
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বলেছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করতে হবে এবং জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে কীভাবে দেশ পরিচালিত হবে। তিনি বলেন, বাংলাদেশ যখন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে, তখন শেখ হাসিনার উচিত হবে ভারতেই অবস্থান করা।
ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্ট পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে রনিল বিক্রমাসিংহে এ কথা বলেন। তাঁর কাছে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘যতটুকু জানি, শেখ হাসিনা এ বিষয়ে উদ্বিগ্ন। তবে অনেক নেতা তাঁদের দেশ ছেড়ে বিদেশে থাকছেন। যদি তিনি দেশের বাইরে থাকতে চান, তবে তাঁকে দেশের বাইরে থাকতে দিন। আমরা সবাই চাই যে, বাংলাদেশ স্থিতিশীলতা অর্জনের দিকে মনোনিবেশ করুক।’
প্রতিবেশী দেশগুলোর জনগণের মধ্যে ভারতবিরোধী মনোভাব বৃদ্ধির পরিপ্রেক্ষিতে অস্থিরতার এই সময় কাটিয়ে ওঠার জন্য নয়াদিল্লি ও ঢাকাকে পরামর্শ দিয়ে বিক্রমাসিংহে বলেন, উভয় পক্ষকে বাংলাদেশে স্থিতিশীলতা ও স্বাভাবিকতা ফিরিয়ে আনার বিষয়টি অগ্রাধিকার দেওয়া উচিত।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেন, ‘প্রথমে বাংলাদেশে স্থিতিশীলতা আনতে হবে, জনগণকে আস্থায় আনতে হবে। তবে শেখ হাসিনার বিষয়টি রাজনৈতিক বিষয়, সেভাবেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। অনেক নেতা দেশ ছেড়ে বিদেশে চলে যান, এরপর তারা বিদেশে থাকেন। আমি যে বিষয়টিকে অগ্রাধিকার দেব তা হলো, এ বিষয়টি নিশ্চিত করা যে, বাংলাদেশ স্থিতিশীল থাকবে।’
এর আগে গত আগস্টের প্রথম দিকে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান। এরপর থেকে তিনি ভারতেই বসবাস করছেন। তবে ভারতে তাঁর অবস্থানের বিষয়টি দেশটির সরকার ও বাংলাদেশে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের মধ্যে একটি বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বলেছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করতে হবে এবং জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে কীভাবে দেশ পরিচালিত হবে। তিনি বলেন, বাংলাদেশ যখন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে, তখন শেখ হাসিনার উচিত হবে ভারতেই অবস্থান করা।
ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্ট পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে রনিল বিক্রমাসিংহে এ কথা বলেন। তাঁর কাছে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘যতটুকু জানি, শেখ হাসিনা এ বিষয়ে উদ্বিগ্ন। তবে অনেক নেতা তাঁদের দেশ ছেড়ে বিদেশে থাকছেন। যদি তিনি দেশের বাইরে থাকতে চান, তবে তাঁকে দেশের বাইরে থাকতে দিন। আমরা সবাই চাই যে, বাংলাদেশ স্থিতিশীলতা অর্জনের দিকে মনোনিবেশ করুক।’
প্রতিবেশী দেশগুলোর জনগণের মধ্যে ভারতবিরোধী মনোভাব বৃদ্ধির পরিপ্রেক্ষিতে অস্থিরতার এই সময় কাটিয়ে ওঠার জন্য নয়াদিল্লি ও ঢাকাকে পরামর্শ দিয়ে বিক্রমাসিংহে বলেন, উভয় পক্ষকে বাংলাদেশে স্থিতিশীলতা ও স্বাভাবিকতা ফিরিয়ে আনার বিষয়টি অগ্রাধিকার দেওয়া উচিত।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেন, ‘প্রথমে বাংলাদেশে স্থিতিশীলতা আনতে হবে, জনগণকে আস্থায় আনতে হবে। তবে শেখ হাসিনার বিষয়টি রাজনৈতিক বিষয়, সেভাবেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। অনেক নেতা দেশ ছেড়ে বিদেশে চলে যান, এরপর তারা বিদেশে থাকেন। আমি যে বিষয়টিকে অগ্রাধিকার দেব তা হলো, এ বিষয়টি নিশ্চিত করা যে, বাংলাদেশ স্থিতিশীল থাকবে।’
এর আগে গত আগস্টের প্রথম দিকে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান। এরপর থেকে তিনি ভারতেই বসবাস করছেন। তবে ভারতে তাঁর অবস্থানের বিষয়টি দেশটির সরকার ও বাংলাদেশে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের মধ্যে একটি বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
২৭ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৩১ মিনিট আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৩ ঘণ্টা আগে