
থাইল্যান্ডের জাতীয় নির্বাচনে দারুণ সাফল্য অর্জন করেছিল দেশটির তরুণ নেতৃত্বের রাজনৈতিক দল মুভ ফরোয়ার্ড পার্টি। দলটির নেতা পিটা লিমজারোয়েনরাত প্রধানমন্ত্রী হওয়ার দৌড়েও ছিলেন। কিন্তু তার সেই আশা আপাতত অধরাই থেকে যাচ্ছে। কারণ, দেশটির পার্লামেন্ট দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার মনোনয়ন প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে, দেশটির সাংবিধানিক আদালত পিটার সংসদ সদস্যপদও স্থগিত করেছে।
জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার নতুন থাই প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু দেশটির পার্লামেন্ট পিটার প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাবে ভেটো দিয়েছে। পাশাপাশি নির্বাচনী অপরাধের অভিযোগে পিটার সংসদ সদস্যপদও স্থগিত করে দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত।
পিটার মনোনয়ন বাতিলের বিষয়ে থাইল্যান্ডের পার্লামেন্ট রাত্থাসাফার নিম্নকক্ষের স্পিকার বলেন, ‘পার্লামেন্টের চলতি সেশনে টানা দুই বার প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়ন পেতে পারবেন না পিটা।’ গত সপ্তাহেও পিটা দেশটির নতুন প্রধানমন্ত্রীর পদের জন্য পার্লামেন্টে ভোটের মুখোমুখি হয়ে প্রয়োজনীয় সমর্থন লাভে ব্যর্থ হন।
এদিকে, থাইল্যান্ডের সাংবিধানিক আদালত বুধবার এক সর্বসম্মত রায়ে জানিয়েছে, পিটাকে অস্থায়ীভাবে তার পার্লামেন্টারি কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, হিসেবে আদালত জানিয়েছে পিটার বিরুদ্ধে নির্বাচনী অপরাধের অভিযোগ রয়েছে।
বিচারকদের সংখ্যাগরিষ্ঠ অংশের ঐকমত্যের ভিত্তিতে আদালত বলেছে যে, তারা নির্বাচন কমিটির একটি আবেদন বিবেচনা নিয়েছে যার ফলে সংসদ সদস্য হিসেবে পিটার মর্যাদা সাময়িকভাবে স্থগিত করা হবে। আদালত আরও জানিয়েছে, সাংবিধানিক আদালত সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত ১৯ জুলাই থেকে পিটা পার্লামেন্টের যেকোনো কার্যক্রম থেকে বিরত থাকবেন।
পিটার বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি অধুনালুপ্ত একটি গণমাধ্যম কোম্পানির শেয়ারহোল্ডার ছিলেন। অথচ থাই সংবিধান অনুসারে, আইনপ্রণেতাদের কোনো ধরনের গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকানা থাকা নিষিদ্ধ। তবে পিটা জানিয়েছেন, তিনি এই মালিকানা পেয়েছিলেন তার বাবার কাছ থেকে।

থাইল্যান্ডের জাতীয় নির্বাচনে দারুণ সাফল্য অর্জন করেছিল দেশটির তরুণ নেতৃত্বের রাজনৈতিক দল মুভ ফরোয়ার্ড পার্টি। দলটির নেতা পিটা লিমজারোয়েনরাত প্রধানমন্ত্রী হওয়ার দৌড়েও ছিলেন। কিন্তু তার সেই আশা আপাতত অধরাই থেকে যাচ্ছে। কারণ, দেশটির পার্লামেন্ট দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার মনোনয়ন প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে, দেশটির সাংবিধানিক আদালত পিটার সংসদ সদস্যপদও স্থগিত করেছে।
জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার নতুন থাই প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু দেশটির পার্লামেন্ট পিটার প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাবে ভেটো দিয়েছে। পাশাপাশি নির্বাচনী অপরাধের অভিযোগে পিটার সংসদ সদস্যপদও স্থগিত করে দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত।
পিটার মনোনয়ন বাতিলের বিষয়ে থাইল্যান্ডের পার্লামেন্ট রাত্থাসাফার নিম্নকক্ষের স্পিকার বলেন, ‘পার্লামেন্টের চলতি সেশনে টানা দুই বার প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়ন পেতে পারবেন না পিটা।’ গত সপ্তাহেও পিটা দেশটির নতুন প্রধানমন্ত্রীর পদের জন্য পার্লামেন্টে ভোটের মুখোমুখি হয়ে প্রয়োজনীয় সমর্থন লাভে ব্যর্থ হন।
এদিকে, থাইল্যান্ডের সাংবিধানিক আদালত বুধবার এক সর্বসম্মত রায়ে জানিয়েছে, পিটাকে অস্থায়ীভাবে তার পার্লামেন্টারি কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, হিসেবে আদালত জানিয়েছে পিটার বিরুদ্ধে নির্বাচনী অপরাধের অভিযোগ রয়েছে।
বিচারকদের সংখ্যাগরিষ্ঠ অংশের ঐকমত্যের ভিত্তিতে আদালত বলেছে যে, তারা নির্বাচন কমিটির একটি আবেদন বিবেচনা নিয়েছে যার ফলে সংসদ সদস্য হিসেবে পিটার মর্যাদা সাময়িকভাবে স্থগিত করা হবে। আদালত আরও জানিয়েছে, সাংবিধানিক আদালত সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত ১৯ জুলাই থেকে পিটা পার্লামেন্টের যেকোনো কার্যক্রম থেকে বিরত থাকবেন।
পিটার বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি অধুনালুপ্ত একটি গণমাধ্যম কোম্পানির শেয়ারহোল্ডার ছিলেন। অথচ থাই সংবিধান অনুসারে, আইনপ্রণেতাদের কোনো ধরনের গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকানা থাকা নিষিদ্ধ। তবে পিটা জানিয়েছেন, তিনি এই মালিকানা পেয়েছিলেন তার বাবার কাছ থেকে।

রাজনৈতিক ক্ষেত্রে নমনীয়তা মানেই আদর্শের সঙ্গে আপস নয় বলে মন্তব্য করেছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরে। তিনি আরও বলেন, মহারাষ্ট্রকে শক্তিশালী রাখার স্বার্থে প্রয়োজন হলে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও সমর্থন করতে প্রস্তুত।
৩৩ মিনিট আগে
ইরানে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারে—এমন আশঙ্কায় ইসরায়েল সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি ইসরায়েলি সূত্র এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
সিরিয়ার আলেপ্পো শহর থেকে কুর্দি বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) সর্বশেষ যোদ্ধাটিও আজ রোববার বিদায় নিয়েছে। দীর্ঘ কয়েক দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর একটি যুদ্ধবিরতি চুক্তির অধীনে এই সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আখবারিয়া জানিয়েছে।
১ ঘণ্টা আগে
ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন যে, জাতি, উপাসনা পদ্ধতি বা ধর্মের ভিত্তিতে বিভাজন আমাদের জন্য চরম ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে, ঠিক যেমনটা আজ বাংলাদেশে দেখা যাচ্ছে। এ সময় তিনি বলেন, বাংলাদেশ ‘আমাদের জন্য এক সতর্কবার্তা।’ গতকাল শনিবার তিনি এই কথা বলেন।
২ ঘণ্টা আগে