
জাপানের মূল্যস্ফীতি ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বিশ্বব্যাপী পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণে জাপানি মুদ্রা ইয়েন দুর্বল হয়ে পড়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জাপান সরকারের তথ্যমতে, ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি গত বছরের তুলনায় এ বছরের অক্টোবরে ৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এটি ১৯৮২ সালের পর সবচেয়ে দ্রুতগতির মূল্যস্ফীতি। আল-জাজিরা বলেছে, ডলারের বিপরীতে জাপানি মুদ্রা চলতি বছরের অক্টোবরে গত ৩২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তুলনায় জাপানের মূল্যস্ফীতির হার তুলনামূলক কম হলেও বর্তমান মূল্যস্ফীতি জাপানের কেন্দ্রীয় ব্যাংকের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপান প্রায় স্থবির হয়ে পড়েছে।
ব্যাংক অব জাপানের গভর্নর হারুহিকো কুরোদা বলেছেন, ‘লক্ষ্যমাত্রার ওপরে মূল্যস্ফীতি খুব বেশি দিন স্থায়ী হবে না। এটি অস্থায়ী। মূলত বৈশ্বিক পর্যায়ে পণ্যের দাম বাড়ার কারণে এই মূল্যস্ফীতি দেখা দিয়েছে।’ করোনা মহামারির কারণে জাপানের অর্থনীতি যে ভঙ্গুর দশায় পৌঁছেছে, তা পুনরুদ্ধারের প্রয়োজনীয়তাও ব্যক্ত করেছেন তিনি।
এই সপ্তাহের শুরুর দিকে প্রকাশিত অর্থনৈতিক তথ্য দেখা গেছে, জাপানের অর্থনীতি অপ্রত্যাশিতভাবে তৃতীয় ত্রৈমাসিকে শূন্য দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির পর এক নাগাড়ে তিন ত্রৈমাসিকে সংকুচিত হয়েছে। কারণ মানুষ ব্যক্তিগত খরচ কমিয়ে দিয়েছে।
অর্থনীতির বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা গত মাসে ২৬০ বিলিয়ন ডলারের উদ্দীপক প্যাকেজ ঘোষণা করেছেন।

জাপানের মূল্যস্ফীতি ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বিশ্বব্যাপী পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণে জাপানি মুদ্রা ইয়েন দুর্বল হয়ে পড়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জাপান সরকারের তথ্যমতে, ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি গত বছরের তুলনায় এ বছরের অক্টোবরে ৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এটি ১৯৮২ সালের পর সবচেয়ে দ্রুতগতির মূল্যস্ফীতি। আল-জাজিরা বলেছে, ডলারের বিপরীতে জাপানি মুদ্রা চলতি বছরের অক্টোবরে গত ৩২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তুলনায় জাপানের মূল্যস্ফীতির হার তুলনামূলক কম হলেও বর্তমান মূল্যস্ফীতি জাপানের কেন্দ্রীয় ব্যাংকের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপান প্রায় স্থবির হয়ে পড়েছে।
ব্যাংক অব জাপানের গভর্নর হারুহিকো কুরোদা বলেছেন, ‘লক্ষ্যমাত্রার ওপরে মূল্যস্ফীতি খুব বেশি দিন স্থায়ী হবে না। এটি অস্থায়ী। মূলত বৈশ্বিক পর্যায়ে পণ্যের দাম বাড়ার কারণে এই মূল্যস্ফীতি দেখা দিয়েছে।’ করোনা মহামারির কারণে জাপানের অর্থনীতি যে ভঙ্গুর দশায় পৌঁছেছে, তা পুনরুদ্ধারের প্রয়োজনীয়তাও ব্যক্ত করেছেন তিনি।
এই সপ্তাহের শুরুর দিকে প্রকাশিত অর্থনৈতিক তথ্য দেখা গেছে, জাপানের অর্থনীতি অপ্রত্যাশিতভাবে তৃতীয় ত্রৈমাসিকে শূন্য দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির পর এক নাগাড়ে তিন ত্রৈমাসিকে সংকুচিত হয়েছে। কারণ মানুষ ব্যক্তিগত খরচ কমিয়ে দিয়েছে।
অর্থনীতির বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা গত মাসে ২৬০ বিলিয়ন ডলারের উদ্দীপক প্যাকেজ ঘোষণা করেছেন।

সার্জিও গোর ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সারা বিশ্ব ভ্রমণ করেছি এবং আমি হলফ করে বলতে পারি যে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বন্ধুত্ব অত্যন্ত গভীর ও অকৃত্রিম। আমাদের দুই দেশ শুধু অভিন্ন স্বার্থেই নয়, বরং সর্বোচ্চ পর্যায়ের এক দৃঢ় সম্পর্কের...
৮ মিনিট আগে
যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
২ ঘণ্টা আগে
দেশজুড়ে চলমান বিক্ষোভে একাধিক ‘সহিংস দাঙ্গায়’ বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পর স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।
৩ ঘণ্টা আগে
চীনা কিছু অনলাইন ব্যবহারকারী তাইওয়ানের নেতাদের ভেনেজুয়েলা ধাঁচের বজ্রগতির অভিযান চালিয়ে ধরে আনার আহ্বান জানিয়েছেন। তবে বিশ্লেষক, গবেষক ও নিরাপত্তা কর্মকর্তারা বলছেন—চীনের আধুনিকায়ন পথে সেনাবাহিনী এখনো সে পর্যায়ে প্রস্তুত নয়। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে