
করোনা সংক্রমণ ঠেকাতে দুই সপ্তাহের জন্য জাপানে অবস্থানরত মার্কিন সেনাদের চলাফেরা সীমিত করেছে জাপান। আজ সোমবার থেকে মার্কিন সেনারা জরুরি কাজ ছাড়া তাদের ক্যাম্পের বাইরে যেতে পারবেন না। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের ওকিনাওয়াসহ তিনটি অঞ্চলে এই বিধিনিষেধ দেওয়া হয়েছে। এই তিনটি অঞ্চল এবং এর আশপাশেই মার্কিন সৈন্যদের ক্যাম্প বেশি রয়েছে। জাপানি নাগরিকদের ধারণা, তারা মার্কিন সৈন্যদের সংস্পর্শে এসে করোনায় আক্রান্ত হচ্ছেন। এর ফলে জাপানে করোনা সংক্রমণের হার বাড়ছে।
গতকাল রোববার জাপান সরকার এবং জাপানে অবস্থানরত মার্কিন সৈন্যদের এক যৌথ বিবৃতিতে বলা হয়, মার্কিন সৈন্যরা মিলিটারি সুবিধার বাইরে এবং জরুরি কোনো কাজ ছাড়া তাদের চলাচল সীমিত থাকবে। এ ছাড়া তারা যখন বাইরে বের হবেন অবশ্যই তাদের মাস্ক পরতে হবে।
এর আগে গত শুক্রবার জাপানের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী মার্কিন সেনাদের জন্য কঠোর কোভিড মহামারি বিধি বাস্তবায়নের জন্য তাদের সতর্ক করেছিলেন।
গত বছর ডিসেম্বরের মাঝামাঝি মার্কিন সৈন্য বাহিনীর এক প্রতিবেদনে দেখা যায়, জাপানের দক্ষিণাঞ্চলের ওকিনাওয়া প্রদেশে তাদের সৈন্যদের মধ্যে করোনা সংক্রমণ বেড়ে যায়। এরপরই ওই এলাকার স্থানীয়দের মাঝেও করোনা আক্রান্তের হার বাড়তে থাকে।
জাপান এরই মধ্যে করোনা সংক্রমণের বিস্তার ঠেকাতে সীমান্তে কঠোর কড়াকড়ি আরোপ করেছে। এ ছাড়া কোয়ারেন্টিন এবং বিদেশ থেকে আগতদের করোনা পরীক্ষা করছে।
তবে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি বলেছেন, যারা মার্কিন সৈন্যদের সেবায় নিয়োজিত এই বিধিনিষেধ তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
ওকিনাওয়ার স্থানীয় প্রশাসন বলছে, গত ১৫ ডিসেম্বর থেকে চলতি বছরের ৫ জানুয়ারি পর্যন্ত ৯৯৮ জন মার্কিন সৈন্য করোনায় আক্রান্ত হয়েছে।

করোনা সংক্রমণ ঠেকাতে দুই সপ্তাহের জন্য জাপানে অবস্থানরত মার্কিন সেনাদের চলাফেরা সীমিত করেছে জাপান। আজ সোমবার থেকে মার্কিন সেনারা জরুরি কাজ ছাড়া তাদের ক্যাম্পের বাইরে যেতে পারবেন না। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের ওকিনাওয়াসহ তিনটি অঞ্চলে এই বিধিনিষেধ দেওয়া হয়েছে। এই তিনটি অঞ্চল এবং এর আশপাশেই মার্কিন সৈন্যদের ক্যাম্প বেশি রয়েছে। জাপানি নাগরিকদের ধারণা, তারা মার্কিন সৈন্যদের সংস্পর্শে এসে করোনায় আক্রান্ত হচ্ছেন। এর ফলে জাপানে করোনা সংক্রমণের হার বাড়ছে।
গতকাল রোববার জাপান সরকার এবং জাপানে অবস্থানরত মার্কিন সৈন্যদের এক যৌথ বিবৃতিতে বলা হয়, মার্কিন সৈন্যরা মিলিটারি সুবিধার বাইরে এবং জরুরি কোনো কাজ ছাড়া তাদের চলাচল সীমিত থাকবে। এ ছাড়া তারা যখন বাইরে বের হবেন অবশ্যই তাদের মাস্ক পরতে হবে।
এর আগে গত শুক্রবার জাপানের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী মার্কিন সেনাদের জন্য কঠোর কোভিড মহামারি বিধি বাস্তবায়নের জন্য তাদের সতর্ক করেছিলেন।
গত বছর ডিসেম্বরের মাঝামাঝি মার্কিন সৈন্য বাহিনীর এক প্রতিবেদনে দেখা যায়, জাপানের দক্ষিণাঞ্চলের ওকিনাওয়া প্রদেশে তাদের সৈন্যদের মধ্যে করোনা সংক্রমণ বেড়ে যায়। এরপরই ওই এলাকার স্থানীয়দের মাঝেও করোনা আক্রান্তের হার বাড়তে থাকে।
জাপান এরই মধ্যে করোনা সংক্রমণের বিস্তার ঠেকাতে সীমান্তে কঠোর কড়াকড়ি আরোপ করেছে। এ ছাড়া কোয়ারেন্টিন এবং বিদেশ থেকে আগতদের করোনা পরীক্ষা করছে।
তবে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি বলেছেন, যারা মার্কিন সৈন্যদের সেবায় নিয়োজিত এই বিধিনিষেধ তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
ওকিনাওয়ার স্থানীয় প্রশাসন বলছে, গত ১৫ ডিসেম্বর থেকে চলতি বছরের ৫ জানুয়ারি পর্যন্ত ৯৯৮ জন মার্কিন সৈন্য করোনায় আক্রান্ত হয়েছে।

সিরীয় সরকার এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির অধীনে এসডিএফ তাদের বাহিনীকে ইউফ্রেটিস বা ফোরাত নদীর পশ্চিম তীরবর্তী এলাকাগুলো থেকে প্রত্যাহার করে নেবে। গতকাল রোববার এই চুক্তি হয়।
১ ঘণ্টা আগে
স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত এবং ৩০ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।
১ ঘণ্টা আগে
মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
রয়টার্স নয়াদিল্লির একটি জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
১০ ঘণ্টা আগে