
শ্রীলঙ্কার ক্রিকেট নিয়ে চলছে দারুণ নাটকীয়তা। মাত্রই গতকাল সোমবার দেশটির সরকার বিদ্যমান ক্রিকেট বোর্ড ভেঙে দিয়ে অন্তর্বর্তী নতুন কমিটি গঠন করেছিল। কমিটির প্রধান করা হয়েছিল দেশটির বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে। সেই কমিটি গঠনের এক দিন যেতে না যেতেই দেশটির সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ এই রায় দিলেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশন রণসিঙ্গে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসিবি) সাত সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করেন গতকাল। রানাতুঙ্গাকে প্রধান করে ১৯৭৩ সালের ক্রীড়া আইনে ২৫ ধারা অনুসারে এই কমিটি গঠন করা হয় বলে জানান ক্রীড়ামন্ত্রী।
তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান শাম্মি সিলভা মন্ত্রীর সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে আপিল করেন। সেই আপিলের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ আজ পুরোনো ক্রিকেট বোর্ডকে পুনর্বহালের নির্দেশ দেন। আগামী দুই সপ্তাহ পুরোনো বোর্ডই বহাল থাকবে বলেও জানান আদালত।
এ প্রসঙ্গে আদালতের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘পুরোনো বোর্ড পুনর্বহাল আগামী দুই সপ্তাহের জন্য বহাল হবে। এর মধ্যেই এ বিষয়ে আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।’
বিগত কয়েক মাস ধরেই শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী ও ক্রিকেট বোর্ডের মধ্যে লড়াই চলছে। আদালতের এই আদেশ এই লড়াইয়ের সর্বশেষ অবস্থা। ক্রীড়ামন্ত্রী একাধিকবার ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলেন। পরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে হারার আগে ভারতের বিপক্ষে বিশাল ব্যবধানে হারের পর পুরো বোর্ডকেই বরখাস্ত করেন।
এদিকে, মাত্র এক দিন আগে দায়িত্ব নেওয়া অর্জুনা রানাতুঙ্গাকে আদালতের এই রায়ের পরপরই তাঁর কার্যালয় থেকে চলে যেতে বলা হয়। এ বিষয়ে জানতে চাইলে রানাতুঙ্গা কোনো মন্তব্য করেননি।

শ্রীলঙ্কার ক্রিকেট নিয়ে চলছে দারুণ নাটকীয়তা। মাত্রই গতকাল সোমবার দেশটির সরকার বিদ্যমান ক্রিকেট বোর্ড ভেঙে দিয়ে অন্তর্বর্তী নতুন কমিটি গঠন করেছিল। কমিটির প্রধান করা হয়েছিল দেশটির বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে। সেই কমিটি গঠনের এক দিন যেতে না যেতেই দেশটির সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ এই রায় দিলেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশন রণসিঙ্গে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসিবি) সাত সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করেন গতকাল। রানাতুঙ্গাকে প্রধান করে ১৯৭৩ সালের ক্রীড়া আইনে ২৫ ধারা অনুসারে এই কমিটি গঠন করা হয় বলে জানান ক্রীড়ামন্ত্রী।
তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান শাম্মি সিলভা মন্ত্রীর সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে আপিল করেন। সেই আপিলের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ আজ পুরোনো ক্রিকেট বোর্ডকে পুনর্বহালের নির্দেশ দেন। আগামী দুই সপ্তাহ পুরোনো বোর্ডই বহাল থাকবে বলেও জানান আদালত।
এ প্রসঙ্গে আদালতের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘পুরোনো বোর্ড পুনর্বহাল আগামী দুই সপ্তাহের জন্য বহাল হবে। এর মধ্যেই এ বিষয়ে আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।’
বিগত কয়েক মাস ধরেই শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী ও ক্রিকেট বোর্ডের মধ্যে লড়াই চলছে। আদালতের এই আদেশ এই লড়াইয়ের সর্বশেষ অবস্থা। ক্রীড়ামন্ত্রী একাধিকবার ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলেন। পরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে হারার আগে ভারতের বিপক্ষে বিশাল ব্যবধানে হারের পর পুরো বোর্ডকেই বরখাস্ত করেন।
এদিকে, মাত্র এক দিন আগে দায়িত্ব নেওয়া অর্জুনা রানাতুঙ্গাকে আদালতের এই রায়ের পরপরই তাঁর কার্যালয় থেকে চলে যেতে বলা হয়। এ বিষয়ে জানতে চাইলে রানাতুঙ্গা কোনো মন্তব্য করেননি।

লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
২ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
৩ ঘণ্টা আগে
লাতিন আমেরিকায় দেশ ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক হস্তক্ষেপের পর নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে কিউবার প্রেসিডেন্ট করার একটি প্রস্তাবের জবাবে ট্রাম্প বলেছেন, বিষয়টি তাঁর কাছে বেশ পছন্দ হয়েছে। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল
৩ ঘণ্টা আগে