
ভারতীয় কোম্পানির তৈরি কাশির সিরাপ সেবনে ১৮ শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে উজবেকিস্তান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভারতের উত্তর প্রদেশের নৈডাভিত্তিক মেরিয়ন বায়োটেকের ডক-১ ম্যাক্স সিরাপ সেবন করে ১৮ শিশুর মৃত্যু হয়েছে। সর্দি ও ফ্লুর উপসর্গের চিকিৎসা হিসেবে ডক-১ ম্যাক্স ওষুধটি বাজারজাত করা হয়।
ল্যাবরেটরিতে পরীক্ষায় দেখা গেছে, ডক-১ ম্যাক্স সিরাপে ইথিলিন গ্লাইকলের মতো বিষাক্ত উপাদান রয়েছে। উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সিরাপগুলো চিকিৎসকদের পরামর্শ ছাড়াই শিশুদের খাওয়ানো হয়েছিল। ঠান্ডাজনিত সমস্যার প্রতিষেধক হিসেবে ফার্মাসিস্টের পরামর্শে পিতা-মাতা শিশুদের এই সিরাপ দেন বলে জানা যায়। এমনকি শিশুদের জন্য নির্ধারিত ডোজের চেয়ে বেশি পরিমাণে প্রয়োগ করা হয়েছিল।
এ ঘটনার পর ডক-১ ম্যাক্স সিরাপ ও ট্যাবলেট দেশটির বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। এ ছাড়া সঠিক সময়ে পদক্ষেপ নিতে না পারায় সাতজন কর্মীকে বরখাস্ত করা হয়েছে।
এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বার কাশির সিরাপ খেয়ে শিশু মৃত্যুর খবর মিলল। এর আগে ভারতীয় কোম্পানির তৈরি কাশির সিরাপ খেয়ে গাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যু হয়। প্রাথমিক তদন্তের পর ধারণা করা হয়, ভারতীয় মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি সিরাপের কারণেই এমনটি হয়েছিল। এর জেরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ভারতীয় চারটি কোম্পানির কাশির সিরাপ সম্পর্কে বিশ্বব্যাপী সতর্কতাও জারি করে।

ভারতীয় কোম্পানির তৈরি কাশির সিরাপ সেবনে ১৮ শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে উজবেকিস্তান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভারতের উত্তর প্রদেশের নৈডাভিত্তিক মেরিয়ন বায়োটেকের ডক-১ ম্যাক্স সিরাপ সেবন করে ১৮ শিশুর মৃত্যু হয়েছে। সর্দি ও ফ্লুর উপসর্গের চিকিৎসা হিসেবে ডক-১ ম্যাক্স ওষুধটি বাজারজাত করা হয়।
ল্যাবরেটরিতে পরীক্ষায় দেখা গেছে, ডক-১ ম্যাক্স সিরাপে ইথিলিন গ্লাইকলের মতো বিষাক্ত উপাদান রয়েছে। উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সিরাপগুলো চিকিৎসকদের পরামর্শ ছাড়াই শিশুদের খাওয়ানো হয়েছিল। ঠান্ডাজনিত সমস্যার প্রতিষেধক হিসেবে ফার্মাসিস্টের পরামর্শে পিতা-মাতা শিশুদের এই সিরাপ দেন বলে জানা যায়। এমনকি শিশুদের জন্য নির্ধারিত ডোজের চেয়ে বেশি পরিমাণে প্রয়োগ করা হয়েছিল।
এ ঘটনার পর ডক-১ ম্যাক্স সিরাপ ও ট্যাবলেট দেশটির বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। এ ছাড়া সঠিক সময়ে পদক্ষেপ নিতে না পারায় সাতজন কর্মীকে বরখাস্ত করা হয়েছে।
এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বার কাশির সিরাপ খেয়ে শিশু মৃত্যুর খবর মিলল। এর আগে ভারতীয় কোম্পানির তৈরি কাশির সিরাপ খেয়ে গাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যু হয়। প্রাথমিক তদন্তের পর ধারণা করা হয়, ভারতীয় মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি সিরাপের কারণেই এমনটি হয়েছিল। এর জেরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ভারতীয় চারটি কোম্পানির কাশির সিরাপ সম্পর্কে বিশ্বব্যাপী সতর্কতাও জারি করে।

দক্ষিণ কোরিয়ার আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ক্ষমতার অপব্যবহার করে সামরিক আইন (মার্শাল ল) ঘোষণা করার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
২২ মিনিট আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ব্যক্তিদের মরদেহ ফেরত দিতে পরিবারের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ দাবি করছে কর্তৃপক্ষ। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
২ ঘণ্টা আগে
ইরানের পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, এই কর্মকর্তারাই দেশটিতে চলমান বিক্ষোভ দমনের মূল পরিকল্পনাকারী। একই সঙ্গে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের শীর্ষ নেতারা বিদেশি ব্যাংকে যে অর্থ পাঠাচ্ছেন, তা–ও তারা নজরদারিতে রেখেছে।
৩ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো হোয়াইট হাউসে বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। দক্ষিণ আমেরিকার দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে ট্রাম্প কী ভূমিকা নেবেন, সে বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা হিসেবেই মাচাদোর...
৫ ঘণ্টা আগে