
পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান রাওয়ালপিন্ডিতে বিশাল সমাবেশে বক্তব্য দিয়েছেন। তিন সপ্তাহ আগে গুলিবিদ্ধ ও আহত হওয়ার পর এটা তাঁর প্রথম জনসমক্ষে ভাষণ। বিবিসি ও দ্য ডনের খবরে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, কয়েক ঘণ্টা বিলম্বের পরে খান অনুষ্ঠানে যোগদান করলে সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েন। ইমরান খান তাঁর সমর্থকদের মৃত্যুকে ভয় না পেয়ে বেঁচে থাকার আহ্বান জানিয়েছেন।
ইমরান খান বলেন, ‘ভয় পুরো জাতিকে দাসে পরিণত করে।’
পাকিস্তানের বর্তমান সমস্যা সম্পত্তির অভাবে নয়, বরং আইনের শাসন নেই বলেই এমন অবস্থা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ইমরান ।
শরিফ ও জারদারি পরিবারের সমালোচনা করে ইমরান বলেছেন, ‘জাতীয় স্বার্থ বাদ দিয়ে তারা নিজেদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে বিভিন্ন সিদ্ধান্ত ও নিয়োগ দিচ্ছে।’
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর প্রধানমন্ত্রিত্বের সময় দুর্নীতি মোকাবিলায় ব্যর্থতার কথা স্বীকার করে নিয়ে বলেছেন, ‘তিনি শক্তিশালীদের আইনের আওতায় আনতে ব্যর্থ হয়েছেন।’
ইমরান খান দুঃখ প্রকাশ করে বলেন, ‘জাতীয় জবাবদিহি ব্যুরো ও অন্যান্য সংস্থা সত্যিই আমার নিয়ন্ত্রণে ছিল না। বরং অন্য কোথাও থেকে তারা আদেশ পেত।’
আগাম নির্বাচনের দাবিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে ফের লংমার্চ শুরু করেছে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ। ফের হামলার হুমকি থাকা সত্ত্বেও এতে যোগ দিয়েছেন তিনি।
সম্প্রতি আগাম নির্বাচনের দাবিতে রাজধানী ইসলামাবাদের উদ্দেশে লংমার্চ শুরু করে পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফ। লংমার্চ চলাকালে দলটির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হন। এরপর এই পদক্ষেপ স্থগিত থাকলেও আবারও শুরু হয়েছে।
সমাবেশে উপস্থিত এক নারী বিবিসিকে বলেন, ‘আজ খান পাকিস্তানের জনগণের জন্য সমাবেশ করেছেন, তার নিজের জন্য নয়। আমি এখানে একজন নেতার জন্য এসেছি, যিনি আমাদের সমর্থন করেছেন।’
এর আগে পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যাওয়ার পর চলতি বছরের শুরুতে পদ থেকে সরিয়ে দেওয়া হয় সাবেক এই ক্রিকেট তারকাকে। পরে তাঁকে সরকারি পদে অযোগ্য ঘোষণা করা হয়।

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান রাওয়ালপিন্ডিতে বিশাল সমাবেশে বক্তব্য দিয়েছেন। তিন সপ্তাহ আগে গুলিবিদ্ধ ও আহত হওয়ার পর এটা তাঁর প্রথম জনসমক্ষে ভাষণ। বিবিসি ও দ্য ডনের খবরে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, কয়েক ঘণ্টা বিলম্বের পরে খান অনুষ্ঠানে যোগদান করলে সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েন। ইমরান খান তাঁর সমর্থকদের মৃত্যুকে ভয় না পেয়ে বেঁচে থাকার আহ্বান জানিয়েছেন।
ইমরান খান বলেন, ‘ভয় পুরো জাতিকে দাসে পরিণত করে।’
পাকিস্তানের বর্তমান সমস্যা সম্পত্তির অভাবে নয়, বরং আইনের শাসন নেই বলেই এমন অবস্থা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ইমরান ।
শরিফ ও জারদারি পরিবারের সমালোচনা করে ইমরান বলেছেন, ‘জাতীয় স্বার্থ বাদ দিয়ে তারা নিজেদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে বিভিন্ন সিদ্ধান্ত ও নিয়োগ দিচ্ছে।’
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর প্রধানমন্ত্রিত্বের সময় দুর্নীতি মোকাবিলায় ব্যর্থতার কথা স্বীকার করে নিয়ে বলেছেন, ‘তিনি শক্তিশালীদের আইনের আওতায় আনতে ব্যর্থ হয়েছেন।’
ইমরান খান দুঃখ প্রকাশ করে বলেন, ‘জাতীয় জবাবদিহি ব্যুরো ও অন্যান্য সংস্থা সত্যিই আমার নিয়ন্ত্রণে ছিল না। বরং অন্য কোথাও থেকে তারা আদেশ পেত।’
আগাম নির্বাচনের দাবিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে ফের লংমার্চ শুরু করেছে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ। ফের হামলার হুমকি থাকা সত্ত্বেও এতে যোগ দিয়েছেন তিনি।
সম্প্রতি আগাম নির্বাচনের দাবিতে রাজধানী ইসলামাবাদের উদ্দেশে লংমার্চ শুরু করে পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফ। লংমার্চ চলাকালে দলটির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হন। এরপর এই পদক্ষেপ স্থগিত থাকলেও আবারও শুরু হয়েছে।
সমাবেশে উপস্থিত এক নারী বিবিসিকে বলেন, ‘আজ খান পাকিস্তানের জনগণের জন্য সমাবেশ করেছেন, তার নিজের জন্য নয়। আমি এখানে একজন নেতার জন্য এসেছি, যিনি আমাদের সমর্থন করেছেন।’
এর আগে পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যাওয়ার পর চলতি বছরের শুরুতে পদ থেকে সরিয়ে দেওয়া হয় সাবেক এই ক্রিকেট তারকাকে। পরে তাঁকে সরকারি পদে অযোগ্য ঘোষণা করা হয়।

ভারতের কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কয়েকটি পরিত্যক্ত এয়ারস্ট্রিপ পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিয়েছে। সূত্র জানিয়েছে, বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
১০ মিনিট আগে
হাসান আলী প্রশ্ন করেন—কেন তাঁর বাবাকে দুই দেশের মধ্যে এভাবে ছোড়াছুড়ি করা হচ্ছে। তিনি বলেন, ‘আমার দেশ আমার বাবাকে বাংলাদেশি বলে ঘোষণা করেছে। কিন্তু বাংলাদেশ তাঁকে দুইবার ফেরত পাঠিয়েছে। তাহলে আমাদের দেশ কোনটা? আমাদের দেশ আছে কি?’
২ ঘণ্টা আগে
লোহিত সাগর অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করেছে সোমালিয়া সরকার। গতকাল সোমবার মোগাদিসু সরকার এই ঘোষণা দিয়ে পারস্য উপসাগরীয় দেশটিকে তাদের সামরিক ঘাঁটি ও প্রধান বন্দর অবকাঠামো থেকে বহিষ্কার করেছে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানে সামরিক হামলার হুমকি দেওয়া অব্যাহত রেখেছে। দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের মুখে ইরানি সরকার যখন ক্রমবর্ধমান চাপের মুখে, তখন প্রশাসন জানিয়েছে যে সম্ভাব্য বিভিন্ন বিকল্পের মধ্যে ‘বিমান হামলা’ অন্যতম।
৩ ঘণ্টা আগে