আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২৫০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও শতাধিক। এই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে দেশটির পাকতিকা প্রদেশে এই ভূমিকম্পের ঘটনা ঘটেছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রদেশের কর্মকর্তাদের বরাতে বিবিসির প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, ভূমিকম্পে ২৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
ভূমিকম্পের উৎপত্তিস্থল দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রদেশ খোস্তের রাজধানী খোস্ত শহর থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে বলে জানা গেছে। রয়টার্সের বরাত দিয়ে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের ৫০০ কিলোমিটারেরও বেশি এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজধানী কাবুল এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
বিবিসি বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া বিভিন্ন দৃশ্যের ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে স্ট্রেচারে করে আহত ব্যক্তিদের পাশাপাশি ধ্বংসস্তূপ এবং ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরের দৃশ্য উঠে এসেছে।
প্রদেশটির সরকারের মুখপাত্র বিলাল করিমী এক টুইট বার্তায় বলেছেন, দুর্ভাগ্যক্রমে গতকাল মঙ্গলবার রাতে প্রদেশের চারটি জেলায় মারাত্মক ভূমিকম্প হয়েছে। এতে শতাধিক হতাহতের ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েক ডজন বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।
এই মুখপাত্র বলেছেন, ‘আরও বিপর্যয় এড়াতে আমরা সমস্ত সাহায্য সংস্থাকে অবিলম্বে ওই এলাকায় সাহায্য পাঠাতে অনুরোধ করছি।’
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পটি মঙ্গলবার দিবাগত রাতে আঘাত হানে। এটি ছিল ৬.১ মাত্রার ভূমিকম্প এবং প্রায় ৫১ কিলোমিটার গভীরে।

অবশেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবারই (২২ জানুয়ারি) সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রের সদস্যপদ প্রত্যাহার কার্যকর হওয়ার কথা রয়েছে।
৬ ঘণ্টা আগে
রাশিয়া থেকে যাত্রা করা একটি তেলবাহী জাহাজকে ভূমধ্যসাগরে আটক করেছে ফ্রান্সের নৌবাহিনী। যুক্তরাজ্যের সরবরাহ করা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার এই অভিযান চালানো হয়। ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ লক্ষ্য করেই এই অভিযান পরিচালিত হয়েছে।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্পের একটি ফেসটাইম কল লন্ডনে এক নারীর জীবন বাঁচিয়েছে। চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের আদালতে দেওয়া এক সাক্ষ্যে। ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর বরাতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।
৮ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসান হওয়াই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি তাঁর মূল বার্তা। সুইজারল্যান্ডের দাভোসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সাংবাদিকদের এই কথা জানান ট্রাম্প। তিনি জানান, জেলেনস্কির...
৮ ঘণ্টা আগে