Ajker Patrika

চীন থেকে আমদানি বন্ধ করলে বছরে জাপানের জিডিপি কমবে ১০ শতাংশ

চীন থেকে আমদানি বন্ধ করলে বছরে জাপানের জিডিপি কমবে ১০ শতাংশ

চীন থেকে আমদানি বন্ধ করলে এক ধাক্কায় জাপানের জিডিপি হ্রাস পাবে অন্তত ১০ শতাংশ। যা জাপানি মুদ্রায় ৫৩ লাখ কোটি ইয়েন (৩৫ হাজার ৩০০ কোটি ডলার)। গত ১৮ অক্টোবর জাপানির একটি শীর্ষস্থানীয় বাণিজ্য বিষয়ক পত্রিকায় এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনের বরাত দিয়ে হংকংভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

এশিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে জাপানের অর্থনীতি বেশ অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে। দেশটির মুদ্রা ইয়েন গত মার্চ থেকে এখন পর্যন্ত মার্কিন ডলারের বিপরীতে ৩১ শতাংশ মূল্য হারিয়েছে। যা জাপানে বিদেশি বিনিয়োগ, আন্তর্জাতিক বাণিজ্য এবং অভ্যন্তরীণ অর্থনীতির গতিপথ দারুণভাবে বদলে দিয়েছে। 

জাপানের ফুগাকু সুপার কম্পিউটার ব্যবহার করে দেশটির ওসেদা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইসুয়ুকি টোডো হিসাব করে দেখিয়েছেন, চীন থেকে আমদানি একেবারে শূন্যের কোটায় নামিয়ে আনা হলে তা জাপানের অর্থনীতিতে কেয়ামত ডেকে আনবে। বিশেষ করে, যন্ত্র এবং কাচামাল, ইলেকট্রনিক পণ্য, গাড়ি, কাপড় এবং অন্যান্য পণ্য স্রেফ দুই মাস বন্ধ থাকলেই এই পরিমাণ ক্ষতি হবে। 

টোকিও ভিত্তিক পরামর্শদাতা সংস্থা আউলসের মতে, যদি চীনের পরিবর্তে অন্য কোনো দেশ থেকে আমদানি করা হয়, তবে একটি ব্যক্তিগত কম্পিউটারের দাম বাড়বে অন্তত ৫০ শতাংশ, স্মার্টফোনের দাম বাড়বে ২০ শতাংশ। সংস্থাটির মত, সরবরাহ লাইন পরিবর্তন করা বরং জাপানের জন্যই আরও ব্যয়বহুল হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত