
থাইল্যান্ডের রাজনীতি ভিন্ন মোড় নিয়েছে। এবার নির্বাচনের পর সংগঠিত বিরোধী দলগুলোর জোট অন্যতম অংশীদার মুভ ফরোয়ার্ড পার্টিকে বাদ দিয়েই পরবর্তী সরকার গঠনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুসারে, নির্বাচনে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল ফেউ থাই পার্টি তাদের প্রার্থী শ্রেট্ঠা থাভিসিনকে নতুন প্রধানমন্ত্রীর পদে মনোনীত করবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার বিরোধী দলগুলোর জোট নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে গত মে মাসের ১৪ তারিখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মুভ ফরোয়ার্ড পার্টি সবচেয়ে বেশি আসন পায়। দ্বিতীয় স্থান অধিকার করে ফেউ থাই পার্টি। কিন্তু কোনো দলই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করায় বিরোধী দলগুলো জোট গঠন করে। পরে জোটের প্রধান শরিক মুভ ফরোয়ার্ড পার্টির নেতা পিটা লিমজারোয়েনরাত দুবার প্রধানমন্ত্রী হওয়ার জন্য চেষ্টা চালান, কিন্তু সফল হতে পারেননি। অবশেষে প্রায় আড়াই মাসের অচলাবস্থা কাটিয়ে বিরোধী জোট এবার পিটার দলকে বাদ দিয়েই সরকার গঠনের চেষ্টা চালানোর ঘোষণা দিয়েছে।
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা গঠিত ফেউ থাই পার্টি জানিয়েছে, তারা রিয়েল এস্টেট টাইকুন শ্রেট্ঠা থাভিসিনকে থাইল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রীর পদে নির্বাচিত হওয়ার জন্য মনোনয়ন দেবে। আগামী শুক্রবার এই ভোট অনুষ্ঠিত হবে। দলটি জানিয়েছে, তারা মুভ ফরোয়ার্ড পার্টিকে ছাড়াই সরকার গঠনের চেষ্টা চালাবে।
বুধবার ফেউ থাই পার্টির মুখপাত্র বলেছেন, ‘মুভ ফরোয়ার্ড পার্টির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ফেউ থাই পার্টি তাদের ছাড়াই সরকার গঠনে এগিয়ে যাবে এবং সরকারপ্রধান হিসেবে শ্রেট্ঠা থাভিসিনকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেওয়া হবে।’
এদিকে মুভ ফরোয়ার্ড পার্টি বিষয়টি স্বীকার করলেও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। দলটির মুখপাত্র জানিয়েছেন, তাঁর দলের আইনপ্রণেতারা আজ বুধবার বৈঠকের পর এ বিষয়ে কথা বলবেন।

থাইল্যান্ডের রাজনীতি ভিন্ন মোড় নিয়েছে। এবার নির্বাচনের পর সংগঠিত বিরোধী দলগুলোর জোট অন্যতম অংশীদার মুভ ফরোয়ার্ড পার্টিকে বাদ দিয়েই পরবর্তী সরকার গঠনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুসারে, নির্বাচনে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল ফেউ থাই পার্টি তাদের প্রার্থী শ্রেট্ঠা থাভিসিনকে নতুন প্রধানমন্ত্রীর পদে মনোনীত করবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার বিরোধী দলগুলোর জোট নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে গত মে মাসের ১৪ তারিখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মুভ ফরোয়ার্ড পার্টি সবচেয়ে বেশি আসন পায়। দ্বিতীয় স্থান অধিকার করে ফেউ থাই পার্টি। কিন্তু কোনো দলই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করায় বিরোধী দলগুলো জোট গঠন করে। পরে জোটের প্রধান শরিক মুভ ফরোয়ার্ড পার্টির নেতা পিটা লিমজারোয়েনরাত দুবার প্রধানমন্ত্রী হওয়ার জন্য চেষ্টা চালান, কিন্তু সফল হতে পারেননি। অবশেষে প্রায় আড়াই মাসের অচলাবস্থা কাটিয়ে বিরোধী জোট এবার পিটার দলকে বাদ দিয়েই সরকার গঠনের চেষ্টা চালানোর ঘোষণা দিয়েছে।
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা গঠিত ফেউ থাই পার্টি জানিয়েছে, তারা রিয়েল এস্টেট টাইকুন শ্রেট্ঠা থাভিসিনকে থাইল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রীর পদে নির্বাচিত হওয়ার জন্য মনোনয়ন দেবে। আগামী শুক্রবার এই ভোট অনুষ্ঠিত হবে। দলটি জানিয়েছে, তারা মুভ ফরোয়ার্ড পার্টিকে ছাড়াই সরকার গঠনের চেষ্টা চালাবে।
বুধবার ফেউ থাই পার্টির মুখপাত্র বলেছেন, ‘মুভ ফরোয়ার্ড পার্টির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ফেউ থাই পার্টি তাদের ছাড়াই সরকার গঠনে এগিয়ে যাবে এবং সরকারপ্রধান হিসেবে শ্রেট্ঠা থাভিসিনকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেওয়া হবে।’
এদিকে মুভ ফরোয়ার্ড পার্টি বিষয়টি স্বীকার করলেও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। দলটির মুখপাত্র জানিয়েছেন, তাঁর দলের আইনপ্রণেতারা আজ বুধবার বৈঠকের পর এ বিষয়ে কথা বলবেন।

স্পেনের দক্ষিণাঞ্চলে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এতে আরও বহু মানুষ আহত হয়েছেন। স্পেনের সিভিল গার্ড এ তথ্য জানিয়েছে। এটি গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।
১০ মিনিট আগে
মার্কিন যুক্তরাষ্ট্র দায়মুক্তির মনোভাব নিয়ে কাজ করছে এবং আন্তর্জাতিক আইনের চেয়ে নিজ শক্তি ও ‘গায়ের জোরকেই’ বেশি গুরুত্ব দিচ্ছে। এমনটাই মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ওয়াশিংটনের কাছে বহুপক্ষীয় সমাধান কার্যত অপ্রাসঙ্গিক বলে মনে হচ্ছে।
২২ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি মোটেলে মাদক ও যৌনব্যবসার অভিযোগে এক ভারতীয় দম্পতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ফেডারেল ও স্থানীয় গোয়েন্দাদের যৌথ অভিযানে ওই অপরাধ চক্রের মূল আস্তানা হিসেবে পরিচিত মোটেলটিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুদ্ধ পরবর্তী গাজার শাসনব্যবস্থা এবং পুনর্গঠন তদারকি করার জন্য ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোতে যোগ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করেছে।
২ ঘণ্টা আগে