, ফ্রান্স ও জাপান। গত রোববার থেকেই দেশগুলোর পর্যটকেরা কোয়ারেন্টিন বিধি মেনে উপসাগরীয় দেশটিতে প্রবেশ করতে পারছেন।
উল্লেখ্য, করোনায় এ পর্যন্ত ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৩৭ হাজার ১২৬ জন। এর মধ্যে মারা গেছেন ৫১ হাজার ৯৫ জন।

ঢাকা: করোনা পরিস্থিতিতে গত বছরের মতো এবারও হজ করার সুযোগ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার মহামারি করোনাভাইরাসের উদ্বেগজনক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে।
দেশটির মন্ত্রিপরিষদ বিভাগের বরাত দিয়ে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার অনেক মানুষের কাছেই হজ জীবনের অন্যতম আকাঙ্ক্ষিত বিষয়। কোটা পদ্ধতির কারণে দেশটির অনেককেই হজযাত্রায় অংশ নিতে গড়ে প্রায় ২০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়।
এক বিবৃতিতে দেশটির ধর্মমন্ত্রী ইয়াকুত চোলিল কওমাস বলেন, মহামারি ও নিরাপত্তার কথা বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, এ বছরও নাগরিকদের হজ করার সুযোগ দেওয়া হবে না। এ ছাড়া সৌদি আরবও এখনো পর্যন্ত বিদেশিদের হজ করতে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়নি। তিনি আরও বলেন, শুধু ইন্দোনেশিয়াই নয়, কোনো দেশই এখনো পর্যন্ত হজের কোটা বরাদ্দ পায়নি। কারণ এখনো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়নি। যাঁরা এ বছর হজে যাওয়ার জন্য টাকা জমা দিয়েছেন তাঁরা আগামী বছর যেতে পারবেন।
এদিকে করোনা মহামারি নিয়ন্ত্রণে আসায় ১১টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। দেশগুলো হলো-সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, ইতালি, পর্তুগাল, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, সুইডেন, ফ্রান্স ও জাপান। গত রোববার থেকেই দেশগুলোর পর্যটকেরা কোয়ারেন্টিন বিধি মেনে উপসাগরীয় দেশটিতে প্রবেশ করতে পারছেন।
উল্লেখ্য, করোনায় এ পর্যন্ত ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৩৭ হাজার ১২৬ জন। এর মধ্যে মারা গেছেন ৫১ হাজার ৯৫ জন।

ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
১ ঘণ্টা আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সরকার বিক্ষোভকারীদের কথা ‘শুনতে প্রস্তুত।’ তবে একই সঙ্গে তিনি জনগণকে সতর্ক করে দিয়েছেন যেন ‘দাঙ্গাকারী’ এবং ‘সন্ত্রাসী উপাদানগুলো’ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। খবর আল–জাজিরার।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন দেশটিতে সামরিক হস্তক্ষেপসহ ‘কঠোর পদক্ষেপের’ কথা বিবেচনা করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে