আজকের পত্রিকা ডেস্ক

পাকিস্তানে ভারতের হামলা নিয়ে উদ্বেগে চীন। দুঃখ প্রকাশ করে দুই প্রতিবেশী দেশকে শান্তি ও সংযমের পথ বেছে নিতে আহ্বান জানিয়েছে দেশটি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘ভারত ও পাকিস্তান এমন প্রতিবেশী, যাদের আলাদা করা সম্ভব নয় এবং উভয়ই আমাদের প্রতিবেশী।’
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। আমরা উভয় পক্ষকে বৃহত্তর শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার, শান্ত থাকার, সংযম প্রদর্শন করার এবং এমন কোনো পদক্ষেপ গ্রহণ না করার আহ্বান জানাই যা পরিস্থিতিকে আরও জটিল করতে পারে।
কয়েক সপ্তাহ ধরে, বেইজিং দীর্ঘদিনের ‘অটুট বন্ধু’ ইসলামাবাদ এবং ‘আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী’ নয়াদিল্লির মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিয়ে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভারত-পাকিস্তান সংঘাত শুরুর সঙ্গে সঙ্গে চীনের কূটনৈতিক সংকটও বেড়েছে। দুই প্রতিবেশী এবং বাণিজ্য অংশীদারদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করছিল দেশটি।
সুইডিশ থিংক ট্যাংক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, পাকিস্তান চীনের অন্যতম ঘনিষ্ঠ অংশীদার এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রধান সমর্থক। গত পাঁচ বছরে পাকিস্তানের অস্ত্র আমদানির ৮১ শতাংশই চীনের।
গত ২৭ এপ্রিল চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়ে বলেন, দেশ দুটির মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলোর ওপর চীন নিবিড় নজর রাখছে।
ওয়াং আরও বলেন, ‘পাকিস্তানের অটুট বন্ধু এবং সর্বদা কৌশলগত সহযোগী অংশীদার হিসেবে, চীন পাকিস্তানের বৈধ নিরাপত্তা উদ্বেগকে সম্পূর্ণরূপে বুঝতে পারে এবং পাকিস্তানকে তার সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থ রক্ষায় সমর্থন করে।’
অন্যদিকে ট্রাম্প প্রশাসনের চাপ মোকাবিলা করতে একটি বিস্তৃত কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করার চেষ্টা করছিল দেশটি। এর মধ্যে এই সংঘাতে উদ্বেগ বেড়েছে চীনের।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের ৯টি স্থানে হামলা চালায় ভারত। ‘অপারেশন সিন্দুর’ নামের এই অভিযানে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে চালানো হয় হামলা। এ হামলায় এখন পর্যন্ত ২৬ পাকিস্তানি নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে পাকিস্তানের আইএসপিআর, আহত হয়েছেন আরও অর্ধশত মানুষ। পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে নিহত হয়েছে ১০ জন। দুপক্ষেই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাকিস্তানে ভারতের হামলা নিয়ে উদ্বেগে চীন। দুঃখ প্রকাশ করে দুই প্রতিবেশী দেশকে শান্তি ও সংযমের পথ বেছে নিতে আহ্বান জানিয়েছে দেশটি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘ভারত ও পাকিস্তান এমন প্রতিবেশী, যাদের আলাদা করা সম্ভব নয় এবং উভয়ই আমাদের প্রতিবেশী।’
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। আমরা উভয় পক্ষকে বৃহত্তর শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার, শান্ত থাকার, সংযম প্রদর্শন করার এবং এমন কোনো পদক্ষেপ গ্রহণ না করার আহ্বান জানাই যা পরিস্থিতিকে আরও জটিল করতে পারে।
কয়েক সপ্তাহ ধরে, বেইজিং দীর্ঘদিনের ‘অটুট বন্ধু’ ইসলামাবাদ এবং ‘আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী’ নয়াদিল্লির মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিয়ে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভারত-পাকিস্তান সংঘাত শুরুর সঙ্গে সঙ্গে চীনের কূটনৈতিক সংকটও বেড়েছে। দুই প্রতিবেশী এবং বাণিজ্য অংশীদারদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করছিল দেশটি।
সুইডিশ থিংক ট্যাংক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, পাকিস্তান চীনের অন্যতম ঘনিষ্ঠ অংশীদার এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রধান সমর্থক। গত পাঁচ বছরে পাকিস্তানের অস্ত্র আমদানির ৮১ শতাংশই চীনের।
গত ২৭ এপ্রিল চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়ে বলেন, দেশ দুটির মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলোর ওপর চীন নিবিড় নজর রাখছে।
ওয়াং আরও বলেন, ‘পাকিস্তানের অটুট বন্ধু এবং সর্বদা কৌশলগত সহযোগী অংশীদার হিসেবে, চীন পাকিস্তানের বৈধ নিরাপত্তা উদ্বেগকে সম্পূর্ণরূপে বুঝতে পারে এবং পাকিস্তানকে তার সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থ রক্ষায় সমর্থন করে।’
অন্যদিকে ট্রাম্প প্রশাসনের চাপ মোকাবিলা করতে একটি বিস্তৃত কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করার চেষ্টা করছিল দেশটি। এর মধ্যে এই সংঘাতে উদ্বেগ বেড়েছে চীনের।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের ৯টি স্থানে হামলা চালায় ভারত। ‘অপারেশন সিন্দুর’ নামের এই অভিযানে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে চালানো হয় হামলা। এ হামলায় এখন পর্যন্ত ২৬ পাকিস্তানি নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে পাকিস্তানের আইএসপিআর, আহত হয়েছেন আরও অর্ধশত মানুষ। পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে নিহত হয়েছে ১০ জন। দুপক্ষেই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে নির্মাণাধীন ওভারহেড রেলপথের ক্রেন ভেঙে চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬৬ জন। আহতদের মধ্যে এক বছরের একটি শিশু ও ৮৫ বছর বয়সী একজন বৃদ্ধও রয়েছেন। আহত সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২৭ মিনিট আগে
২০২৮ সালের লন্ডন মেয়র নির্বাচনে বর্তমান মেয়র সাদিক খানের বিরুদ্ধে লড়তে কোমর বেঁধে মাঠে নেমেছে রিফর্ম ইউকে। দলটির পক্ষ থেকে ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিলের বর্তমান কাউন্সিলর লায়লা কানিংহামের নাম ঘোষণা করা হয়েছে।
৩০ মিনিট আগে
ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্নায়ুযুদ্ধ এখন সংঘাতের দোরগোড়ায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের সমর্থনে সামরিক হস্তক্ষেপের প্রচ্ছন্ন হুমকি দেওয়ার পর তেহরান সাফ জানিয়ে দিয়েছে, হামলা হলে তারা কেবল যুক্তরাষ্ট্র নয়, বরং যেসব প্রতিবেশী দেশে মার্কিন..
১ ঘণ্টা আগে
দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি সামরিক অভিযানে গাজা উপত্যকা আজ শিশুদের জন্য এক ভয়াবহ নরকে পরিণত হয়েছে। আহত, পঙ্গু ও মানসিকভাবে বিপর্যস্ত ফিলিস্তিনি শিশুরা এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে—যেখানে শৈশব, শিক্ষা ও স্বপ্ন সবই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে।
১ ঘণ্টা আগে