
গত ২৫ জুন শেষবার জনসমক্ষে দেখা গিয়েছিল চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে। সেদিন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরির সঙ্গে বেইজিংয়ে বৈঠক করার পর থেকেই ধরাছোঁয়ার বাইরে ছিলেন তিনি। তাঁর এমন অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল পশ্চিমাসহ বিভিন্ন গণমাধ্যম।
এক মাস পেরিয়ে যাওয়ার পর অবশেষে বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।
বিবিসি জানায়, কিন গ্যাংকে বরখাস্ত করে তাঁর জায়গায় বসানো হয়েছে আগের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-কে। কিন্তু দীর্ঘ সময় গণমাধ্যমের ধরাছোঁয়ার বাইরে থাকা এবং কেনইবা কিনকে বরখাস্ত করা হলো—তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।
বলা হচ্ছে, এক নারী সাংবাদিকের সঙ্গে প্রেমের জের ধরেই এমন পরিণতি বরণ করতে হয়েছে কিনকে। আরও ভয়ংকর বিষয় হলো—জল্পনা-কল্পনার কেন্দ্রে থাকা সেই নারী সাংবাদিক আমেরিকায় বসবাস করেন।
জানা গেছে, চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের খুব কাছের মানুষ ছিলেন কিন। তারপরও মঙ্গলবার একটি অধিবেশন করে তাঁকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঠিক কী কারণে তাঁকে বরখাস্ত করা হলো—সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। ধারণা করা হচ্ছে, গুরুতর কোনো অপরাধ করেছেন তিনি। এ ক্ষেত্রে মার্কিন নারী সাংবাদিকের সঙ্গে প্রেমের বিষয়টিই সবার ওপরে রয়েছে।
ভারতীয় একাধিক গণমাধ্যমে দাবি করা হয়েছে, কিন যখন থেকে লাপাত্তা ছিলেন একই সময়ে হংকংভিত্তিক একটি মার্কিন টেলিভিশনে কাজ করা এক নারী সাংবাদিকেরও খোঁজ মিলছিল না। সুন্দরী সেই সাংবাদিকের নাম ফু জিয়াওটিয়ান। বিবাহিত এবং এক সন্তানের জনক কিনের সঙ্গে ফু জিয়াওটিয়ানের প্রেমের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই চীনে গুঞ্জন চলছে।
আমেরিকান নাগরিক হলেও ফু জিয়াওটিয়ানের জন্ম চীনে। পড়াশোনা করেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে।
জানা গেছে, ৫৭ বছর বয়সী কিন গ্যাংয়ের চেয়ে ১৭ বছরের ছোট ফু জিয়াওটিয়ান। গত নভেম্বরে ফু জিয়াওটিয়ান এক পুত্রসন্তানের জন্ম দেন। তবে তাঁর বাবার নাম এখনো জানা যায়নি। ফু জিয়াওটিয়ান আমেরিকায় চীনের রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন অতীতে।

গত ২৫ জুন শেষবার জনসমক্ষে দেখা গিয়েছিল চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে। সেদিন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরির সঙ্গে বেইজিংয়ে বৈঠক করার পর থেকেই ধরাছোঁয়ার বাইরে ছিলেন তিনি। তাঁর এমন অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল পশ্চিমাসহ বিভিন্ন গণমাধ্যম।
এক মাস পেরিয়ে যাওয়ার পর অবশেষে বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।
বিবিসি জানায়, কিন গ্যাংকে বরখাস্ত করে তাঁর জায়গায় বসানো হয়েছে আগের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-কে। কিন্তু দীর্ঘ সময় গণমাধ্যমের ধরাছোঁয়ার বাইরে থাকা এবং কেনইবা কিনকে বরখাস্ত করা হলো—তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।
বলা হচ্ছে, এক নারী সাংবাদিকের সঙ্গে প্রেমের জের ধরেই এমন পরিণতি বরণ করতে হয়েছে কিনকে। আরও ভয়ংকর বিষয় হলো—জল্পনা-কল্পনার কেন্দ্রে থাকা সেই নারী সাংবাদিক আমেরিকায় বসবাস করেন।
জানা গেছে, চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের খুব কাছের মানুষ ছিলেন কিন। তারপরও মঙ্গলবার একটি অধিবেশন করে তাঁকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঠিক কী কারণে তাঁকে বরখাস্ত করা হলো—সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। ধারণা করা হচ্ছে, গুরুতর কোনো অপরাধ করেছেন তিনি। এ ক্ষেত্রে মার্কিন নারী সাংবাদিকের সঙ্গে প্রেমের বিষয়টিই সবার ওপরে রয়েছে।
ভারতীয় একাধিক গণমাধ্যমে দাবি করা হয়েছে, কিন যখন থেকে লাপাত্তা ছিলেন একই সময়ে হংকংভিত্তিক একটি মার্কিন টেলিভিশনে কাজ করা এক নারী সাংবাদিকেরও খোঁজ মিলছিল না। সুন্দরী সেই সাংবাদিকের নাম ফু জিয়াওটিয়ান। বিবাহিত এবং এক সন্তানের জনক কিনের সঙ্গে ফু জিয়াওটিয়ানের প্রেমের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই চীনে গুঞ্জন চলছে।
আমেরিকান নাগরিক হলেও ফু জিয়াওটিয়ানের জন্ম চীনে। পড়াশোনা করেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে।
জানা গেছে, ৫৭ বছর বয়সী কিন গ্যাংয়ের চেয়ে ১৭ বছরের ছোট ফু জিয়াওটিয়ান। গত নভেম্বরে ফু জিয়াওটিয়ান এক পুত্রসন্তানের জন্ম দেন। তবে তাঁর বাবার নাম এখনো জানা যায়নি। ফু জিয়াওটিয়ান আমেরিকায় চীনের রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন অতীতে।

সুইজারল্যান্ডের অভিজাত স্কি রিসোর্ট ক্র্যান-মন্টানায় থার্টিফার্স্ট নাইটের এক জনাকীর্ণ বারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন। আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ড পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ–আইপিএলে বাংলাদেশে ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ানোর কারণে বলিউড অভিনেতা ও কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে গাদ্দার বা দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
চলতি বছরের শুরুর দিকে ভারত-পাকিস্তানের মধ্যকার সামরিক সংঘাতের সময় যুদ্ধবিরতি অর্জনে মধ্যস্থতা করেছে চীন—এমনটাই দাবি করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তবে চীনের মধ্যস্থতার এই দাবি প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লির সরকারি সূত্রগুলো। কিন্তু কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো আসেনি।
২ ঘণ্টা আগে
গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধের আবহের মধ্যেই ২০২৫ সালে ৬৯ হাজারেরও বেশি নাগরিক দেশ ছেড়েছেন। গতকাল বুধবার প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (সিবিএস) জানিয়েছে, এর ফলে টানা দ্বিতীয় বছরের মতো ইসরায়েলে অভিবাসনের ভারসাম্য ঋণাত্মক পর্যায়ে পৌঁছেছে।
৪ ঘণ্টা আগে