
ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বড় মেয়ে সারা দুতার্তে। শপথ নেওয়ার পর দাভাও শহরের এক অনুষ্ঠানে তিনি বক্তব্য দিতে গিয়ে ফিলিপাইনকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
৪৪ বছর বয়সী সারা দশ বছর আগে তাঁর বাবার কাছ থেকে দাভাও শহরের মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। পরে তিনি জাতীয় রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন।
বিবিসি জানিয়েছে, শপথ নেওয়ার সময় সারার পাশে ছিলেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। ফার্দিনান্দ খুব শিগগিরই সারার বাবা রদ্রিগোর স্থলাভিষিক্ত হবেন।
শপথ নেওয়ার পর সারা দুতার্তে বলেন, ‘আগামী দিনগুলো চ্যালেঞ্জপূর্ণ হতে পারে। তাই জাতি হিসেবে আমাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে।’
আগামী ৩০ জুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। ফিলিপাইনে প্রেসিডেন্ট নির্বাচন ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচন আলাদাভাবে অনুষ্ঠিত হয়। গত মে মাসের নির্বাচনে সারা দুতার্তে ও ফার্দিনান্দ মার্কোস জুনিয়র—দুজনেই নির্বাচিত হয়েছেন।
গত মাসে রদ্রিগো দুতার্তে বলেছিলেন, তিনি ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনে দাঁড়াবেন। কিন্তু পরে সিদ্ধান্ত পাল্টে রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন। রোববারের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি তাঁর মেয়ের পাশে ছিলেন।
ফিলিপাইনে প্রতি ৬ বছর পর পর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী, ফিলিপাইনে এক মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকার নিয়ম নেই। সংগত কারণে দুতার্তের প্রেসিডেন্ট পদে নির্বাচন করার সুযোগ ছিল না।
২০১৬ সালে ফিলিপাইনের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন রদ্রিগো দুতার্তে। তখন তিনি অপরাধ দমন ও মাদকের বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছিলেন। এরপর ক্ষমতার আসনে বসেই ‘মাদকবিরোধী যুদ্ধ’ শুরু করেছিলেন তিনি। তাঁর এই অভিযান দেশে-বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। এ ছাড়াও তাঁর বিরুদ্ধে বিচারবহির্ভূতভাবে হাজার হাজার মানুষকে হত্যা করার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের তদন্ত করছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বড় মেয়ে সারা দুতার্তে। শপথ নেওয়ার পর দাভাও শহরের এক অনুষ্ঠানে তিনি বক্তব্য দিতে গিয়ে ফিলিপাইনকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
৪৪ বছর বয়সী সারা দশ বছর আগে তাঁর বাবার কাছ থেকে দাভাও শহরের মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। পরে তিনি জাতীয় রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন।
বিবিসি জানিয়েছে, শপথ নেওয়ার সময় সারার পাশে ছিলেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। ফার্দিনান্দ খুব শিগগিরই সারার বাবা রদ্রিগোর স্থলাভিষিক্ত হবেন।
শপথ নেওয়ার পর সারা দুতার্তে বলেন, ‘আগামী দিনগুলো চ্যালেঞ্জপূর্ণ হতে পারে। তাই জাতি হিসেবে আমাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে।’
আগামী ৩০ জুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। ফিলিপাইনে প্রেসিডেন্ট নির্বাচন ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচন আলাদাভাবে অনুষ্ঠিত হয়। গত মে মাসের নির্বাচনে সারা দুতার্তে ও ফার্দিনান্দ মার্কোস জুনিয়র—দুজনেই নির্বাচিত হয়েছেন।
গত মাসে রদ্রিগো দুতার্তে বলেছিলেন, তিনি ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনে দাঁড়াবেন। কিন্তু পরে সিদ্ধান্ত পাল্টে রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন। রোববারের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি তাঁর মেয়ের পাশে ছিলেন।
ফিলিপাইনে প্রতি ৬ বছর পর পর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী, ফিলিপাইনে এক মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকার নিয়ম নেই। সংগত কারণে দুতার্তের প্রেসিডেন্ট পদে নির্বাচন করার সুযোগ ছিল না।
২০১৬ সালে ফিলিপাইনের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন রদ্রিগো দুতার্তে। তখন তিনি অপরাধ দমন ও মাদকের বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছিলেন। এরপর ক্ষমতার আসনে বসেই ‘মাদকবিরোধী যুদ্ধ’ শুরু করেছিলেন তিনি। তাঁর এই অভিযান দেশে-বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। এ ছাড়াও তাঁর বিরুদ্ধে বিচারবহির্ভূতভাবে হাজার হাজার মানুষকে হত্যা করার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের তদন্ত করছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
১ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
২ ঘণ্টা আগে
ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সংস্থাটি জানায়, এসব অস্ত্র ও বিস্ফোরক তথাকথিত ‘সেল সদস্যরা’ গোপনে নিজেদের বাড়িতে লুকিয়ে রেখেছিল।
৩ ঘণ্টা আগে
ইরানে চলমান অস্থিরতায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। দেশজুড়ে টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও কঠোর দমন-পীড়নে মৃত্যুর এই সংখ্যা প্রথমবারের মতো কর্তৃপক্ষ
৪ ঘণ্টা আগে