
গত রোববার বিস্ফোরক বোঝাই একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দাবি, বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে হামলাকারীরা কাবুল বিমানবন্দরের দিকে হামলা চালাতে যাচ্ছিল। সে সময় গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। গাড়ি লক্ষ্য করে রোববারের ওই ড্রোন হামলায় ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সের (আইএসকেপি) দুই সদস্য নিহত হন।
সেই ড্রোন হামলায় গাড়িতে থাকা আইএসকেপির সদস্য ছাড়াও একই পরিবারের ১০ সদস্য নিহতের ঘটনা ঘটে। তাঁরা সবাই বেসামরিক নাগরিক ছিল। নিহতদের আত্মীয়দের সঙ্গে কথা বলে আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
পেন্টাগন বলেছে, সন্দেহভাজন হামলাকারীর ওপর হামলা চালাতে গিয়ে বেসামরিক মানুষ নিহতের ঘটনাটি অস্বীকারের সুযোগ নেই। বেসামরিক নাগরিক নিহতের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।
বিবিসি জানিয়েছে, নিহতদের আত্মীয়রা বলেছেন নিহত শিশুদের মধ্যে সবচেয়ে ছোট শিশুর বয়স দুই বছর। তাঁর নাম সুমাইয়া। আর সবচেয়ে বড় যে শিশু নিহত হয়েছে তাঁর বয়স ১২। নাম ফারযাদ।
নিহতদের আত্মীয় রামিন ইউসুফি বিবিসিকে বলেন, এটি একটি নৃশংস হামলা ছিল। ভুল তথ্যের ভিত্তিতে হামলা চালানো হয়েছে। আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, কেনো তাঁরা আমাদের সন্তান ও পরিবারকে হত্যা করল? মরদেহগুলো এমনভাবে পুড়ে গেছে যে তাঁদের মরদেহ ও চেহারা চেনার উপায় পর্যন্ত নেই।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, গাড়ির ভেতর প্রচুর বিস্ফোরক থাকায় গাড়ি লক্ষ্য করে হামলার পর বিশাল বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের কারণেই বেসামরিক মানুষ নিহতের ঘটনা ঘটে থাকতে পারে।
উল্লেখ্য, এর আগে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ড্রোন হামলায় নিহতদের মধ্যে ছয় শিশু রয়েছে। মোট নিহত নয়জনের সকলেই একই পরিবারের সদস্য।

গত রোববার বিস্ফোরক বোঝাই একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দাবি, বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে হামলাকারীরা কাবুল বিমানবন্দরের দিকে হামলা চালাতে যাচ্ছিল। সে সময় গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। গাড়ি লক্ষ্য করে রোববারের ওই ড্রোন হামলায় ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সের (আইএসকেপি) দুই সদস্য নিহত হন।
সেই ড্রোন হামলায় গাড়িতে থাকা আইএসকেপির সদস্য ছাড়াও একই পরিবারের ১০ সদস্য নিহতের ঘটনা ঘটে। তাঁরা সবাই বেসামরিক নাগরিক ছিল। নিহতদের আত্মীয়দের সঙ্গে কথা বলে আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
পেন্টাগন বলেছে, সন্দেহভাজন হামলাকারীর ওপর হামলা চালাতে গিয়ে বেসামরিক মানুষ নিহতের ঘটনাটি অস্বীকারের সুযোগ নেই। বেসামরিক নাগরিক নিহতের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।
বিবিসি জানিয়েছে, নিহতদের আত্মীয়রা বলেছেন নিহত শিশুদের মধ্যে সবচেয়ে ছোট শিশুর বয়স দুই বছর। তাঁর নাম সুমাইয়া। আর সবচেয়ে বড় যে শিশু নিহত হয়েছে তাঁর বয়স ১২। নাম ফারযাদ।
নিহতদের আত্মীয় রামিন ইউসুফি বিবিসিকে বলেন, এটি একটি নৃশংস হামলা ছিল। ভুল তথ্যের ভিত্তিতে হামলা চালানো হয়েছে। আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, কেনো তাঁরা আমাদের সন্তান ও পরিবারকে হত্যা করল? মরদেহগুলো এমনভাবে পুড়ে গেছে যে তাঁদের মরদেহ ও চেহারা চেনার উপায় পর্যন্ত নেই।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, গাড়ির ভেতর প্রচুর বিস্ফোরক থাকায় গাড়ি লক্ষ্য করে হামলার পর বিশাল বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের কারণেই বেসামরিক মানুষ নিহতের ঘটনা ঘটে থাকতে পারে।
উল্লেখ্য, এর আগে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ড্রোন হামলায় নিহতদের মধ্যে ছয় শিশু রয়েছে। মোট নিহত নয়জনের সকলেই একই পরিবারের সদস্য।

সুইজারল্যান্ডের একটি অভিজাত স্কি রিসোর্টে নতুন বছর উদ্যাপনের আনন্দ মুহূর্তেই ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রাঁস-মঁতানা স্কি রিসোর্টে নববর্ষের রাতে একটি জনাকীর্ণ বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...
৫ ঘণ্টা আগে
২০২৫ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাস্তবতা ভিন্ন ছবি দেখাচ্ছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সদ্য শেষ হওয়া বছরটিতে যুক্তরাষ্ট্র অন্তত সাতটি দেশে সামরিক..
৬ ঘণ্টা আগে
গত দুই দিনে বিক্ষোভকে কেন্দ্র করে তিনটি প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে কুহদাশত শহরে দাঙ্গাকারীদের হামলায় ২১ বছর বয়সী আমির হোসাম খোদায়ারি ফার্দ নামের এক বাসিজ সদস্য (আধা সামরিক বাহিনী) নিহত হন। এ ঘটনায় আরও ১৩ পুলিশ ও বাসিজ সদস্য আহত হয়েছেন।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবার নিয়ম অনুযায়ী, মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী ‘ইমিডিয়েট রিলেটিভ’ বা নিকটাত্মীয় ক্যাটাগরিতে পড়েন এবং তাঁরা গ্রিন কার্ডের জন্য আবেদনের যোগ্য। তবে ৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন অভিবাসন আইনজীবী ব্র্যাড বার্নস্টাইন সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমান ট্রাম্প প্রশাস
৭ ঘণ্টা আগে