
আফগানিস্তান থেকে আসা প্রায় ৪শ শরণার্থী আশ্রয় পেয়েছেন দক্ষিণ কোরিয়াতে। এদের মধ্যে রয়েছে অনেক শিশু–কিশোর। ছোটবেলা থেকেই যুদ্ধ আর ধ্বংসের গল্প শুনেছে এসব শিশু–কিশোরেরা। কিন্তু সিউলে তারা এখন পরিবারের সঙ্গে নিরাপদ ও স্থিতিশীল জীবন কাটাচ্ছে। তাই এখানেই নিজেদের জীবন নতুন করে সাজানোর স্বপ্ন দেখছে তারা।
বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কথোপকথনে এক আফগান কিশোরী বলেন, আফগানিস্তানে নারীদের কোন স্বাধীনতা নেই। সেখানে যেকোনো কাজে পদে পদে বাধার সম্মুখীন হয় নারীরা। অথচ পুরুষেরা অবলীলায় সব কাজ করতে পারেন।
কিশোরী আরও বলেন, এখানে এসে আমি স্বাধীনতার নতুন সংজ্ঞা খুঁজে পেয়েছি। কোন হিজাব ছাড়াই তায়কোয়ান্দো শিখতে পারছি। আফগানিস্তানে এটি কল্পনাও করতে পারতাম না। সবকিছু মিলিয়ে জীবনকে নতুন করে উপভোগ করছি। এ ছাড়া আমার পরিবার এখানে সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছে।
আরেক কিশোর রয়টার্সকে জানায়, আফগানিস্তানে যুদ্ধই জীবন । আমার স্মৃতিতে যুদ্ধ ছাড়া আর কিছুই নেই। তা ছাড়া জন্মের পর থেকে বাবা মায়ের কাছেও যুদ্ধের ইতিহাস ছাড়া কিছু শুনিনি। কিন্তু এখানে আমি মুক্ত। এখানে নিজের মত জীবন গুছিয়ে নেওয়ার স্বপ্ন দেখছি।
দক্ষিণ কোরিয়ার সরকার আফগানিস্তান থেকে আসা এসব শরণার্থীদের সিউলে দীর্ঘ মেয়াদি আবাসনের জন্য কাজ করে যাচ্ছে। এ ছাড়া সোশ্যাল ইন্টিগ্রেশন প্রোগ্রামের আওতায় তাদের কোরিয়ান ভাষা শেখানো হচ্ছে। তবে বিভিন্ন গণমাধ্যমে কথা বলা এসব শরণার্থীর নাম বা পরিচয় প্রকাশে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে সিউলের। দেশটির আইন মন্ত্রনালয় জানিয়েছে, মুক্তভাবে চলার জন্য পরিচয়পত্র হিসেবে তাদের শরণার্থী রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়েছে।

আফগানিস্তান থেকে আসা প্রায় ৪শ শরণার্থী আশ্রয় পেয়েছেন দক্ষিণ কোরিয়াতে। এদের মধ্যে রয়েছে অনেক শিশু–কিশোর। ছোটবেলা থেকেই যুদ্ধ আর ধ্বংসের গল্প শুনেছে এসব শিশু–কিশোরেরা। কিন্তু সিউলে তারা এখন পরিবারের সঙ্গে নিরাপদ ও স্থিতিশীল জীবন কাটাচ্ছে। তাই এখানেই নিজেদের জীবন নতুন করে সাজানোর স্বপ্ন দেখছে তারা।
বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কথোপকথনে এক আফগান কিশোরী বলেন, আফগানিস্তানে নারীদের কোন স্বাধীনতা নেই। সেখানে যেকোনো কাজে পদে পদে বাধার সম্মুখীন হয় নারীরা। অথচ পুরুষেরা অবলীলায় সব কাজ করতে পারেন।
কিশোরী আরও বলেন, এখানে এসে আমি স্বাধীনতার নতুন সংজ্ঞা খুঁজে পেয়েছি। কোন হিজাব ছাড়াই তায়কোয়ান্দো শিখতে পারছি। আফগানিস্তানে এটি কল্পনাও করতে পারতাম না। সবকিছু মিলিয়ে জীবনকে নতুন করে উপভোগ করছি। এ ছাড়া আমার পরিবার এখানে সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছে।
আরেক কিশোর রয়টার্সকে জানায়, আফগানিস্তানে যুদ্ধই জীবন । আমার স্মৃতিতে যুদ্ধ ছাড়া আর কিছুই নেই। তা ছাড়া জন্মের পর থেকে বাবা মায়ের কাছেও যুদ্ধের ইতিহাস ছাড়া কিছু শুনিনি। কিন্তু এখানে আমি মুক্ত। এখানে নিজের মত জীবন গুছিয়ে নেওয়ার স্বপ্ন দেখছি।
দক্ষিণ কোরিয়ার সরকার আফগানিস্তান থেকে আসা এসব শরণার্থীদের সিউলে দীর্ঘ মেয়াদি আবাসনের জন্য কাজ করে যাচ্ছে। এ ছাড়া সোশ্যাল ইন্টিগ্রেশন প্রোগ্রামের আওতায় তাদের কোরিয়ান ভাষা শেখানো হচ্ছে। তবে বিভিন্ন গণমাধ্যমে কথা বলা এসব শরণার্থীর নাম বা পরিচয় প্রকাশে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে সিউলের। দেশটির আইন মন্ত্রনালয় জানিয়েছে, মুক্তভাবে চলার জন্য পরিচয়পত্র হিসেবে তাদের শরণার্থী রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়েছে।

তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
৭ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
৭ ঘণ্টা আগে
প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার খোসা, এনদেবেলে, সোথো ও ভেন্ডা সম্প্রদায়ের কিশোর ও তরুণেরা ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার শিশু আইন (২০০৫) অনুযায়ী, সাধারণত ১৬ বছরের বেশি বয়সীদের খতনা করানো হয়। এর নিচে খতনা করানো দেশটিতে আইনত নিষিদ্ধ।
৮ ঘণ্টা আগে
এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
৯ ঘণ্টা আগে