
আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, গত ১৫ আগস্ট ২ মিনিটের সিদ্ধান্তে তিনি দেশ ছেড়েছিলেন। বিবিসির রেডিও ফোর চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে গনি এমনটি বলেছেন।
গনি বলেন, ১৫ আগস্ট সকালেও তিনি একবারও ভাবেননি যে সেদিনই বিকেলে তিনি দেশ ছেড়ে পালাবেন।ভাবেননি, সেটাই আফগানিস্তানের মাটিতে তাঁর শেষ দিন। তবে বিকেলের মধ্যেই পরিস্থিতি পাল্টে যায়।
আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট বলেন, ‘আমি যদি ক্ষমতা থেকে না সরতাম, তাহলে হতাহতের ঘটনা ঘটত। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাকে রক্ষা করতে সক্ষম ছিল না।’
গনি জানান, তালেবানের কাবুলে প্রবেশ দেখে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও তাঁর স্ত্রীকে কাবুল থেকে পালানোর অনুমতি দেন। তিনি নিজে অপেক্ষা করেন তাঁকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়ে যেতে একটা গাড়ি আসার জন্য।
আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট বলেন, ‘আমাকে নির্দেশ দেওয়া হয় খোস্ত শহরে যাওয়ার জন্য তৈরি হতে। তবে তিনি জানান, খোস্তের পতন হয়েছে। জালালাবাদও তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। আমরা কোথায় যাচ্ছি আমি কিছুই বুঝতে পারছিলাম না। শুধু বিমানটা যখন আকাশে উড়ল, তখন পরিষ্কার হলো যে আমরা আফগানিস্তান ছেড়ে যাচ্ছি। কাজেই এটা খুবই আকস্মিকভাবে ঘটেছিল।’
ওই ঘটনার পর থেকে আরব আমিরাতে আছেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি। তালেবানের ক্ষমতা দখলের পর আফগানিস্তান ছেড়ে পালিয়ে যাওয়ায় সমালোচিত হন বিশ্বব্যাংকের সাবেক এই কর্মকর্তা। তবে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর এটি ছিল গনির প্রথম সাক্ষাৎকার।
ওই সমালোচনার জবাবে গনি বলেন, ‘যুক্তরাষ্ট্রসহ বিদেশি রাষ্ট্রগুলোকে বিশ্বাস করাই ছিল তার একমাত্র ভুল। আফগানিস্তানের বিষয়টি শেষের দিকে আমেরিকার ইস্যুতে পরিণত হয়েছিল। আমার জীবন ধ্বংস করা হয়েছে। আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে। আফগান জনগণের অধিকার রয়েছে সমালোচনা করার। আমি বুঝতে পারছি ক্ষোভ।’

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, গত ১৫ আগস্ট ২ মিনিটের সিদ্ধান্তে তিনি দেশ ছেড়েছিলেন। বিবিসির রেডিও ফোর চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে গনি এমনটি বলেছেন।
গনি বলেন, ১৫ আগস্ট সকালেও তিনি একবারও ভাবেননি যে সেদিনই বিকেলে তিনি দেশ ছেড়ে পালাবেন।ভাবেননি, সেটাই আফগানিস্তানের মাটিতে তাঁর শেষ দিন। তবে বিকেলের মধ্যেই পরিস্থিতি পাল্টে যায়।
আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট বলেন, ‘আমি যদি ক্ষমতা থেকে না সরতাম, তাহলে হতাহতের ঘটনা ঘটত। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাকে রক্ষা করতে সক্ষম ছিল না।’
গনি জানান, তালেবানের কাবুলে প্রবেশ দেখে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও তাঁর স্ত্রীকে কাবুল থেকে পালানোর অনুমতি দেন। তিনি নিজে অপেক্ষা করেন তাঁকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়ে যেতে একটা গাড়ি আসার জন্য।
আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট বলেন, ‘আমাকে নির্দেশ দেওয়া হয় খোস্ত শহরে যাওয়ার জন্য তৈরি হতে। তবে তিনি জানান, খোস্তের পতন হয়েছে। জালালাবাদও তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। আমরা কোথায় যাচ্ছি আমি কিছুই বুঝতে পারছিলাম না। শুধু বিমানটা যখন আকাশে উড়ল, তখন পরিষ্কার হলো যে আমরা আফগানিস্তান ছেড়ে যাচ্ছি। কাজেই এটা খুবই আকস্মিকভাবে ঘটেছিল।’
ওই ঘটনার পর থেকে আরব আমিরাতে আছেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি। তালেবানের ক্ষমতা দখলের পর আফগানিস্তান ছেড়ে পালিয়ে যাওয়ায় সমালোচিত হন বিশ্বব্যাংকের সাবেক এই কর্মকর্তা। তবে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর এটি ছিল গনির প্রথম সাক্ষাৎকার।
ওই সমালোচনার জবাবে গনি বলেন, ‘যুক্তরাষ্ট্রসহ বিদেশি রাষ্ট্রগুলোকে বিশ্বাস করাই ছিল তার একমাত্র ভুল। আফগানিস্তানের বিষয়টি শেষের দিকে আমেরিকার ইস্যুতে পরিণত হয়েছিল। আমার জীবন ধ্বংস করা হয়েছে। আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে। আফগান জনগণের অধিকার রয়েছে সমালোচনা করার। আমি বুঝতে পারছি ক্ষোভ।’

ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৯ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৩৭ মিনিট আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সরকার বিক্ষোভকারীদের কথা ‘শুনতে প্রস্তুত।’ তবে একই সঙ্গে তিনি জনগণকে সতর্ক করে দিয়েছেন যেন ‘দাঙ্গাকারী’ এবং ‘সন্ত্রাসী উপাদানগুলো’ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। খবর আল–জাজিরার।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন দেশটিতে সামরিক হস্তক্ষেপসহ ‘কঠোর পদক্ষেপের’ কথা বিবেচনা করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে