
রাশিয়ার ভূখণ্ডসংলগ্ন মার্কিন অঙ্গরাজ্য আলাস্কার খুব কাছাকাছি আন্তর্জাতিক আকাশসীমায় টহল দিচ্ছিল চীন ও রাশিয়ার দুটি করে বোমারু বিমান। পরে কানাডা ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী চীনা ও রুশ বিমানগুলোকে বাধা দেয়। চলতি সপ্তাহে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইতিহাসে এই প্রথমবারের মতো জানা গেল যে, উত্তর আটলান্টিকে যুক্তরাষ্ট্রের খুব কাছে কোনো রুশ ও চীন বোমারু বিমান যৌথভাবে টহল দিয়েছে। বিশ্লেষকেরা বলছেন, বিষয়টি নিঃসন্দেহে মার্কিন সমর কর্মকর্তাদের মাথায় বাড়তি দুশ্চিন্তার জোগান দিয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, গত সপ্তাহের বুধবার যুক্তরাষ্ট্র ও কানাডার বেশ কয়েকটি যুদ্ধবিমান রাশিয়ার দুটি টুপোলভ টিইউ-৯৫ কৌশলগত বোমারু বিমান ও চীনের দুটি এইচ-৬ বোমারু বিমানকে আন্তর্জাতিক আকাশসীমায় শনাক্ত করে এবং মার্কিন আকাশসীমার দিকে যেতে বাধা দেয়।
দ্য নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড জানিয়েছে, এই চার যুদ্ধবিমান বা বোমারু বিমান যুক্তরাষ্ট্র বা কানাডার সার্বভৌম আকাশসীমায় প্রবেশ করেনি। এমনকি বিমানগুলো কোনো হুমকিও তৈরি করেনি। পরে গত বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক সংবাদ সম্মেলনে বিষয়টি কোনো ‘চমক’ ছিল বলেও জানান। তিনি বলেন, চীন-রাশিয়া অনেক দিন ধরেই এমন কার্যক্রমের পরিকল্পনা করে আসছে।
এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই যৌথ মহড়া পাঁচ ঘণ্টারও বেশি সময় চলেছে কিন্তু যুক্তরাষ্ট্র ও কানাডার বাধার মুখে তা দ্রুত শেষ করা হয়। তাঁরা আরও বলেছে, এটি এমন একটি মহড়া, যেখানে দেশ (রাশিয়া) নিজের সক্ষমতা যাচাইয়ের জন্য অন্য একটি দেশের যুদ্ধবিমানের পাশাপাশি নিজেদের বিমানও উড়িয়েছে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আলাস্কায় কার্যকর এয়ার ডিফেন্স আইডেনটিফিকেশন জোন (এডিআইজেড) প্রথম এই কৌশলগত বোমারু বিমানগুলোকে শনাক্ত করে। যখন শনাক্ত করা হয় তখন চীন ও রাশিয়ার বোমারু বিমানগুলো আলাস্কা উপকূল থেকে ৩২০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

রাশিয়ার ভূখণ্ডসংলগ্ন মার্কিন অঙ্গরাজ্য আলাস্কার খুব কাছাকাছি আন্তর্জাতিক আকাশসীমায় টহল দিচ্ছিল চীন ও রাশিয়ার দুটি করে বোমারু বিমান। পরে কানাডা ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী চীনা ও রুশ বিমানগুলোকে বাধা দেয়। চলতি সপ্তাহে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইতিহাসে এই প্রথমবারের মতো জানা গেল যে, উত্তর আটলান্টিকে যুক্তরাষ্ট্রের খুব কাছে কোনো রুশ ও চীন বোমারু বিমান যৌথভাবে টহল দিয়েছে। বিশ্লেষকেরা বলছেন, বিষয়টি নিঃসন্দেহে মার্কিন সমর কর্মকর্তাদের মাথায় বাড়তি দুশ্চিন্তার জোগান দিয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, গত সপ্তাহের বুধবার যুক্তরাষ্ট্র ও কানাডার বেশ কয়েকটি যুদ্ধবিমান রাশিয়ার দুটি টুপোলভ টিইউ-৯৫ কৌশলগত বোমারু বিমান ও চীনের দুটি এইচ-৬ বোমারু বিমানকে আন্তর্জাতিক আকাশসীমায় শনাক্ত করে এবং মার্কিন আকাশসীমার দিকে যেতে বাধা দেয়।
দ্য নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড জানিয়েছে, এই চার যুদ্ধবিমান বা বোমারু বিমান যুক্তরাষ্ট্র বা কানাডার সার্বভৌম আকাশসীমায় প্রবেশ করেনি। এমনকি বিমানগুলো কোনো হুমকিও তৈরি করেনি। পরে গত বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক সংবাদ সম্মেলনে বিষয়টি কোনো ‘চমক’ ছিল বলেও জানান। তিনি বলেন, চীন-রাশিয়া অনেক দিন ধরেই এমন কার্যক্রমের পরিকল্পনা করে আসছে।
এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই যৌথ মহড়া পাঁচ ঘণ্টারও বেশি সময় চলেছে কিন্তু যুক্তরাষ্ট্র ও কানাডার বাধার মুখে তা দ্রুত শেষ করা হয়। তাঁরা আরও বলেছে, এটি এমন একটি মহড়া, যেখানে দেশ (রাশিয়া) নিজের সক্ষমতা যাচাইয়ের জন্য অন্য একটি দেশের যুদ্ধবিমানের পাশাপাশি নিজেদের বিমানও উড়িয়েছে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আলাস্কায় কার্যকর এয়ার ডিফেন্স আইডেনটিফিকেশন জোন (এডিআইজেড) প্রথম এই কৌশলগত বোমারু বিমানগুলোকে শনাক্ত করে। যখন শনাক্ত করা হয় তখন চীন ও রাশিয়ার বোমারু বিমানগুলো আলাস্কা উপকূল থেকে ৩২০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৪ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৫ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৬ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৮ ঘণ্টা আগে