
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন। ফরাসি প্রেসিডেন্ট চীন সফরে এসে ইউক্রেনে আগ্রাসনের বিষয়ে রাশিয়ার সঙ্গে বেইজিংকে কথা বলার অনুরোধের পর সি এই ইচ্ছা প্রকাশ করেন। ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন দের লিয়েন যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
কাছ থেকে করা ভিডিওতে দেখা গেছে, ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন দের লিয়েন ও ইমানুয়েল মাখোঁ চীনা প্রেসিডেন্ট সির সঙ্গে দেখা করেছেন। সেখানে মাখোঁ বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পশ্চিমকে অবশ্যই চীনের সঙ্গে কাজ করতে হবে।
রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব থামাতে সি চিন পিংকে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে বিবেচনা করা হলেও পশ্চিম এ পর্যন্ত চীনকে রাশিয়ার সমর্থক হিসেবেই দেখেছে। তবে সি এবার মস্কো এবং কিয়েভ শিগগির শান্তি আলোচনায় বসতে পারে বলে আশা প্রকাশ করেছেন।
উরসুলা ভন দের লিয়েন বলেছেন, ‘এটা খুবই স্বস্তির যে সি চিন পিং জেলেনস্কির সঙ্গে কথা বলার আশা প্রকাশ করেছেন। উপযুক্ত শর্ত ও সময় এলেই সি জেলেনস্কির সঙ্গে কথা বলবেন।’ তবে সি আলোচনা শেষে জেলেনস্কির সঙ্গে তাঁর সংলাপ হবে কি না, সে সম্পর্কে কিছু বলেননি।
এদিকে জেলেনস্কি শুরু থেকেই সি চিন পিংয়ের সঙ্গে সংলাপের ব্যাপারে কথা বলে আসছেন। গত মাসে সির মস্কো সফরের পরও তিনি সংলাপের জন্য আহ্বান করেছেন। ফরাসি একটি কূটনৈতিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, সি জেলেনস্কিকে ফোনকল দেওয়ার জন্য প্রস্তুত।
দ্বিপক্ষীয় আলোচনা শুরুর আগে চীনের গ্রেট হলের বাইরে সি চিন পিংকে ফরাসি প্রেসিডন্ট বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বৈশ্বিক স্থিতিশীলতা বিনষ্ট করেছে।’ পরে তাঁরা আরও ৯০ মিনিট আলোচনা করেছেন। মাখোঁ আরও বলেন, ‘আমি আস্থা রাখি যে আপনি রাশিয়ার হিতাহিত জ্ঞান ফেরানো এবং সবাইকে আলোচনা টেবিলে নিয়ে আসতে পারবেন।’
ফরাসি কূটনৈতিক সূত্র আরও জানিয়েছে, রাশিয়াকে অস্ত্রসহায়তা দেওয়া থেকে বিরত থাকতেও মাখোঁ সিকে অনুরোধ করেছেন। এ সময় সি বলেন, যুদ্ধটা তাঁর নয়। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে চীন ফ্রান্সের সঙ্গে এক হয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন। ফরাসি প্রেসিডেন্ট চীন সফরে এসে ইউক্রেনে আগ্রাসনের বিষয়ে রাশিয়ার সঙ্গে বেইজিংকে কথা বলার অনুরোধের পর সি এই ইচ্ছা প্রকাশ করেন। ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন দের লিয়েন যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
কাছ থেকে করা ভিডিওতে দেখা গেছে, ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন দের লিয়েন ও ইমানুয়েল মাখোঁ চীনা প্রেসিডেন্ট সির সঙ্গে দেখা করেছেন। সেখানে মাখোঁ বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পশ্চিমকে অবশ্যই চীনের সঙ্গে কাজ করতে হবে।
রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব থামাতে সি চিন পিংকে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে বিবেচনা করা হলেও পশ্চিম এ পর্যন্ত চীনকে রাশিয়ার সমর্থক হিসেবেই দেখেছে। তবে সি এবার মস্কো এবং কিয়েভ শিগগির শান্তি আলোচনায় বসতে পারে বলে আশা প্রকাশ করেছেন।
উরসুলা ভন দের লিয়েন বলেছেন, ‘এটা খুবই স্বস্তির যে সি চিন পিং জেলেনস্কির সঙ্গে কথা বলার আশা প্রকাশ করেছেন। উপযুক্ত শর্ত ও সময় এলেই সি জেলেনস্কির সঙ্গে কথা বলবেন।’ তবে সি আলোচনা শেষে জেলেনস্কির সঙ্গে তাঁর সংলাপ হবে কি না, সে সম্পর্কে কিছু বলেননি।
এদিকে জেলেনস্কি শুরু থেকেই সি চিন পিংয়ের সঙ্গে সংলাপের ব্যাপারে কথা বলে আসছেন। গত মাসে সির মস্কো সফরের পরও তিনি সংলাপের জন্য আহ্বান করেছেন। ফরাসি একটি কূটনৈতিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, সি জেলেনস্কিকে ফোনকল দেওয়ার জন্য প্রস্তুত।
দ্বিপক্ষীয় আলোচনা শুরুর আগে চীনের গ্রেট হলের বাইরে সি চিন পিংকে ফরাসি প্রেসিডন্ট বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বৈশ্বিক স্থিতিশীলতা বিনষ্ট করেছে।’ পরে তাঁরা আরও ৯০ মিনিট আলোচনা করেছেন। মাখোঁ আরও বলেন, ‘আমি আস্থা রাখি যে আপনি রাশিয়ার হিতাহিত জ্ঞান ফেরানো এবং সবাইকে আলোচনা টেবিলে নিয়ে আসতে পারবেন।’
ফরাসি কূটনৈতিক সূত্র আরও জানিয়েছে, রাশিয়াকে অস্ত্রসহায়তা দেওয়া থেকে বিরত থাকতেও মাখোঁ সিকে অনুরোধ করেছেন। এ সময় সি বলেন, যুদ্ধটা তাঁর নয়। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে চীন ফ্রান্সের সঙ্গে এক হয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে।

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
৪ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
৪ ঘণ্টা আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
৭ ঘণ্টা আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
৭ ঘণ্টা আগে