আজকের পত্রিকা ডেস্ক

ইন্দোনেশিয়ার মাউন্ট লিওটোবি লাকি লাকি আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। ১৮ কিলোমিটার উচ্চতায় উঠে গেছে ছাই ও ধোঁয়ার কুণ্ডলী। গতকাল সোমবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে শুরু হয় লাভার উদ্গিরণ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, গত নভেম্বরের পর এবারই সবচেয়ে শক্তিশালী অগ্ন্যুৎপাত হচ্ছে লাকি লাকিতে। বিস্তীর্ণ এলাকা ছেয়ে গেছে কালো ধোঁয়ায়। পর্বতের চারদিকে ৭ কিলোমিটার পর্যন্ত এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। নিরাপত্তার কারণে বালির অন্তত ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে অঞ্চলটির অন্তত ৪ হাজার বাসিন্দাকে।
ভূতত্ত্ববিদ মুহাম্মাদ ওয়াফিদ ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘লাকি লাকিতে যে আকারের উদ্গিরণ শুরু হয়েছে তা খুবই বিপজ্জনক; বিশেষ করে বিমান চলাচলের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।’
এদিকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। লাভার উদ্গিরণ এত বেশি পরিমাণে হচ্ছে যে এর মধ্যে বৃষ্টি হলে ‘লাহার বন্যা’ তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। লাহার বন্যার অর্থ হচ্ছে আগ্নেয়গিরি থেকে উদ্গীরিত লাভা, ছাই, কাদা আর ধ্বংসাবশেষের ঢল।
স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবারও বিস্ফোরিত হয় লাকি লাকির জ্বালামুখ। সে সময় ১৩ কিলোমিটার পর্যন্ত ছড়ায় ছাই ও ধোঁয়ার কুণ্ডলী। এরপর আজ মঙ্গলবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে আবারও লাভার উদ্গিরণ হয়েছে বলে জানা গেছে। তবে আজকের উদ্গিরণ তুলনামূলকভাবে কম শক্তিশালী ছিল।
স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্যমতে, এখন পর্যন্ত ৪ হাজারের বেশি মানুষকে বিপৎসংকুল এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে যারা এখনো এলাকায় রয়ে গেছে, তারা খাবার, পানি ও মাস্কের সংকটে ভুগছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
উল্লেখ্য, ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত, যেখানে ভূত্বকের টেকটোনিক প্লেটগুলোর সংঘর্ষে ঘন ঘন ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত ঘটে। লাকি লাকি আগ্নেয়গিরিতে এ বছর একাধিকবার অগ্ন্যুৎপাত হয়েছে, যদিও এবার এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে গত বছরের নভেম্বরের অগ্ন্যুৎপাতে অন্তত ১০ জন প্রাণ হারিয়েছিল।

ইন্দোনেশিয়ার মাউন্ট লিওটোবি লাকি লাকি আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। ১৮ কিলোমিটার উচ্চতায় উঠে গেছে ছাই ও ধোঁয়ার কুণ্ডলী। গতকাল সোমবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে শুরু হয় লাভার উদ্গিরণ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, গত নভেম্বরের পর এবারই সবচেয়ে শক্তিশালী অগ্ন্যুৎপাত হচ্ছে লাকি লাকিতে। বিস্তীর্ণ এলাকা ছেয়ে গেছে কালো ধোঁয়ায়। পর্বতের চারদিকে ৭ কিলোমিটার পর্যন্ত এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। নিরাপত্তার কারণে বালির অন্তত ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে অঞ্চলটির অন্তত ৪ হাজার বাসিন্দাকে।
ভূতত্ত্ববিদ মুহাম্মাদ ওয়াফিদ ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘লাকি লাকিতে যে আকারের উদ্গিরণ শুরু হয়েছে তা খুবই বিপজ্জনক; বিশেষ করে বিমান চলাচলের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।’
এদিকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। লাভার উদ্গিরণ এত বেশি পরিমাণে হচ্ছে যে এর মধ্যে বৃষ্টি হলে ‘লাহার বন্যা’ তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। লাহার বন্যার অর্থ হচ্ছে আগ্নেয়গিরি থেকে উদ্গীরিত লাভা, ছাই, কাদা আর ধ্বংসাবশেষের ঢল।
স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবারও বিস্ফোরিত হয় লাকি লাকির জ্বালামুখ। সে সময় ১৩ কিলোমিটার পর্যন্ত ছড়ায় ছাই ও ধোঁয়ার কুণ্ডলী। এরপর আজ মঙ্গলবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে আবারও লাভার উদ্গিরণ হয়েছে বলে জানা গেছে। তবে আজকের উদ্গিরণ তুলনামূলকভাবে কম শক্তিশালী ছিল।
স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্যমতে, এখন পর্যন্ত ৪ হাজারের বেশি মানুষকে বিপৎসংকুল এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে যারা এখনো এলাকায় রয়ে গেছে, তারা খাবার, পানি ও মাস্কের সংকটে ভুগছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
উল্লেখ্য, ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত, যেখানে ভূত্বকের টেকটোনিক প্লেটগুলোর সংঘর্ষে ঘন ঘন ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত ঘটে। লাকি লাকি আগ্নেয়গিরিতে এ বছর একাধিকবার অগ্ন্যুৎপাত হয়েছে, যদিও এবার এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে গত বছরের নভেম্বরের অগ্ন্যুৎপাতে অন্তত ১০ জন প্রাণ হারিয়েছিল।

গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
৩ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
৫ ঘণ্টা আগে
দীর্ঘ ২৫ বছরের আলোচনার পর অবশেষে আলোর মুখ দেখল ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসুরের মুক্ত বাণিজ্য চুক্তি। গতকাল শনিবার প্যারাগুয়েতে আয়োজিত এক অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং মার্কোসুরভুক্ত দেশগুলোর (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও উরুগুয়ে)
৬ ঘণ্টা আগে
পাকিস্তানের করাচি শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা এম এ জিন্নাহ রোডের গুল প্লাজা শপিং মলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে শুরু হওয়া এই আগুন আজ রোববার দুপুরে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
৭ ঘণ্টা আগে