
জাপানের মূল্যস্ফীতি ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বিশ্বব্যাপী পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণে জাপানি মুদ্রা ইয়েন দুর্বল হয়ে পড়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জাপান সরকারের তথ্যমতে, ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি গত বছরের তুলনায় এ বছরের অক্টোবরে ৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এটি ১৯৮২ সালের পর সবচেয়ে দ্রুতগতির মূল্যস্ফীতি। আল-জাজিরা বলেছে, ডলারের বিপরীতে জাপানি মুদ্রা চলতি বছরের অক্টোবরে গত ৩২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তুলনায় জাপানের মূল্যস্ফীতির হার তুলনামূলক কম হলেও বর্তমান মূল্যস্ফীতি জাপানের কেন্দ্রীয় ব্যাংকের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপান প্রায় স্থবির হয়ে পড়েছে।
ব্যাংক অব জাপানের গভর্নর হারুহিকো কুরোদা বলেছেন, ‘লক্ষ্যমাত্রার ওপরে মূল্যস্ফীতি খুব বেশি দিন স্থায়ী হবে না। এটি অস্থায়ী। মূলত বৈশ্বিক পর্যায়ে পণ্যের দাম বাড়ার কারণে এই মূল্যস্ফীতি দেখা দিয়েছে।’ করোনা মহামারির কারণে জাপানের অর্থনীতি যে ভঙ্গুর দশায় পৌঁছেছে, তা পুনরুদ্ধারের প্রয়োজনীয়তাও ব্যক্ত করেছেন তিনি।
এই সপ্তাহের শুরুর দিকে প্রকাশিত অর্থনৈতিক তথ্য দেখা গেছে, জাপানের অর্থনীতি অপ্রত্যাশিতভাবে তৃতীয় ত্রৈমাসিকে শূন্য দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির পর এক নাগাড়ে তিন ত্রৈমাসিকে সংকুচিত হয়েছে। কারণ মানুষ ব্যক্তিগত খরচ কমিয়ে দিয়েছে।
অর্থনীতির বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা গত মাসে ২৬০ বিলিয়ন ডলারের উদ্দীপক প্যাকেজ ঘোষণা করেছেন।

জাপানের মূল্যস্ফীতি ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বিশ্বব্যাপী পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণে জাপানি মুদ্রা ইয়েন দুর্বল হয়ে পড়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জাপান সরকারের তথ্যমতে, ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি গত বছরের তুলনায় এ বছরের অক্টোবরে ৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এটি ১৯৮২ সালের পর সবচেয়ে দ্রুতগতির মূল্যস্ফীতি। আল-জাজিরা বলেছে, ডলারের বিপরীতে জাপানি মুদ্রা চলতি বছরের অক্টোবরে গত ৩২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তুলনায় জাপানের মূল্যস্ফীতির হার তুলনামূলক কম হলেও বর্তমান মূল্যস্ফীতি জাপানের কেন্দ্রীয় ব্যাংকের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপান প্রায় স্থবির হয়ে পড়েছে।
ব্যাংক অব জাপানের গভর্নর হারুহিকো কুরোদা বলেছেন, ‘লক্ষ্যমাত্রার ওপরে মূল্যস্ফীতি খুব বেশি দিন স্থায়ী হবে না। এটি অস্থায়ী। মূলত বৈশ্বিক পর্যায়ে পণ্যের দাম বাড়ার কারণে এই মূল্যস্ফীতি দেখা দিয়েছে।’ করোনা মহামারির কারণে জাপানের অর্থনীতি যে ভঙ্গুর দশায় পৌঁছেছে, তা পুনরুদ্ধারের প্রয়োজনীয়তাও ব্যক্ত করেছেন তিনি।
এই সপ্তাহের শুরুর দিকে প্রকাশিত অর্থনৈতিক তথ্য দেখা গেছে, জাপানের অর্থনীতি অপ্রত্যাশিতভাবে তৃতীয় ত্রৈমাসিকে শূন্য দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির পর এক নাগাড়ে তিন ত্রৈমাসিকে সংকুচিত হয়েছে। কারণ মানুষ ব্যক্তিগত খরচ কমিয়ে দিয়েছে।
অর্থনীতির বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা গত মাসে ২৬০ বিলিয়ন ডলারের উদ্দীপক প্যাকেজ ঘোষণা করেছেন।

সুইজারল্যান্ডের একটি অভিজাত স্কি রিসোর্টে নতুন বছর উদ্যাপনের আনন্দ মুহূর্তেই ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রাঁস-মঁতানা স্কি রিসোর্টে নববর্ষের রাতে একটি জনাকীর্ণ বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...
৯ ঘণ্টা আগে
২০২৫ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাস্তবতা ভিন্ন ছবি দেখাচ্ছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সদ্য শেষ হওয়া বছরটিতে যুক্তরাষ্ট্র অন্তত সাতটি দেশে সামরিক..
১০ ঘণ্টা আগে
গত দুই দিনে বিক্ষোভকে কেন্দ্র করে তিনটি প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে কুহদাশত শহরে দাঙ্গাকারীদের হামলায় ২১ বছর বয়সী আমির হোসাম খোদায়ারি ফার্দ নামের এক বাসিজ সদস্য (আধা সামরিক বাহিনী) নিহত হন। এ ঘটনায় আরও ১৩ পুলিশ ও বাসিজ সদস্য আহত হয়েছেন।
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবার নিয়ম অনুযায়ী, মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী ‘ইমিডিয়েট রিলেটিভ’ বা নিকটাত্মীয় ক্যাটাগরিতে পড়েন এবং তাঁরা গ্রিন কার্ডের জন্য আবেদনের যোগ্য। তবে ৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন অভিবাসন আইনজীবী ব্র্যাড বার্নস্টাইন সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমান ট্রাম্প প্রশাস
১১ ঘণ্টা আগে