আজকের পত্রিকা ডেস্ক

একটি বিদ্যালয়ে মিয়ানমারের জান্তা বাহিনীর বোমা হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ১১ জনই শিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৩০ জন। গতকাল সোমবার এক প্রতিবেদনে মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতী এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, ৫০০ পাউন্ডের বোমা দিয়ে হামলা চালানো হয় স্কুলটিতে। স্কুলটি মূলত বিদ্রোহীদের ঘাঁটির খুব কাছে অবস্থিত। মেইকতিলা বিমানঘাঁটির একটি যুদ্ধবিমান উড়ে এসে ‘ও হতেইন তইন’ নামের গ্রামটিতে বোমাবর্ষণ করেছে বলে জানিয়েছে ইরাবতী।
গ্রামটির এক বাসিন্দা ইরাবতীকে বলেন, ‘আমরা যখন উড়োজাহাজের শব্দ পাই, ততক্ষণে বোমা ফেলা হয়ে গেছে। তাই, পালানোর আর কোনো সুযোগ ছিল না। শক্তিশালী একটি বিস্ফোরণ হয়েছে। পুরো এলাকা কেঁপে উঠেছিল। ভাবিনি বেঁচে যাব!’
কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেলেও হতাহত আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে অনেকের অবস্থাই সংকটাপন্ন। তবে, অঞ্চলটিতে চিকিৎসা ব্যবস্থা ততটা উন্নত নয় বলে তাদের জীবনের ঝুঁকি তৈরি হয়েছে।
‘সাম মেসেজেস ফ্রম দেপায়িন’ নামের একটি স্থানীয় অধিকার সংগঠনের এক কর্মকর্তার অভিযোগ, দেপায়িন শহর জাতীয় ঐক্য সরকারের (ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট-এনইউজি) নিয়ন্ত্রণে থাকায় ইচ্ছাকৃতভাবে স্কুলটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে জান্তা বাহিনী।
এর আগে, ২০২২ সালের সেপ্টেম্বরে দেপায়িনের লেত ইয়াত কোনে গ্রামে আরেকটি স্কুলে বিমান হামলা চালিয়েছিল জান্তা সরকার। ওই হামলায় নিহত হয়েছিল ১৩ জন, যাদের মধ্যে সাতজনই ছিল শিশু।
গত এপ্রিলে ভয়াবহ ভূমিকম্পের পর সামরিক সরকার মে মাসের শেষ পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। তবে, তা যে মানা হচ্ছে না তা স্পষ্ট করল এই হামলা। জাতীয় ঐক্য সরকারের মানবাধিকার মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ মার্চ থেকে ৯ মে পর্যন্ত সেনা সরকার ১৩টি রাজ্য ও অঞ্চলে মোট ৩৭২টি বিমান হামলা চালিয়েছে, যাতে ৩৩৪ জন নিহত এবং ৫৫২ জন আহত হয়েছেন।

একটি বিদ্যালয়ে মিয়ানমারের জান্তা বাহিনীর বোমা হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ১১ জনই শিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৩০ জন। গতকাল সোমবার এক প্রতিবেদনে মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতী এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, ৫০০ পাউন্ডের বোমা দিয়ে হামলা চালানো হয় স্কুলটিতে। স্কুলটি মূলত বিদ্রোহীদের ঘাঁটির খুব কাছে অবস্থিত। মেইকতিলা বিমানঘাঁটির একটি যুদ্ধবিমান উড়ে এসে ‘ও হতেইন তইন’ নামের গ্রামটিতে বোমাবর্ষণ করেছে বলে জানিয়েছে ইরাবতী।
গ্রামটির এক বাসিন্দা ইরাবতীকে বলেন, ‘আমরা যখন উড়োজাহাজের শব্দ পাই, ততক্ষণে বোমা ফেলা হয়ে গেছে। তাই, পালানোর আর কোনো সুযোগ ছিল না। শক্তিশালী একটি বিস্ফোরণ হয়েছে। পুরো এলাকা কেঁপে উঠেছিল। ভাবিনি বেঁচে যাব!’
কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেলেও হতাহত আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে অনেকের অবস্থাই সংকটাপন্ন। তবে, অঞ্চলটিতে চিকিৎসা ব্যবস্থা ততটা উন্নত নয় বলে তাদের জীবনের ঝুঁকি তৈরি হয়েছে।
‘সাম মেসেজেস ফ্রম দেপায়িন’ নামের একটি স্থানীয় অধিকার সংগঠনের এক কর্মকর্তার অভিযোগ, দেপায়িন শহর জাতীয় ঐক্য সরকারের (ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট-এনইউজি) নিয়ন্ত্রণে থাকায় ইচ্ছাকৃতভাবে স্কুলটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে জান্তা বাহিনী।
এর আগে, ২০২২ সালের সেপ্টেম্বরে দেপায়িনের লেত ইয়াত কোনে গ্রামে আরেকটি স্কুলে বিমান হামলা চালিয়েছিল জান্তা সরকার। ওই হামলায় নিহত হয়েছিল ১৩ জন, যাদের মধ্যে সাতজনই ছিল শিশু।
গত এপ্রিলে ভয়াবহ ভূমিকম্পের পর সামরিক সরকার মে মাসের শেষ পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। তবে, তা যে মানা হচ্ছে না তা স্পষ্ট করল এই হামলা। জাতীয় ঐক্য সরকারের মানবাধিকার মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ মার্চ থেকে ৯ মে পর্যন্ত সেনা সরকার ১৩টি রাজ্য ও অঞ্চলে মোট ৩৭২টি বিমান হামলা চালিয়েছে, যাতে ৩৩৪ জন নিহত এবং ৫৫২ জন আহত হয়েছেন।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে দেশটির সরকার। এ ছাড়া যুক্তরাষ্ট্রের হুমকির মুখে এক তরুণের ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযান চালানোর অবস্থান থেকে খানিকটা সরে এসেছেন।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসা দেয়। স্থগিতের তালিকায় প্রথমেই রয়েছে পরিবারভিত্তিক অভিবাসী ভিসা। এর আওতায়—মার্কিন নাগরিকের স্বামী/স্ত্রীর ভিসা (আইআর-১, সিআর-১), বাগদত্ত/বাগদত্তা ভিসা (কে-১), মার্কিন নাগরিকের পরিবারের সদস্যদের ভিসা (আইআর-২, আইআর-৫, এফ-১, এফ-৩ ও এফ-৪)...
৯ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ইঙ্গিত দেওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ–সংক্রান্ত উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম মাত্র একদিনেই ৪ শতাংশের বেশি কমে গেছে।
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড দ্বীপ মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার প্রয়োজনীয়তার কথা আবারও জোর দিয়ে বলছেন। তবে তাঁর এমন ঘোষণার পর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইউরোপের কয়েক দেশের একটি সম্মিলিত বাহিনী দ্বীপটিতে পৌঁছেছে।
১০ ঘণ্টা আগে