
আফগানিস্তান-ইরান সীমান্তের কাছে ইরানের সীমান্তরক্ষী বাহিনী ও তালেবান বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার একাধিক ভিডিওতে তালেবান বাহিনীকে একত্রিত হতে দেখা যায়। এ সময় গুলির শব্দ শোনা যায়। এরপর ভিডিওতে দেখা যায় তালেবানের গুলির বিপরীতে ইরানি বাহিনীও গুলি ছোড়ে।
ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিমের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই সংঘর্ষটি হিরমন্দ কাউন্টির শাঘালাক গ্রামে সংঘটিত হয়েছে। এই এলাকায় চোরাচালান ঠেকাতে আফগানিস্তানের সীমান্তের কাছে ইরান সীমান্তের ভেতরে দেয়াল ঘেরা এলাকা রয়েছে। ইরানের কিছু কৃষক ওই দেয়াল টপকে আসে। কিন্তু তখনো তারা ইরানের সীমান্তের ভেতরেই ছিল। কিন্তু ওই সময় তালেবান বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপরই ইরানের বাহিনীও পাল্টা গুলি ছোড়ে।
এই সংঘর্ষ নিয়ে পরবর্তীতে ইরান ও আফগানিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করে। তাঁরা উভয়ই এই সংঘর্ষকে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বলে বিবৃতি দিয়েছে।
গতকাল বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ এক বিবৃতিতে বলেছেন, সীমান্তে বসবাসকারী বাসিন্দাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এই সংঘর্ষ হয়েছে। তবে এ সময় তিনি তালেবানের নাম উল্লেখ করেননি।

আফগানিস্তান-ইরান সীমান্তের কাছে ইরানের সীমান্তরক্ষী বাহিনী ও তালেবান বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার একাধিক ভিডিওতে তালেবান বাহিনীকে একত্রিত হতে দেখা যায়। এ সময় গুলির শব্দ শোনা যায়। এরপর ভিডিওতে দেখা যায় তালেবানের গুলির বিপরীতে ইরানি বাহিনীও গুলি ছোড়ে।
ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিমের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই সংঘর্ষটি হিরমন্দ কাউন্টির শাঘালাক গ্রামে সংঘটিত হয়েছে। এই এলাকায় চোরাচালান ঠেকাতে আফগানিস্তানের সীমান্তের কাছে ইরান সীমান্তের ভেতরে দেয়াল ঘেরা এলাকা রয়েছে। ইরানের কিছু কৃষক ওই দেয়াল টপকে আসে। কিন্তু তখনো তারা ইরানের সীমান্তের ভেতরেই ছিল। কিন্তু ওই সময় তালেবান বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপরই ইরানের বাহিনীও পাল্টা গুলি ছোড়ে।
এই সংঘর্ষ নিয়ে পরবর্তীতে ইরান ও আফগানিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করে। তাঁরা উভয়ই এই সংঘর্ষকে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বলে বিবৃতি দিয়েছে।
গতকাল বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ এক বিবৃতিতে বলেছেন, সীমান্তে বসবাসকারী বাসিন্দাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এই সংঘর্ষ হয়েছে। তবে এ সময় তিনি তালেবানের নাম উল্লেখ করেননি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দৃঢ়ভাবে বলেছেন যে, তুরস্ক ও কাতারের কোনো সেনাকে তিনি গাজায় পা রাখতে দেবেন না। এর কয়েক দিন আগেই হোয়াইট হাউস ঘোষণা দেয়, গাজার যুদ্ধ-পরবর্তী শাসনব্যবস্থা তদারকির জন্য গঠিত একটি গুরুত্বপূর্ণ কমিটিতে এই দুই দেশের কর্মকর্তারা থাকবেন।
৪ মিনিট আগে
ভারতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিহারের বিধায়ক নীতিন নবীন। এর আগে, তিনি বিজেপির ভারপ্রাপ্ত জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সময় গতকাল সোমবার নীতিন নতুন জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হন।
১ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটক রাজ্যের পুলিশ ডিরেক্টর জেনারেল (সিভিল রাইটস এনফোর্সমেন্ট–ডিজিপি) রামচন্দ্র রাওকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের সঙ্গে তাঁর আপত্তিকর অবস্থার একাধিক ভিডিও ভাইরাল হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
যুদ্ধ-পরবর্তী গাজার শাসনব্যবস্থা ও পুনর্গঠন তদারকির পাশাপাশি বৈশ্বিক সংঘাত নিরসনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস বা শান্তি পরিষদে’ যোগ দেওয়ার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে