
দেশ ভ্রমণের সময় পর্যটকেরা যেন দূরবর্তী কাজ করতে পারেন সেই বিষয়টি মাথায় রেখে ভিসা নীতিমালা শিথিল করেছে নিউজিল্যান্ড। দেশটির পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, পর্যটকেরা ৯০ দিন পর্যন্ত নিউজিল্যান্ডে অবস্থানকালে বিদেশি নিয়োগকারীর জন্য দূরবর্তী কাজ করতে পারবেন। তবে এর বেশি দিন অবস্থান করলে কর সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে।
নিউজিল্যান্ড সরকার জানিয়েছে, এই পরিবর্তনের উদ্দেশ্য হলো দেশটিকে ‘ডিজিটাল নোমাড বা যাযাবরদের’ জন্য আরও আকর্ষণীয় করে তোলা। ডিজিটাল যাযাবর হলেন এমন ব্যক্তিরা, যারা ভ্রমণের মধ্যে থেকেও অনলাইনে দূরবর্তী কাজ করেন।
নিউজিল্যান্ডের অভিবাসন মন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড বলেন, ‘এই পরিবর্তনের ফলে অনেক পর্যটক তাঁদের অবস্থানের সময় বাড়াতে পারবেন। এটি দেশের অর্থনীতিতে আরও বেশি অর্থের জোগান দেবে।’
সোমবার বিবিসি জানিয়েছে, নিউজিল্যান্ড সরকারের এই পরিবর্তনটি সব ধরনের ভিসা, যেমন—পর্যটক ভিসা এবং দীর্ঘমেয়াদি ভিসায় পরিবার, সঙ্গী বা অভিভাবক পরিদর্শনে আসা ব্যক্তিদের জন্যও প্রযোজ্য হবে। তবে এ ক্ষেত্রে শুধুমাত্র বিদেশভিত্তিক দূরবর্তী কাজই অনুমোদিত হবে। যেসব ব্যক্তির কাজ নিউজিল্যান্ডে শারীরিক উপস্থিতি দাবি করে, তাঁদের যথাযথ ভিসা নিতে হবে। সরকারি তথ্য অনুযায়ী, নিউজিল্যান্ডের পর্যটন শিল্প বছরে প্রায় ১১ বিলিয়ন ডলার আয় করে।
বিগত কয়েক বছরে অনেক দেশ ডিজিটাল নোমাডদের আকর্ষণ করার জন্য ভিসা প্রোগ্রাম চালু করেছে। এভাবে দূরে বসেও কাজ করার সুযোগ নিয়ে মানুষের ভ্রমণের আগ্রহ বাড়ছে।
২০১০-এর দশকে তরুণ কর্মীদের মধ্যে রুটিনময় জীবন থেকে মুক্তি পেতে এই ধারাটি জনপ্রিয় হয়ে ওঠে। কোভিড-১৯ মহামারি এই প্রবণতাকে আরও ত্বরান্বিত করেছে। কারণ সেই সময় লকডাউনের কারণে দূরবর্তী কাজের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলেছে।
জাপান, দক্ষিণ কোরিয়া, আবু ধাবি, দুবাই, ব্রাজিল, স্পেন এবং পর্তুগালের মতো দেশগুলো ডিজিটাল নোমাডদের জন্য ভিসা প্রোগ্রাম চালু করেছে।
তবে কিছু জায়গায় ডিজিটাল নোমাডদের উপস্থিতি বিতর্কেরও সৃষ্টি করেছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে অনেকে বলছেন, দূরবর্তী কর্মীদের আগমনে সেখানকার ব্যয়ের পরিমাণ অনেক বেড়ে গেছে।
স্পেন এবং গ্রিসের মতো দেশে ওভারট্যুরিজমের বিরুদ্ধে স্থানীয়দের প্রতিবাদ আরও তীব্র হয়ে উঠেছে।

দেশ ভ্রমণের সময় পর্যটকেরা যেন দূরবর্তী কাজ করতে পারেন সেই বিষয়টি মাথায় রেখে ভিসা নীতিমালা শিথিল করেছে নিউজিল্যান্ড। দেশটির পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, পর্যটকেরা ৯০ দিন পর্যন্ত নিউজিল্যান্ডে অবস্থানকালে বিদেশি নিয়োগকারীর জন্য দূরবর্তী কাজ করতে পারবেন। তবে এর বেশি দিন অবস্থান করলে কর সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে।
নিউজিল্যান্ড সরকার জানিয়েছে, এই পরিবর্তনের উদ্দেশ্য হলো দেশটিকে ‘ডিজিটাল নোমাড বা যাযাবরদের’ জন্য আরও আকর্ষণীয় করে তোলা। ডিজিটাল যাযাবর হলেন এমন ব্যক্তিরা, যারা ভ্রমণের মধ্যে থেকেও অনলাইনে দূরবর্তী কাজ করেন।
