Ajker Patrika

ফিলিপাইনে বন্যায় মৃত ৩১ 

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৭: ০৯
ফিলিপাইনে বন্যায় মৃত ৩১ 

পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩১-এ দাঁড়িয়েছে। স্থানীয় সময় আজ শুক্রবার পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফিলিপাইনের আবহাওয়া বিভাগ ও স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ফিলিপাইনের স্বায়ত্তশাসিত মিন্দানাও প্রদেশের বেসামরিক নিরাপত্তা বিভাগের প্রধান নাগুইব সিনারিমবো জানিয়েছেন, বন্যার পানি ভূমিধসে সৃষ্ট কাদার সঙ্গে মিশে থকথকে প্রবাহের সৃষ্টি করেছে। এবং তা এই প্রদেশের বেশ কয়েকটি শহরের মধ্য দিয়ে প্রবল স্রোতে বয়ে গেছে। উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বন্যার পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাগুইব সিনারিমবো জানিয়েছেন, দাতু ওদিন সিনসাউত থেকে উদ্ধার করা হয়েছে অন্তত ১০ জনের মরদেহ, দাতু ব্লাহ সিনসাউত থেকে উদ্ধার করা হয়েছে আরও ১০ জনের এবং উপি শহর থেকে আরও ৫ জনের মরদে উদ্ধার করা হয়েছে।

এর আগে ২৫ অক্টোবর ফিলিপাইনের উত্তরাঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। সেদিন রাত ১০টা ৫৯ মিনিটে আবরা প্রদেশের ডোলোরেস শহরের কাছে এই ভূমিকম্প হয়। ৩৩০ কিলোমিটার দক্ষিণে রাজধানী ম্যানিলায় ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ডোলোরেসের পুলিশ কর্মকর্তা জেফরি ব্লেন্স জানান, ভূমিকম্পের সময় লোকজন আতঙ্কে বাড়ির বাইরে রাস্তায় বের হয়ে যায়। প্রাথমিকভাবে শহরটির রাস্তাঘাট ও একটি হাসপাতালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ডোলোরেসের প্রায় ৬০ কিলোমিটার উত্তরে বাতাক শহরে মারিয়ানো মার্কোস মেমোরিয়াল হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ায় আতঙ্ক দেখা দেয়। পরে হাসপাতালটি থেকে রোগী ও কর্মীদের সরিয়ে নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত