
ভারতীয় কোম্পানির তৈরি কাশির সিরাপ সেবনে ১৮ শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে উজবেকিস্তান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভারতের উত্তর প্রদেশের নৈডাভিত্তিক মেরিয়ন বায়োটেকের ডক-১ ম্যাক্স সিরাপ সেবন করে ১৮ শিশুর মৃত্যু হয়েছে। সর্দি ও ফ্লুর উপসর্গের চিকিৎসা হিসেবে ডক-১ ম্যাক্স ওষুধটি বাজারজাত করা হয়।
ল্যাবরেটরিতে পরীক্ষায় দেখা গেছে, ডক-১ ম্যাক্স সিরাপে ইথিলিন গ্লাইকলের মতো বিষাক্ত উপাদান রয়েছে। উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সিরাপগুলো চিকিৎসকদের পরামর্শ ছাড়াই শিশুদের খাওয়ানো হয়েছিল। ঠান্ডাজনিত সমস্যার প্রতিষেধক হিসেবে ফার্মাসিস্টের পরামর্শে পিতা-মাতা শিশুদের এই সিরাপ দেন বলে জানা যায়। এমনকি শিশুদের জন্য নির্ধারিত ডোজের চেয়ে বেশি পরিমাণে প্রয়োগ করা হয়েছিল।
এ ঘটনার পর ডক-১ ম্যাক্স সিরাপ ও ট্যাবলেট দেশটির বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। এ ছাড়া সঠিক সময়ে পদক্ষেপ নিতে না পারায় সাতজন কর্মীকে বরখাস্ত করা হয়েছে।
এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বার কাশির সিরাপ খেয়ে শিশু মৃত্যুর খবর মিলল। এর আগে ভারতীয় কোম্পানির তৈরি কাশির সিরাপ খেয়ে গাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যু হয়। প্রাথমিক তদন্তের পর ধারণা করা হয়, ভারতীয় মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি সিরাপের কারণেই এমনটি হয়েছিল। এর জেরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ভারতীয় চারটি কোম্পানির কাশির সিরাপ সম্পর্কে বিশ্বব্যাপী সতর্কতাও জারি করে।

ভারতীয় কোম্পানির তৈরি কাশির সিরাপ সেবনে ১৮ শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে উজবেকিস্তান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভারতের উত্তর প্রদেশের নৈডাভিত্তিক মেরিয়ন বায়োটেকের ডক-১ ম্যাক্স সিরাপ সেবন করে ১৮ শিশুর মৃত্যু হয়েছে। সর্দি ও ফ্লুর উপসর্গের চিকিৎসা হিসেবে ডক-১ ম্যাক্স ওষুধটি বাজারজাত করা হয়।
ল্যাবরেটরিতে পরীক্ষায় দেখা গেছে, ডক-১ ম্যাক্স সিরাপে ইথিলিন গ্লাইকলের মতো বিষাক্ত উপাদান রয়েছে। উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সিরাপগুলো চিকিৎসকদের পরামর্শ ছাড়াই শিশুদের খাওয়ানো হয়েছিল। ঠান্ডাজনিত সমস্যার প্রতিষেধক হিসেবে ফার্মাসিস্টের পরামর্শে পিতা-মাতা শিশুদের এই সিরাপ দেন বলে জানা যায়। এমনকি শিশুদের জন্য নির্ধারিত ডোজের চেয়ে বেশি পরিমাণে প্রয়োগ করা হয়েছিল।
এ ঘটনার পর ডক-১ ম্যাক্স সিরাপ ও ট্যাবলেট দেশটির বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। এ ছাড়া সঠিক সময়ে পদক্ষেপ নিতে না পারায় সাতজন কর্মীকে বরখাস্ত করা হয়েছে।
এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বার কাশির সিরাপ খেয়ে শিশু মৃত্যুর খবর মিলল। এর আগে ভারতীয় কোম্পানির তৈরি কাশির সিরাপ খেয়ে গাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যু হয়। প্রাথমিক তদন্তের পর ধারণা করা হয়, ভারতীয় মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি সিরাপের কারণেই এমনটি হয়েছিল। এর জেরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ভারতীয় চারটি কোম্পানির কাশির সিরাপ সম্পর্কে বিশ্বব্যাপী সতর্কতাও জারি করে।

পাকিস্তান এবং চীনের যৌথ প্রচেষ্টায় তৈরি জেএফ-১৭ থান্ডার ব্লক যুদ্ধবিমান সংগ্রহে গভীর আগ্রহ প্রকাশ করেছে ইরাক। দুই দেশের বিমানবাহিনী প্রধানদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকের পর গতকাল শনিবার পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা এ তথ্য জানায়। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির...
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে সম্ভাব্য নতুন সামরিক হামলার বিভিন্ন বিকল্প সম্পর্কে ব্রিফ করা হয়েছে; এমনটি জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন প্রশাসনের কর্মকর্তারা। ইরানে চলমান বিক্ষোভ দমনে তেহরানের তথাকথিত কঠোর অবস্থানের প্রেক্ষাপটে দেশটির বিরুদ্ধে সামরিক হামলার হুমকি বাস্তবায়ন...
২ ঘণ্টা আগে
সৌদি আরব ও পারমাণবিক শক্তিধর পাকিস্তানের মধ্যকার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে সক্রিয় তদবির চালাচ্ছে তুরস্ক। এই উদ্যোগ বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে এক নতুন সামরিক জোট গড়ে উঠতে পারে এমন এক সময়ে, যখন উপসাগরীয় অঞ্চল ও ইরানকে ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে।
২ ঘণ্টা আগে
ইরানে দুই সপ্তাহ ধরে চলা গণবিক্ষোভের মধ্যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাদ সতর্ক করে দিয়েছেন, বিক্ষোভে অংশগ্রহণকারী যে কাউকে ‘আল্লাহর শত্রু’ হিসেবে গণ্য করা হবে এবং সেই অনুসারে শাস্তি দেওয়া হবে। ইরানি আইন অনুযায়ী যে অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড।
২ ঘণ্টা আগে