নিউজিল্যান্ডের অভিবাসন মন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড বলেন, ‘এই পরিবর্তনের ফলে অনেক পর্যটক তাঁদের অবস্থানের সময় বাড়াতে পারবেন। এটি দেশের অর্থনীতিতে আরও বেশি অর্থের জোগান দেবে।’
সোমবার বিবিসি জানিয়েছে, নিউজিল্যান্ড সরকারের এই পরিবর্তনটি সব ধরনের ভিসা, যেমন—পর্যটক ভিসা এবং দীর্ঘমেয়াদি ভিসায় পরিবার, সঙ্গী বা অভিভাবক পরিদর্শনে আসা ব্যক্তিদের জন্যও প্রযোজ্য হবে। তবে এ ক্ষেত্রে শুধুমাত্র বিদেশভিত্তিক দূরবর্তী কাজই অনুমোদিত হবে। যেসব ব্যক্তির কাজ নিউজিল্যান্ডে শারীরিক উপস্থিতি দাবি করে, তাঁদের যথাযথ ভিসা নিতে হবে। সরকারি তথ্য অনুযায়ী, নিউজিল্যান্ডের পর্যটন শিল্প বছরে প্রায় ১১ বিলিয়ন ডলার আয় করে।
বিগত কয়েক বছরে অনেক দেশ ডিজিটাল নোমাডদের আকর্ষণ করার জন্য ভিসা প্রোগ্রাম চালু করেছে। এভাবে দূরে বসেও কাজ করার সুযোগ নিয়ে মানুষের ভ্রমণের আগ্রহ বাড়ছে।
২০১০-এর দশকে তরুণ কর্মীদের মধ্যে রুটিনময় জীবন থেকে মুক্তি পেতে এই ধারাটি জনপ্রিয় হয়ে ওঠে। কোভিড-১৯ মহামারি এই প্রবণতাকে আরও ত্বরান্বিত করেছে। কারণ সেই সময় লকডাউনের কারণে দূরবর্তী কাজের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলেছে।
জাপান, দক্ষিণ কোরিয়া, আবু ধাবি, দুবাই, ব্রাজিল, স্পেন এবং পর্তুগালের মতো দেশগুলো ডিজিটাল নোমাডদের জন্য ভিসা প্রোগ্রাম চালু করেছে।
তবে কিছু জায়গায় ডিজিটাল নোমাডদের উপস্থিতি বিতর্কেরও সৃষ্টি করেছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে অনেকে বলছেন, দূরবর্তী কর্মীদের আগমনে সেখানকার ব্যয়ের পরিমাণ অনেক বেড়ে গেছে।
স্পেন এবং গ্রিসের মতো দেশে ওভারট্যুরিজমের বিরুদ্ধে স্থানীয়দের প্রতিবাদ আরও তীব্র হয়ে উঠেছে।

দক্ষিণ কোরিয়ার আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ক্ষমতার অপব্যবহার করে সামরিক আইন (মার্শাল ল) ঘোষণা করার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
২৪ মিনিট আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ব্যক্তিদের মরদেহ ফেরত দিতে পরিবারের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ দাবি করছে কর্তৃপক্ষ। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
২ ঘণ্টা আগে
ইরানের পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, এই কর্মকর্তারাই দেশটিতে চলমান বিক্ষোভ দমনের মূল পরিকল্পনাকারী। একই সঙ্গে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের শীর্ষ নেতারা বিদেশি ব্যাংকে যে অর্থ পাঠাচ্ছেন, তা–ও তারা নজরদারিতে রেখেছে।
৩ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো হোয়াইট হাউসে বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। দক্ষিণ আমেরিকার দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে ট্রাম্প কী ভূমিকা নেবেন, সে বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা হিসেবেই মাচাদোর...
৫ ঘণ্টা আগে