
ইসলাম ও কোরআন অবমাননার অভিযোগে আজমল হাকিকি নামের একজন আফগান মডেল-ইউটিউবারকে গ্রেপ্তার করেছে আফগানিস্তানের তালেবান সরকার। একই অভিযোগে তাঁর তিনজন সহকর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, সামাজিক মাধ্যমের প্রভাবশালী তারকা আজমল গত সপ্তাহে তাঁর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে তিনি ও তাঁর তিন সহকর্মী কোরআনের আয়াতগুলো হাস্যকরভাবে উপস্থাপন করেছিলেন বলে অভিযোগ উঠেছে।
পরে ৫ জুন আজমল হাকিকি আরেকটি ভিডিও পোস্ট করে আগের ভিডিওর জন্য ক্ষমা চান। তাতে অবশ্য শেষ রক্ষা হয়নি তাঁদের। গত ৭ জুন আজমল ও তাঁর তিন সহকর্মীকে তালেবানের জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স গ্রেপ্তার করে। ওই দিন তিনি আরও একটি ভিডিও পোস্ট করে নিজের দোষ স্বীকার করেছিলেন এবং আবারও ক্ষমা চেয়েছিলেন।
গ্রেপ্তারের পরদিন (৮ জুন) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি বিবৃতি দেয়। বিবৃতিতে সংস্থাটি আজমল ও তাঁর সহকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, তাঁদের মুক্তি দিতে হবে এবং যাঁরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে চান, তাঁদের ওপর অব্যাহতভাবে সেনসরশিপ আরোপ বন্ধ করতে হবে।
অ্যামনেস্টির বিবৃতিতে আরও বলা হয়েছে, তালেবানরা আফগানিস্তানে নির্বিচারে গ্রেপ্তার এবং জোর করে মানুষের কণ্ঠরোধের মাধ্যমে কীভাবে ভয়ের পরিবেশ তৈরি করছে, এ ঘটনা তার উৎকৃষ্ট উদাহরণ।

ইসলাম ও কোরআন অবমাননার অভিযোগে আজমল হাকিকি নামের একজন আফগান মডেল-ইউটিউবারকে গ্রেপ্তার করেছে আফগানিস্তানের তালেবান সরকার। একই অভিযোগে তাঁর তিনজন সহকর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, সামাজিক মাধ্যমের প্রভাবশালী তারকা আজমল গত সপ্তাহে তাঁর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে তিনি ও তাঁর তিন সহকর্মী কোরআনের আয়াতগুলো হাস্যকরভাবে উপস্থাপন করেছিলেন বলে অভিযোগ উঠেছে।
পরে ৫ জুন আজমল হাকিকি আরেকটি ভিডিও পোস্ট করে আগের ভিডিওর জন্য ক্ষমা চান। তাতে অবশ্য শেষ রক্ষা হয়নি তাঁদের। গত ৭ জুন আজমল ও তাঁর তিন সহকর্মীকে তালেবানের জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স গ্রেপ্তার করে। ওই দিন তিনি আরও একটি ভিডিও পোস্ট করে নিজের দোষ স্বীকার করেছিলেন এবং আবারও ক্ষমা চেয়েছিলেন।
গ্রেপ্তারের পরদিন (৮ জুন) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি বিবৃতি দেয়। বিবৃতিতে সংস্থাটি আজমল ও তাঁর সহকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, তাঁদের মুক্তি দিতে হবে এবং যাঁরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে চান, তাঁদের ওপর অব্যাহতভাবে সেনসরশিপ আরোপ বন্ধ করতে হবে।
অ্যামনেস্টির বিবৃতিতে আরও বলা হয়েছে, তালেবানরা আফগানিস্তানে নির্বিচারে গ্রেপ্তার এবং জোর করে মানুষের কণ্ঠরোধের মাধ্যমে কীভাবে ভয়ের পরিবেশ তৈরি করছে, এ ঘটনা তার উৎকৃষ্ট উদাহরণ।

লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
২ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
৩ ঘণ্টা আগে
লাতিন আমেরিকায় দেশ ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক হস্তক্ষেপের পর নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে কিউবার প্রেসিডেন্ট করার একটি প্রস্তাবের জবাবে ট্রাম্প বলেছেন, বিষয়টি তাঁর কাছে বেশ পছন্দ হয়েছে। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল
৩ ঘণ্টা আগে