
দেশ ভ্রমণের সময় পর্যটকেরা যেন দূরবর্তী কাজ করতে পারেন সেই বিষয়টি মাথায় রেখে ভিসা নীতিমালা শিথিল করেছে নিউজিল্যান্ড। দেশটির পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, পর্যটকেরা ৯০ দিন পর্যন্ত নিউজিল্যান্ডে অবস্থানকালে বিদেশি নিয়োগকারীর জন্য দূরবর্তী কাজ করতে পারবেন। তবে এর বেশি দিন অবস্থান করলে কর সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে।
নিউজিল্যান্ড সরকার জানিয়েছে, এই পরিবর্তনের উদ্দেশ্য হলো দেশটিকে ‘ডিজিটাল নোমাড বা যাযাবরদের’ জন্য আরও আকর্ষণীয় করে তোলা। ডিজিটাল যাযাবর হলেন এমন ব্যক্তিরা, যারা ভ্রমণের মধ্যে থেকেও অনলাইনে দূরবর্তী কাজ করেন।
নিউজিল্যান্ডের অভিবাসন মন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড বলেন, ‘এই পরিবর্তনের ফলে অনেক পর্যটক তাঁদের অবস্থানের সময় বাড়াতে পারবেন। এটি দেশের অর্থনীতিতে আরও বেশি অর্থের জোগান দেবে।’
সোমবার বিবিসি জানিয়েছে, নিউজিল্যান্ড সরকারের এই পরিবর্তনটি সব ধরনের ভিসা, যেমন—পর্যটক ভিসা এবং দীর্ঘমেয়াদি ভিসায় পরিবার, সঙ্গী বা অভিভাবক পরিদর্শনে আসা ব্যক্তিদের জন্যও প্রযোজ্য হবে। তবে এ ক্ষেত্রে শুধুমাত্র বিদেশভিত্তিক দূরবর্তী কাজই অনুমোদিত হবে। যেসব ব্যক্তির কাজ নিউজিল্যান্ডে শারীরিক উপস্থিতি দাবি করে, তাঁদের যথাযথ ভিসা নিতে হবে। সরকারি তথ্য অনুযায়ী, নিউজিল্যান্ডের পর্যটন শিল্প বছরে প্রায় ১১ বিলিয়ন ডলার আয় করে।
বিগত কয়েক বছরে অনেক দেশ ডিজিটাল নোমাডদের আকর্ষণ করার জন্য ভিসা প্রোগ্রাম চালু করেছে। এভাবে দূরে বসেও কাজ করার সুযোগ নিয়ে মানুষের ভ্রমণের আগ্রহ বাড়ছে।
২০১০-এর দশকে তরুণ কর্মীদের মধ্যে রুটিনময় জীবন থেকে মুক্তি পেতে এই ধারাটি জনপ্রিয় হয়ে ওঠে। কোভিড-১৯ মহামারি এই প্রবণতাকে আরও ত্বরান্বিত করেছে। কারণ সেই সময় লকডাউনের কারণে দূরবর্তী কাজের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলেছে।
জাপান, দক্ষিণ কোরিয়া, আবু ধাবি, দুবাই, ব্রাজিল, স্পেন এবং পর্তুগালের মতো দেশগুলো ডিজিটাল নোমাডদের জন্য ভিসা প্রোগ্রাম চালু করেছে।
তবে কিছু জায়গায় ডিজিটাল নোমাডদের উপস্থিতি বিতর্কেরও সৃষ্টি করেছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে অনেকে বলছেন, দূরবর্তী কর্মীদের আগমনে সেখানকার ব্যয়ের পরিমাণ অনেক বেড়ে গেছে।
স্পেন এবং গ্রিসের মতো দেশে ওভারট্যুরিজমের বিরুদ্ধে স্থানীয়দের প্রতিবাদ আরও তীব্র হয়ে উঠেছে।

দেশ ভ্রমণের সময় পর্যটকেরা যেন দূরবর্তী কাজ করতে পারেন সেই বিষয়টি মাথায় রেখে ভিসা নীতিমালা শিথিল করেছে নিউজিল্যান্ড। দেশটির পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, পর্যটকেরা ৯০ দিন পর্যন্ত নিউজিল্যান্ডে অবস্থানকালে বিদেশি নিয়োগকারীর জন্য দূরবর্তী কাজ করতে পারবেন। তবে এর বেশি দিন অবস্থান করলে কর সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে।
নিউজিল্যান্ড সরকার জানিয়েছে, এই পরিবর্তনের উদ্দেশ্য হলো দেশটিকে ‘ডিজিটাল নোমাড বা যাযাবরদের’ জন্য আরও আকর্ষণীয় করে তোলা। ডিজিটাল যাযাবর হলেন এমন ব্যক্তিরা, যারা ভ্রমণের মধ্যে থেকেও অনলাইনে দূরবর্তী কাজ করেন।
