
আফগানিস্তানের খোস্ত ও পাকতিকা প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে এরই মধ্যে ১০০০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৫০০ জনেরও অনেক বেশি। এখনো ধ্বংসস্তূপের নিচে রয়ে গেছেন অনেকেই। কিন্তু প্রয়োজনীয় সরঞ্জাম বা বিদেশি সহায়তা কোনোটাই নেই। তাই উদ্ধারকারীরা বাধ্য হয়ে খালি হাত দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সড়কসহ সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় আফগান সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষ কোনোভাবেই ভূমিকম্প কবলিত এলাকায় প্রয়োজনীয় সহায়তা পাঠাতে পারছেন না। ফলে, উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে থেকে যাওয়াদের উদ্ধারে স্থানীয়রা হাত দিয়েই কাজ চালাচ্ছেন।
তালেবান সশস্ত্রবাহিনীর মুখপাত্র মোহাম্মদ ইসমাইল মুয়াবিয়া বলেছেন, ‘আমি দুর্গত এলাকায় পৌঁছাতে পারছি না। সেখানকার টেলিযোগাযোগ নেটওয়ার্ক খুবই দুর্বল। আমরা সর্বশেষ অবস্থা জানতে চেষ্টা করে যাচ্ছি।’
এদিকে, ভূমিকম্পে বেঁচে যাওয়া স্থানীয়রা প্রয়োজনীয় উপকরণ–সরঞ্জাম না পাওয়ায় খালি হাতেই ধ্বংসস্তূপের নিচে থেকে যাওয়া মানুষদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভয়াবহ এই ভূমিকম্পে নিহতদের দাফন করতে চলছে কবরের পর কবর খোঁড়া। দেশটির সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানালেও এখনো সাড়া মেলেনি সেভাবে।
অপরদিকে, ভূমিকম্পের পর বন্যায়ও ৪০০ জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় বুধবার আফগানিস্তানের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর এই সংখ্যা নিশ্চিত করেছেন। দেশটির যেসব এলাকায় বন্যা দেখা দিয়েছে সেগুলো হলো—নানগারহার, কুনার, নূরিস্তান, লাঘমান, পাঞ্জশীর, পারওয়ান, কাবুল, কাপসিয়া, মাইদান, ওয়ারদাক, বামিয়ান, গজনি, লাগোর, সামাঙ্গান, সার–ই–পুল, তাখার, পাকতিয়া, খোস্ত, দাইকুন্দিসহ সালাঙ এলাকা। বিগত কয়েক দিনের টানা বৃষ্টিপাতের ফলেই এই বন্যা দেখা দিয়েছে।
আফগানিস্তানের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর মতে, বন্যার ফলে ওই সব এলাকার মানুষের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন।

আফগানিস্তানের খোস্ত ও পাকতিকা প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে এরই মধ্যে ১০০০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৫০০ জনেরও অনেক বেশি। এখনো ধ্বংসস্তূপের নিচে রয়ে গেছেন অনেকেই। কিন্তু প্রয়োজনীয় সরঞ্জাম বা বিদেশি সহায়তা কোনোটাই নেই। তাই উদ্ধারকারীরা বাধ্য হয়ে খালি হাত দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সড়কসহ সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় আফগান সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষ কোনোভাবেই ভূমিকম্প কবলিত এলাকায় প্রয়োজনীয় সহায়তা পাঠাতে পারছেন না। ফলে, উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে থেকে যাওয়াদের উদ্ধারে স্থানীয়রা হাত দিয়েই কাজ চালাচ্ছেন।
তালেবান সশস্ত্রবাহিনীর মুখপাত্র মোহাম্মদ ইসমাইল মুয়াবিয়া বলেছেন, ‘আমি দুর্গত এলাকায় পৌঁছাতে পারছি না। সেখানকার টেলিযোগাযোগ নেটওয়ার্ক খুবই দুর্বল। আমরা সর্বশেষ অবস্থা জানতে চেষ্টা করে যাচ্ছি।’
এদিকে, ভূমিকম্পে বেঁচে যাওয়া স্থানীয়রা প্রয়োজনীয় উপকরণ–সরঞ্জাম না পাওয়ায় খালি হাতেই ধ্বংসস্তূপের নিচে থেকে যাওয়া মানুষদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভয়াবহ এই ভূমিকম্পে নিহতদের দাফন করতে চলছে কবরের পর কবর খোঁড়া। দেশটির সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানালেও এখনো সাড়া মেলেনি সেভাবে।
অপরদিকে, ভূমিকম্পের পর বন্যায়ও ৪০০ জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় বুধবার আফগানিস্তানের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর এই সংখ্যা নিশ্চিত করেছেন। দেশটির যেসব এলাকায় বন্যা দেখা দিয়েছে সেগুলো হলো—নানগারহার, কুনার, নূরিস্তান, লাঘমান, পাঞ্জশীর, পারওয়ান, কাবুল, কাপসিয়া, মাইদান, ওয়ারদাক, বামিয়ান, গজনি, লাগোর, সামাঙ্গান, সার–ই–পুল, তাখার, পাকতিয়া, খোস্ত, দাইকুন্দিসহ সালাঙ এলাকা। বিগত কয়েক দিনের টানা বৃষ্টিপাতের ফলেই এই বন্যা দেখা দিয়েছে।
আফগানিস্তানের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর মতে, বন্যার ফলে ওই সব এলাকার মানুষের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন।

ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে—এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও ছবি বাইরে আসতে শুরু করেছে।
৩ মিনিট আগে
ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের একটি ভিডিওতে বিপুলসংখ্যক মরদেহ দেখা যাওয়ার দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশিত হয়েছে।
৩২ মিনিট আগে
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
২ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে এক ছাত্রীকে খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। নিহত ওই শিক্ষার্থীর নাম রুবিনা আমিনিয়ান। বয়স ২৩ বছর। তিনি তেহরানের শারিয়াতি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশোনা করছিলেন।
৩ ঘণ্টা আগে