
পালিয়ে যাওয়ার দেড় মাসেরও বেশি সময় পর শ্রীলঙ্কায় ফিরেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। স্থানীয় সময় শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে কড়া নিরাপত্তার মধ্যে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে কলম্বোর অদূরে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।
রাতে বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে দেশটির মন্ত্রী ও রাজনীতিবিদেরা ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন। প্রায় সাত সপ্তাহ আগে ‘স্বল্পমেয়াদি ভিসা’ নিয়ে থাইল্যান্ডে অবস্থান করছিলেন গোতাবায়া। সেখান থেকে সিঙ্গাপুর হয়ে দেশে ফেরেন তিনি।
দেশটির প্রতিরক্ষা বাহিনীর একজন কর্মকর্তা বিবিসিকে জানান, ‘সাবেক প্রেসিডেন্ট হিসেবে গোতাবায়াকে নিরাপত্তা দেওয়া হবে।’ এ ছাড়া বিক্ষোভকারীদের এক নেতা বলেছেন, ‘গোতাবায়ার দেশে ফেরার বিপক্ষে নই আমরা। শ্রীলঙ্কার যেকোনো নাগরিকের দেশে ফেরার অধিকার রয়েছে।’
এর আগে শ্রীলঙ্কার নজিরবিহীন অর্থনৈতিক সংকটের জন্য গোতাবায়াকে দায়ী করে বিক্ষুব্ধ জনতা কয়েক মাস ধরে আন্দোলন করে এবং একসময় গোতাবায়ার সরকারি বাসভবনে প্রবেশ করে তাঁরা। গণবিক্ষোভের মুখে ১৩ জুলাই রাতের অন্ধকারে দেশ ছাড়ার পর সাবেক এই শ্রীলঙ্কান প্রেসিডেন্ট প্রথমে মালদ্বীপে যান। এক দিন পর ১৪ জুলাই সেখান থেকে সিঙ্গাপুরে যান। পরে সিঙ্গাপুর থেকে পাঠানো পদত্যাগপত্রে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পদ ছাড়েন তিনি।
সিঙ্গাপুর গোতাবায়াকে ২৮ দিনের ‘ভিজিট ভিসা’ দিয়েছিল। পরে আর ভিসার মেয়াদ না বাড়ানোয় থাইল্যান্ডে যান গোতাবায়া। কিন্তু ব্যাংকক নিরাপত্তার স্বার্থে গোতাবায়াকে হোটেল থেকে বের হতে নিষেধাজ্ঞা দেয়।
নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, থাইল্যান্ডে থাকার জন্য ৯০ দিনের ভিসা ছিল গোতাবায়ার। কিন্তু তিনি তাঁর স্ত্রী, দেহরক্ষী ও অন্য দুই সহকর্মীকে নিয়ে দেশে ফিরতেই আগ্রহী।
প্রথমে তাঁদের পরিকল্পনা ছিল আগামী নভেম্বর পর্যন্ত তাঁরা থাইল্যান্ডে থাকবেন। তবে নিরাপত্তাজনিত কারণে গোতাবায়ার দেশে ফেরার খবর আসে আগস্টের মাঝামাঝিতে। এ ছাড়া গোতাবায়ার স্ত্রী মার্কিন নাগরিক হওয়ায় সেখানে তাঁদের স্থায়ীভাবে থাকার চেষ্টার খবর আসে।
চলতি বছরের এপ্রিল থেকে জ্বালানি ও খাদ্যঘাটতি নিয়ে সংকটে পড়লে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। এর আগ পর্যন্ত শ্রীলঙ্কার রাজনীতিতে ছিল রাজাপক্ষে পরিবারের আধিপত্য।
রাজাপক্ষে পালিয়ে গিয়ে পদত্যাগ করার পর শ্রীলঙ্কার ছয়বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পার্লামেন্টের ভোটাভুটিতে জয়ী হয়ে দেশটির প্রেসিডেন্ট হয়েছেন।

পালিয়ে যাওয়ার দেড় মাসেরও বেশি সময় পর শ্রীলঙ্কায় ফিরেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। স্থানীয় সময় শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে কড়া নিরাপত্তার মধ্যে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে কলম্বোর অদূরে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।
রাতে বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে দেশটির মন্ত্রী ও রাজনীতিবিদেরা ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন। প্রায় সাত সপ্তাহ আগে ‘স্বল্পমেয়াদি ভিসা’ নিয়ে থাইল্যান্ডে অবস্থান করছিলেন গোতাবায়া। সেখান থেকে সিঙ্গাপুর হয়ে দেশে ফেরেন তিনি।
দেশটির প্রতিরক্ষা বাহিনীর একজন কর্মকর্তা বিবিসিকে জানান, ‘সাবেক প্রেসিডেন্ট হিসেবে গোতাবায়াকে নিরাপত্তা দেওয়া হবে।’ এ ছাড়া বিক্ষোভকারীদের এক নেতা বলেছেন, ‘গোতাবায়ার দেশে ফেরার বিপক্ষে নই আমরা। শ্রীলঙ্কার যেকোনো নাগরিকের দেশে ফেরার অধিকার রয়েছে।’
এর আগে শ্রীলঙ্কার নজিরবিহীন অর্থনৈতিক সংকটের জন্য গোতাবায়াকে দায়ী করে বিক্ষুব্ধ জনতা কয়েক মাস ধরে আন্দোলন করে এবং একসময় গোতাবায়ার সরকারি বাসভবনে প্রবেশ করে তাঁরা। গণবিক্ষোভের মুখে ১৩ জুলাই রাতের অন্ধকারে দেশ ছাড়ার পর সাবেক এই শ্রীলঙ্কান প্রেসিডেন্ট প্রথমে মালদ্বীপে যান। এক দিন পর ১৪ জুলাই সেখান থেকে সিঙ্গাপুরে যান। পরে সিঙ্গাপুর থেকে পাঠানো পদত্যাগপত্রে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পদ ছাড়েন তিনি।
সিঙ্গাপুর গোতাবায়াকে ২৮ দিনের ‘ভিজিট ভিসা’ দিয়েছিল। পরে আর ভিসার মেয়াদ না বাড়ানোয় থাইল্যান্ডে যান গোতাবায়া। কিন্তু ব্যাংকক নিরাপত্তার স্বার্থে গোতাবায়াকে হোটেল থেকে বের হতে নিষেধাজ্ঞা দেয়।
নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, থাইল্যান্ডে থাকার জন্য ৯০ দিনের ভিসা ছিল গোতাবায়ার। কিন্তু তিনি তাঁর স্ত্রী, দেহরক্ষী ও অন্য দুই সহকর্মীকে নিয়ে দেশে ফিরতেই আগ্রহী।
প্রথমে তাঁদের পরিকল্পনা ছিল আগামী নভেম্বর পর্যন্ত তাঁরা থাইল্যান্ডে থাকবেন। তবে নিরাপত্তাজনিত কারণে গোতাবায়ার দেশে ফেরার খবর আসে আগস্টের মাঝামাঝিতে। এ ছাড়া গোতাবায়ার স্ত্রী মার্কিন নাগরিক হওয়ায় সেখানে তাঁদের স্থায়ীভাবে থাকার চেষ্টার খবর আসে।
চলতি বছরের এপ্রিল থেকে জ্বালানি ও খাদ্যঘাটতি নিয়ে সংকটে পড়লে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। এর আগ পর্যন্ত শ্রীলঙ্কার রাজনীতিতে ছিল রাজাপক্ষে পরিবারের আধিপত্য।
রাজাপক্ষে পালিয়ে গিয়ে পদত্যাগ করার পর শ্রীলঙ্কার ছয়বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পার্লামেন্টের ভোটাভুটিতে জয়ী হয়ে দেশটির প্রেসিডেন্ট হয়েছেন।

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে নির্মাণাধীন ওভারহেড রেলপথের ক্রেন ভেঙে চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬৬ জন। আহতদের মধ্যে এক বছরের একটি শিশু ও ৮৫ বছর বয়সী একজন বৃদ্ধও রয়েছেন। আহত সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১৩ মিনিট আগে
২০২৮ সালের লন্ডন মেয়র নির্বাচনে বর্তমান মেয়র সাদিক খানের বিরুদ্ধে লড়তে কোমর বেঁধে মাঠে নেমেছে রিফর্ম ইউকে। দলটির পক্ষ থেকে ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিলের বর্তমান কাউন্সিলর লায়লা কানিংহামের নাম ঘোষণা করা হয়েছে।
১৭ মিনিট আগে
ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্নায়ুযুদ্ধ এখন সংঘাতের দোরগোড়ায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের সমর্থনে সামরিক হস্তক্ষেপের প্রচ্ছন্ন হুমকি দেওয়ার পর তেহরান সাফ জানিয়ে দিয়েছে, হামলা হলে তারা কেবল যুক্তরাষ্ট্র নয়, বরং যেসব প্রতিবেশী দেশে মার্কিন..
১ ঘণ্টা আগে
দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি সামরিক অভিযানে গাজা উপত্যকা আজ শিশুদের জন্য এক ভয়াবহ নরকে পরিণত হয়েছে। আহত, পঙ্গু ও মানসিকভাবে বিপর্যস্ত ফিলিস্তিনি শিশুরা এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে—যেখানে শৈশব, শিক্ষা ও স্বপ্ন সবই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে।
১ ঘণ্টা আগে