Ajker Patrika

অস্ট্রেলিয়ায় নতুন রাজ্যগুলোতে ছড়িয়ে পড়ছে ডেলটা

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৫: ১০
অস্ট্রেলিয়ায় নতুন রাজ্যগুলোতে ছড়িয়ে পড়ছে ডেলটা

অস্ট্রেলিয়ায় নতুন রাজ্যগুলোতে ছড়িয়ে পড়ছে করোনার অতি সংক্রামক ধরন ডেলটা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯০০-এর বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আজ রোববার অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলস রাজ্যে ১ হাজার ৮৮৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়ার এই দুই জনবহুল রাজ্যে গত এক দিনে করোনায় ১৩ জন মারা গেছেন। এই রাজ্যগুলোতে কয়েক সপ্তাহ ধরেই লকডাউন চলছে। 

৫৮ দিন ধরে করোনাশূন্য ছিল অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপ। গত এক দিনে সেখানেও একজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। 

ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলস রাজ্যে ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া হলে লকডাউন তুলে দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্যগুলোর সরকার। নিউ সাউথ ওয়েলসে অক্টোবরের শেষে অথবা নভেম্বরের শুরুতে লকডাউন তুলে দেওয়া হবে। এর কয়েক সপ্তাহ পরেই ভিক্টোরিয়া রাজ্যের লকডাউন তুলে দেওয়া হবে বলে জানা গেছে। 

ভিক্টোরিয়া রাজ্যের প্রধান ডেনিয়েল অ্যান্ড্রু রোববার বলেন, `আমাদের নার্স, অ্যাম্বুলেন্স কর্মী ও ডাক্তারদের জন্য এটি কঠিন এবং সবচেয়ে চ্যালেঞ্জিং সময়।' 

বিশ্বের অন্যান্য উন্নত দেশের তুলনায় অস্ট্রেলিয়ায় কম করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ১০ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ হাজার ৩৩৪ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত