
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বলেছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করতে হবে এবং জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে কীভাবে দেশ পরিচালিত হবে। তিনি বলেন, বাংলাদেশ যখন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে, তখন শেখ হাসিনার উচিত হবে ভারতেই অবস্থান করা।
ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্ট পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে রনিল বিক্রমাসিংহে এ কথা বলেন। তাঁর কাছে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘যতটুকু জানি, শেখ হাসিনা এ বিষয়ে উদ্বিগ্ন। তবে অনেক নেতা তাঁদের দেশ ছেড়ে বিদেশে থাকছেন। যদি তিনি দেশের বাইরে থাকতে চান, তবে তাঁকে দেশের বাইরে থাকতে দিন। আমরা সবাই চাই যে, বাংলাদেশ স্থিতিশীলতা অর্জনের দিকে মনোনিবেশ করুক।’
প্রতিবেশী দেশগুলোর জনগণের মধ্যে ভারতবিরোধী মনোভাব বৃদ্ধির পরিপ্রেক্ষিতে অস্থিরতার এই সময় কাটিয়ে ওঠার জন্য নয়াদিল্লি ও ঢাকাকে পরামর্শ দিয়ে বিক্রমাসিংহে বলেন, উভয় পক্ষকে বাংলাদেশে স্থিতিশীলতা ও স্বাভাবিকতা ফিরিয়ে আনার বিষয়টি অগ্রাধিকার দেওয়া উচিত।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেন, ‘প্রথমে বাংলাদেশে স্থিতিশীলতা আনতে হবে, জনগণকে আস্থায় আনতে হবে। তবে শেখ হাসিনার বিষয়টি রাজনৈতিক বিষয়, সেভাবেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। অনেক নেতা দেশ ছেড়ে বিদেশে চলে যান, এরপর তারা বিদেশে থাকেন। আমি যে বিষয়টিকে অগ্রাধিকার দেব তা হলো, এ বিষয়টি নিশ্চিত করা যে, বাংলাদেশ স্থিতিশীল থাকবে।’
এর আগে গত আগস্টের প্রথম দিকে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান। এরপর থেকে তিনি ভারতেই বসবাস করছেন। তবে ভারতে তাঁর অবস্থানের বিষয়টি দেশটির সরকার ও বাংলাদেশে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের মধ্যে একটি বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বলেছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করতে হবে এবং জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে কীভাবে দেশ পরিচালিত হবে। তিনি বলেন, বাংলাদেশ যখন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে, তখন শেখ হাসিনার উচিত হবে ভারতেই অবস্থান করা।
ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্ট পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে রনিল বিক্রমাসিংহে এ কথা বলেন। তাঁর কাছে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘যতটুকু জানি, শেখ হাসিনা এ বিষয়ে উদ্বিগ্ন। তবে অনেক নেতা তাঁদের দেশ ছেড়ে বিদেশে থাকছেন। যদি তিনি দেশের বাইরে থাকতে চান, তবে তাঁকে দেশের বাইরে থাকতে দিন। আমরা সবাই চাই যে, বাংলাদেশ স্থিতিশীলতা অর্জনের দিকে মনোনিবেশ করুক।’
প্রতিবেশী দেশগুলোর জনগণের মধ্যে ভারতবিরোধী মনোভাব বৃদ্ধির পরিপ্রেক্ষিতে অস্থিরতার এই সময় কাটিয়ে ওঠার জন্য নয়াদিল্লি ও ঢাকাকে পরামর্শ দিয়ে বিক্রমাসিংহে বলেন, উভয় পক্ষকে বাংলাদেশে স্থিতিশীলতা ও স্বাভাবিকতা ফিরিয়ে আনার বিষয়টি অগ্রাধিকার দেওয়া উচিত।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেন, ‘প্রথমে বাংলাদেশে স্থিতিশীলতা আনতে হবে, জনগণকে আস্থায় আনতে হবে। তবে শেখ হাসিনার বিষয়টি রাজনৈতিক বিষয়, সেভাবেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। অনেক নেতা দেশ ছেড়ে বিদেশে চলে যান, এরপর তারা বিদেশে থাকেন। আমি যে বিষয়টিকে অগ্রাধিকার দেব তা হলো, এ বিষয়টি নিশ্চিত করা যে, বাংলাদেশ স্থিতিশীল থাকবে।’
এর আগে গত আগস্টের প্রথম দিকে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান। এরপর থেকে তিনি ভারতেই বসবাস করছেন। তবে ভারতে তাঁর অবস্থানের বিষয়টি দেশটির সরকার ও বাংলাদেশে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের মধ্যে একটি বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।

যুদ্ধ পরবর্তী গাজার শাসনব্যবস্থা ও পুনর্গঠন তদারকির পাশাপাশি বৈশ্বিক সংঘাত নিরসনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস বা শান্তি পরিষদে’ যোগ দেওয়ার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
২ মিনিট আগে
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সুরক্ষিত এলাকায় চীনা মালিকানাধীন একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে ১ চীনা নাগরিক ও ছয় আফগান নিহত হয়েছেন। এই ঘটনায় এক শিশুসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
২৪ মিনিট আগে
গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
৯ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
৯ ঘণ্টা আগে