
সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী দুই গ্রুপের মধ্যকার সংঘর্ষে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় শুক্রবার প্রতিবেশী তুরস্কের সীমান্তবর্তী এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
তুরস্কের সীমান্তবর্তী এলাকায় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের সঙ্গে সিরিয়ার বাহিনীর সংঘর্ষের ফলে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সিরিয়ান বাহিনীর গোলন্দাজেরা তুরস্কের সীমান্তবর্তী শহর আল–বাব এলাকায় গোলাবর্ষণ করলে ৯ বেসামরিক লোক মারা যান। ওই এলাকাটি তুরস্ক সমর্থিত কুর্দি বিদ্রোহীদের দ্বারা নিয়ন্ত্রিত।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, স্থানীয় সময় আজ শুক্রবার সকালে এই হতাহতের ঘটনা ঘটে। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘নিহতদের মধ্যে শিশুও রয়েছে এবং এ ছাড়া আরও ৩০ জন গুরুতর আহত হয়েছেন।
এদিকে, কুর্দি নিয়ন্ত্রিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের এক মুখপাত্র বাহিনীটির এই সংঘর্ষে জড়িত থাকার বিষয়টি নাকচ করেছেন।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ান বাহিনীর গোলা একটি স্থানীয় একটি জনাকীর্ণ বাজারে আঘাত হানে। হামলার পরপরই সেখানকার লোকজনকে সরিয়ে নিয়ে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় এএফপি প্রতিনিধি জানিয়েছেন, ওই গোলার আঘাতে বাজারটি বিধ্বস্ত হয়ে যায়। বিভিন্ন স্থানে একাধিক মানুষের ছিন্নবিচ্ছিন্ন অঙ্গ–প্রত্যঙ্গ পড়ে থাকতে দেখা যায়।
তুরস্ক এবং সিরিয়ার কুর্দিদের মধ্যকার এই সংঘর্ষের ফলে এই সপ্তাহে এরই মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে এবং দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে সংঘর্ষ ক্রমশ বেড়েই চলেছে। সিরিয়ার উত্তরাঞ্চলের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের প্রশাসন জানিয়েছে, হাসাকেহ শহরের একটি কিশোরী পুনর্বাসন কেন্দ্রে তুর্কির বিদ্রোহীদের হামলায় বেশ কয়েকজন হতাহত হন।

সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী দুই গ্রুপের মধ্যকার সংঘর্ষে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় শুক্রবার প্রতিবেশী তুরস্কের সীমান্তবর্তী এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
তুরস্কের সীমান্তবর্তী এলাকায় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের সঙ্গে সিরিয়ার বাহিনীর সংঘর্ষের ফলে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সিরিয়ান বাহিনীর গোলন্দাজেরা তুরস্কের সীমান্তবর্তী শহর আল–বাব এলাকায় গোলাবর্ষণ করলে ৯ বেসামরিক লোক মারা যান। ওই এলাকাটি তুরস্ক সমর্থিত কুর্দি বিদ্রোহীদের দ্বারা নিয়ন্ত্রিত।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, স্থানীয় সময় আজ শুক্রবার সকালে এই হতাহতের ঘটনা ঘটে। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘নিহতদের মধ্যে শিশুও রয়েছে এবং এ ছাড়া আরও ৩০ জন গুরুতর আহত হয়েছেন।
এদিকে, কুর্দি নিয়ন্ত্রিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের এক মুখপাত্র বাহিনীটির এই সংঘর্ষে জড়িত থাকার বিষয়টি নাকচ করেছেন।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ান বাহিনীর গোলা একটি স্থানীয় একটি জনাকীর্ণ বাজারে আঘাত হানে। হামলার পরপরই সেখানকার লোকজনকে সরিয়ে নিয়ে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় এএফপি প্রতিনিধি জানিয়েছেন, ওই গোলার আঘাতে বাজারটি বিধ্বস্ত হয়ে যায়। বিভিন্ন স্থানে একাধিক মানুষের ছিন্নবিচ্ছিন্ন অঙ্গ–প্রত্যঙ্গ পড়ে থাকতে দেখা যায়।
তুরস্ক এবং সিরিয়ার কুর্দিদের মধ্যকার এই সংঘর্ষের ফলে এই সপ্তাহে এরই মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে এবং দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে সংঘর্ষ ক্রমশ বেড়েই চলেছে। সিরিয়ার উত্তরাঞ্চলের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের প্রশাসন জানিয়েছে, হাসাকেহ শহরের একটি কিশোরী পুনর্বাসন কেন্দ্রে তুর্কির বিদ্রোহীদের হামলায় বেশ কয়েকজন হতাহত হন।

যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসা দেয়। স্থগিতের তালিকায় প্রথমেই রয়েছে পরিবারভিত্তিক অভিবাসী ভিসা। এর আওতায়—মার্কিন নাগরিকের স্বামী/স্ত্রীর ভিসা (আইআর-১, সিআর-১), বাগদত্ত/বাগদত্তা ভিসা (কে-১), মার্কিন নাগরিকের পরিবারের সদস্যদের ভিসা (আইআর-২, আইআর-৫, এফ-১, এফ-৩ ও এফ-৪)...
৯ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ইঙ্গিত দেওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ–সংক্রান্ত উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম মাত্র একদিনেই ৪ শতাংশের বেশি কমে গেছে।
২০ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড দ্বীপ মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার প্রয়োজনীয়তার কথা আবারও জোর দিয়ে বলছেন। তবে তাঁর এমন ঘোষণার পর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইউরোপের কয়েক দেশের একটি সম্মিলিত বাহিনী দ্বীপটিতে পৌঁছেছে।
১ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে যুক্তরাষ্ট্রকে বিরত রাখতে শেষ মুহূর্তে কূটনৈতিক তৎপরতা চালিয়েছে সৌদি আরব, কাতার ও ওমান। এই তিন উপসাগরীয় দেশের যৌথ উদ্যোগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘আরেকটি সুযোগ’ দিতে সম্মত হন বলে জানিয়েছেন সৌদি আরবের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
১ ঘণ্টা আগে