নিউজিল্যান্ডের অভিবাসন মন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড বলেন, ‘এই পরিবর্তনের ফলে অনেক পর্যটক তাঁদের অবস্থানের সময় বাড়াতে পারবেন। এটি দেশের অর্থনীতিতে আরও বেশি অর্থের জোগান দেবে।’
সোমবার বিবিসি জানিয়েছে, নিউজিল্যান্ড সরকারের এই পরিবর্তনটি সব ধরনের ভিসা, যেমন—পর্যটক ভিসা এবং দীর্ঘমেয়াদি ভিসায় পরিবার, সঙ্গী বা অভিভাবক পরিদর্শনে আসা ব্যক্তিদের জন্যও প্রযোজ্য হবে। তবে এ ক্ষেত্রে শুধুমাত্র বিদেশভিত্তিক দূরবর্তী কাজই অনুমোদিত হবে। যেসব ব্যক্তির কাজ নিউজিল্যান্ডে শারীরিক উপস্থিতি দাবি করে, তাঁদের যথাযথ ভিসা নিতে হবে। সরকারি তথ্য অনুযায়ী, নিউজিল্যান্ডের পর্যটন শিল্প বছরে প্রায় ১১ বিলিয়ন ডলার আয় করে।
বিগত কয়েক বছরে অনেক দেশ ডিজিটাল নোমাডদের আকর্ষণ করার জন্য ভিসা প্রোগ্রাম চালু করেছে। এভাবে দূরে বসেও কাজ করার সুযোগ নিয়ে মানুষের ভ্রমণের আগ্রহ বাড়ছে।
২০১০-এর দশকে তরুণ কর্মীদের মধ্যে রুটিনময় জীবন থেকে মুক্তি পেতে এই ধারাটি জনপ্রিয় হয়ে ওঠে। কোভিড-১৯ মহামারি এই প্রবণতাকে আরও ত্বরান্বিত করেছে। কারণ সেই সময় লকডাউনের কারণে দূরবর্তী কাজের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলেছে।
জাপান, দক্ষিণ কোরিয়া, আবু ধাবি, দুবাই, ব্রাজিল, স্পেন এবং পর্তুগালের মতো দেশগুলো ডিজিটাল নোমাডদের জন্য ভিসা প্রোগ্রাম চালু করেছে।
তবে কিছু জায়গায় ডিজিটাল নোমাডদের উপস্থিতি বিতর্কেরও সৃষ্টি করেছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে অনেকে বলছেন, দূরবর্তী কর্মীদের আগমনে সেখানকার ব্যয়ের পরিমাণ অনেক বেড়ে গেছে।
স্পেন এবং গ্রিসের মতো দেশে ওভারট্যুরিজমের বিরুদ্ধে স্থানীয়দের প্রতিবাদ আরও তীব্র হয়ে উঠেছে।

ইরানে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে অনলাইন পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস। দেশটিতে চলমান তীব্র অর্থনৈতিক সংকটকে ঘিরে বিক্ষোভ ছড়িয়ে পড়ার মধ্যেই এই ইন্টারনেট ব্ল্যাকআউট দেখা গেল। খবর আল–জাজিরার।
৪ মিনিট আগে
ইসরায়েল গতকাল বৃহস্পতিবার গাজাজুড়ে হামলা চালিয়ে অন্তত ১৪ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে। এমনটাই জানিয়েছে চিকিৎসা সূত্রগুলো। অক্টোবর মাসে ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও উপকূলীয় এই ভূখণ্ডে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল। খবর আল–জাজিরার প্রতিবেদন এ তথ্য জানা গেছে।
৩০ মিনিট আগে
যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডবাসীদের বড় অংকের অর্থ প্রদানের বিনিময়ে দ্বীপটি দখলের পরিকল্পনা করছে বলে জানা গেছে। চারটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গ্রিনল্যান্ডকে ডেনমার্ক থেকে বিচ্ছিন্ন হতে এবং সম্ভাব্যভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে যোগ দিতে প্ররোচিত করার জন্য মার্কিন কর্মকর্
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে ডেনিশ সেনাবাহিনীর যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সৈন্যরা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে। গত বুধবার ডেনিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে