Ajker Patrika

ভিয়েতনামে কারাওকে বারে অগ্নিকাণ্ড, নিহত ২৩

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৯: ৫৬
ভিয়েতনামে কারাওকে বারে অগ্নিকাণ্ড, নিহত ২৩

ভিয়েতনামে একটি কারাওকে বারে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৩ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ ভিয়েতনামের হো চি মিন সিটির কাছে কারাওকে কমপ্লেক্সের আন ফু বারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে প্রতিষ্ঠানের ওপরের তলায় আগুনের সূত্রপাত হয়। ওই সময় কক্ষে থাকা বেশ কয়েকজন গ্রাহক আটকা পড়েন। বেশ কয়েকজন দ্বিতীয়-তৃতীয় তলা থেকে লাফিয়ে পড়ে নিজেদের রক্ষা করেন। কিন্তু তাঁরা আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তারা জানাতে পারেননি।

বিন ডুয়ং প্রদেশের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ কর্মকর্তা মাই হাংডাং বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১১ জন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, টয়লেটের ভেতর থেকে আটটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, ভিয়েতনামে কারাওকে বারে অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে থাকে। গত মাসেই এক কারাওকে বারে অগ্নিকাণ্ডের ঘটনায় দমকলবাহিনীর তিন কর্মী নিহত হন। এর আগে গত ছয় বছর আগে রাজধানী হ্যানয়ের একটি কারাওকে বারে অগ্নিকাণ্ডে ১৩ জন নিহত হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

আত্মসমর্পণ করে দুই মামলায় জামিন পেলেন এনসিপির আখতার

এনসিপির নির্বাচনকালীন কার্যক্রম থেকে সরে দাঁড়ালেন নুসরাত তাবাসসুম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