
মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ার পর মুখোমুখি অবস্থানে রয়েছে আফগান সরকার ও তালেবান। তালেবান একের পর এক গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং দখলে নিচ্ছে। ডেইলি টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, তালেবান আবার ক্ষমতায় গেলে তাঁদের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য। খবর রয়টার্সের।
বেন ওয়ালেস বলেন, আফগানিস্তানের যেকোনো সরকার যদি আন্তর্জাতিক আইনকানুন মেনে চলে, তবে তাঁদের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য সরকার। তবে যদি তারা (তালেবান) মানবতার বিরুদ্ধে অপরাধে লিপ্ত হয় তাহলে বিষয়টি পর্যালোচনা করা হবে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, আফগানিস্তানে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল তালেবান। নাইন–ইলেভেনের পর মার্কিন বাহিনীর হামলা শুরু হয়। মার্কিন সেনা ছাড়াও ন্যাটোর সেনারা সেখানে অবস্থান নেন। ২০ বছর আফগানিস্তানে অবস্থানের পর সম্প্রতি মার্কিন বাহিনী ও ন্যাটো বাহিনীর সদস্যরা আফগানিস্তান ছেড়ে চলে যায়। এরপর থেকেই আফগান বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষ বাড়তে শুরু করে। আফগান বাহিনীর সদস্যরা দেশ ছেড়ে পালাতেও বাধ্য হচ্ছেন।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, তালেবান যেকোনো মূল্যে আন্তর্জাতিক মহলের স্বীকৃতি চাইছে। জাতি গঠনের জন্য তাঁদের অর্থ এবং সহায়তার পথ খুলতে চাইছে।
দুই দশকের সংঘাত নিরসন করে তালেবান ও আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে দেশের স্থিতিশীলতার লক্ষ্যে একসঙ্গে কাজের আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, সম্প্রতি তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের প্রায় ৮৫ শতাংশ এলাকা সংগঠনটির নিয়ন্ত্রণে রয়েছে।

মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ার পর মুখোমুখি অবস্থানে রয়েছে আফগান সরকার ও তালেবান। তালেবান একের পর এক গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং দখলে নিচ্ছে। ডেইলি টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, তালেবান আবার ক্ষমতায় গেলে তাঁদের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য। খবর রয়টার্সের।
বেন ওয়ালেস বলেন, আফগানিস্তানের যেকোনো সরকার যদি আন্তর্জাতিক আইনকানুন মেনে চলে, তবে তাঁদের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য সরকার। তবে যদি তারা (তালেবান) মানবতার বিরুদ্ধে অপরাধে লিপ্ত হয় তাহলে বিষয়টি পর্যালোচনা করা হবে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, আফগানিস্তানে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল তালেবান। নাইন–ইলেভেনের পর মার্কিন বাহিনীর হামলা শুরু হয়। মার্কিন সেনা ছাড়াও ন্যাটোর সেনারা সেখানে অবস্থান নেন। ২০ বছর আফগানিস্তানে অবস্থানের পর সম্প্রতি মার্কিন বাহিনী ও ন্যাটো বাহিনীর সদস্যরা আফগানিস্তান ছেড়ে চলে যায়। এরপর থেকেই আফগান বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষ বাড়তে শুরু করে। আফগান বাহিনীর সদস্যরা দেশ ছেড়ে পালাতেও বাধ্য হচ্ছেন।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, তালেবান যেকোনো মূল্যে আন্তর্জাতিক মহলের স্বীকৃতি চাইছে। জাতি গঠনের জন্য তাঁদের অর্থ এবং সহায়তার পথ খুলতে চাইছে।
দুই দশকের সংঘাত নিরসন করে তালেবান ও আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে দেশের স্থিতিশীলতার লক্ষ্যে একসঙ্গে কাজের আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, সম্প্রতি তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের প্রায় ৮৫ শতাংশ এলাকা সংগঠনটির নিয়ন্ত্রণে রয়েছে।

যুদ্ধ পরবর্তী গাজার শাসনব্যবস্থা ও পুনর্গঠন তদারকির পাশাপাশি বৈশ্বিক সংঘাত নিরসনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস বা শান্তি পরিষদে’ যোগ দেওয়ার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
২১ মিনিট আগে
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সুরক্ষিত এলাকায় চীনা মালিকানাধীন একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে ১ চীনা নাগরিক ও ছয় আফগান নিহত হয়েছেন। এই ঘটনায় এক শিশুসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
৪৩ মিনিট আগে
গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
৯ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
৯ ঘণ্টা আগে