
তালেবানের সঙ্গে সংঘাতের জন্য প্রস্তুত বলে আফগানিস্তানের সাবেক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। তবে আলোচনার পথও খোঁজা হচ্ছে বলে জানিয়েছে সাবেক আফগান সরকারের মুখপাত্র আলী মাইসাম নাজারি। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটি জানিয়েছেন।
তালেবান কাবুল দখলের পর থেকেই সেখানকার হাজার হাজার বাসিন্দা পাঞ্জশিরে গিয়ে আশ্রয় নিয়েছেন। সেখানেই তালেবানের সঙ্গে যুদ্ধ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নাজারি।
বার্তা সংস্থা এএফপিও পাঞ্জশির থেকে কিছু ছবি তুলেছে। যেখানে যোদ্ধাদের প্রশিক্ষণ নিতে দেখা গেছে।
তালেবানের কাবুল দখলের মধ্যে দেশত্যাগ করা ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ এবং প্রখ্যাত এক তালেবানবিরোধী যোদ্ধার ছেলে আহমাদ মাসউদের নেতৃত্বে পাঞ্জশিরে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে তালেবান বিরোধী দ্য ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের পররাষ্ট্র বিভাগের প্রধান নাজারাই জানান, তাদের পক্ষ থেকে যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যদি তালেবান আলোচনায় না বসে তাহলে তাঁদেরকে সারা দেশ থেকে রুখে দেওয়া হবে।
সম্প্রতি আফগানিস্তানের তিনটি জেলা থেকে তালেবান হটিয়ে দিয়েছে সাবেক সরকারের সমর্থকেরা। তাঁরা সঙ্গে দ্য ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের প্রধান আহমাদ মাসুদের সঙ্গে যোগাযোগ রাখছে।
এ নিয়ে নাজারি বলেন, মাসুদ এই ধরনের আদেশ দেয়নি কিন্তু তাঁরা আমাদের সঙ্গে আছে। বেশির ভাগ লোকই তালেবান পছন্দ করে না। তাঁদের ক্ষমতা সীমিত।
দ্য ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের পররাষ্ট্র বিভাগের প্রধান বলেন, সালেহ এখন পাঞ্জশিরে রয়েছে। সে দেশ ছেড়ে পালায়নি। সালেহ পাকিস্তান এবং তালেবানবিরোধী।
নাজারি জানান, এখন তাদের লক্ষ্যই হচ্ছে পাঞ্জশির এবং এর জনগণকে রক্ষা করা।

তালেবানের সঙ্গে সংঘাতের জন্য প্রস্তুত বলে আফগানিস্তানের সাবেক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। তবে আলোচনার পথও খোঁজা হচ্ছে বলে জানিয়েছে সাবেক আফগান সরকারের মুখপাত্র আলী মাইসাম নাজারি। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটি জানিয়েছেন।
তালেবান কাবুল দখলের পর থেকেই সেখানকার হাজার হাজার বাসিন্দা পাঞ্জশিরে গিয়ে আশ্রয় নিয়েছেন। সেখানেই তালেবানের সঙ্গে যুদ্ধ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নাজারি।
বার্তা সংস্থা এএফপিও পাঞ্জশির থেকে কিছু ছবি তুলেছে। যেখানে যোদ্ধাদের প্রশিক্ষণ নিতে দেখা গেছে।
তালেবানের কাবুল দখলের মধ্যে দেশত্যাগ করা ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ এবং প্রখ্যাত এক তালেবানবিরোধী যোদ্ধার ছেলে আহমাদ মাসউদের নেতৃত্বে পাঞ্জশিরে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে তালেবান বিরোধী দ্য ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের পররাষ্ট্র বিভাগের প্রধান নাজারাই জানান, তাদের পক্ষ থেকে যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যদি তালেবান আলোচনায় না বসে তাহলে তাঁদেরকে সারা দেশ থেকে রুখে দেওয়া হবে।
সম্প্রতি আফগানিস্তানের তিনটি জেলা থেকে তালেবান হটিয়ে দিয়েছে সাবেক সরকারের সমর্থকেরা। তাঁরা সঙ্গে দ্য ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের প্রধান আহমাদ মাসুদের সঙ্গে যোগাযোগ রাখছে।
এ নিয়ে নাজারি বলেন, মাসুদ এই ধরনের আদেশ দেয়নি কিন্তু তাঁরা আমাদের সঙ্গে আছে। বেশির ভাগ লোকই তালেবান পছন্দ করে না। তাঁদের ক্ষমতা সীমিত।
দ্য ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের পররাষ্ট্র বিভাগের প্রধান বলেন, সালেহ এখন পাঞ্জশিরে রয়েছে। সে দেশ ছেড়ে পালায়নি। সালেহ পাকিস্তান এবং তালেবানবিরোধী।
নাজারি জানান, এখন তাদের লক্ষ্যই হচ্ছে পাঞ্জশির এবং এর জনগণকে রক্ষা করা।

ইন্দোনেশিয়ার উদ্ধারকারীরা নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন। ধারণা করা হচ্ছে, মেঘাচ্ছন্ন আবহাওয়ায় সুলাওয়েসি দ্বীপের পাহাড়ি অঞ্চলে পৌঁছানোর সময় বিমানটি বিধ্বস্ত হয়। ওই বিমানে ১১ জন আরোহী ছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দিতে ইচ্ছুক দেশগুলোর কাছে ১ বিলিয়ন ডলার অর্থ জোগানোর শর্ত দিচ্ছেন। এই অর্থের নিয়ন্ত্রণ থাকবে ট্রাম্পের হাতেই। এমনটি জানা গেছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলের চালানো গণহত্যামূলক যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে ট্রাম্প প্রথম এই বোর্ডের কথা প্রকাশ করেন। সে সময় তিনি বলেছিলেন, এই সংস্থাটি গাজায় ‘শাসনব্যবস্থা গড়ে তোলা, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ, বৃহৎ তহবিল সংগ্রহ এবং মূলধন ব্যবস্থাপনা’ তদারকি করবে।
৩ ঘণ্টা আগে
গাজায় প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য গঠিত নতুন ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি শান্তি, অর্থনৈতিক উন্নয়ন এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। এমনটি বলা হয়েছে কমিটির শীর্ষ কর্মকর্তা ড. আলী শাথ প্রকাশিত এক মিশন স্টেটমেন্টে।
৫ ঘণ্টা আগে