
আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মাদ ওসমান বাবুরিকে বরখাস্ত করেছে তালেবান। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়টির ৭০ জন শিক্ষক পদত্যাগ করেছেন। ভারতীয় বার্তা সংস্থা এশিয়ান ইন্টারন্যাশনাল নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার কাবুল বিশ্ববিদ্যালয়ের উপচার্যের দায়িত্ব দেওয়া হয় বিএ ডিগ্রিধারী মোহাম্মাদ আশরাফ ঘাইরাতকে। এ নিয়ে আফগানিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদ জানানো হয়েছে।
সমালোচকরা বলছেন, আশরাফ ঘাইরাত গত বছর আফগান সাংবাদিকদের হত্যার পক্ষে একটি টুইট বার্তা দিয়েছিলেন।
আফগানিস্তানের সংবাদ সংস্থা দ্য খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়, অভিজ্ঞ পিএইচডি ডিগ্রিধারী মোহাম্মাদ ওসমান বাবুরির পরিবর্তা বিএ ডিগ্রিধারী মোহাম্মাদ আশরাফ ঘাইরাতকে কাবুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়ায় ক্ষুব্ধ হয়েছে জনগণ।
তালেবানের কিছু সদস্যও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের মতে, আশরাফ ঘাইরাতের চেয়ে আরও যোগ্য ব্যক্তি ছিল যাদের কাবুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া যেত।
আশরাফ গনির শাসনামলে আফগান শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ছিলে আশরাফ ঘাইরাত।
এর আগে সোমবার আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের সাবেক রাষ্ট্রপতি এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা বুরহানউদ্দিন রাব্বানীর নামে থাকা একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে তালেবান। বিশ্ববিদ্যালয়টির নতুন নাম- কাবুল শিক্ষা বিশ্ববিদ্যালয়।
২০০৯ সালে নিজ বাড়িতে তালেবানের এক আত্মঘাতী হামলায় নিহত হন বুরহানউদ্দিন রাব্বানী। এর পরে তাঁর নামে ওই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়।
দ্য খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়, তালেবানের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত একটি সরকারী নির্দেশনায় বলা হয়েছে যে, বিশ্ববিদ্যালয়গুলো আফগানিস্তানের জাতীয় বুদ্ধিবৃত্তিক সম্পদ। সুতরাং, রাজনৈতিক বা জাতিগত নেতাদের নামে সেগুলোর নামকরণ করা উচিত নয়।
তালেবানের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, গত দুই দশক ধরে আফগানিস্তানে ভাষাগত, আঞ্চলিক এবং জাতিগত বৈষম্য বিরাজ করছে । আর সেই বৈষম্যের ওপর ভিত্তি করেই জাতীয় স্থানগুলোর নামকরণ করা হয়েছে। সেই বৈষম্য দূর করার জন্যই জাতীয় স্থানগুলোর নাম বদলে ফেলা হবে।

আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মাদ ওসমান বাবুরিকে বরখাস্ত করেছে তালেবান। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়টির ৭০ জন শিক্ষক পদত্যাগ করেছেন। ভারতীয় বার্তা সংস্থা এশিয়ান ইন্টারন্যাশনাল নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার কাবুল বিশ্ববিদ্যালয়ের উপচার্যের দায়িত্ব দেওয়া হয় বিএ ডিগ্রিধারী মোহাম্মাদ আশরাফ ঘাইরাতকে। এ নিয়ে আফগানিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদ জানানো হয়েছে।
সমালোচকরা বলছেন, আশরাফ ঘাইরাত গত বছর আফগান সাংবাদিকদের হত্যার পক্ষে একটি টুইট বার্তা দিয়েছিলেন।
আফগানিস্তানের সংবাদ সংস্থা দ্য খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়, অভিজ্ঞ পিএইচডি ডিগ্রিধারী মোহাম্মাদ ওসমান বাবুরির পরিবর্তা বিএ ডিগ্রিধারী মোহাম্মাদ আশরাফ ঘাইরাতকে কাবুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়ায় ক্ষুব্ধ হয়েছে জনগণ।
তালেবানের কিছু সদস্যও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের মতে, আশরাফ ঘাইরাতের চেয়ে আরও যোগ্য ব্যক্তি ছিল যাদের কাবুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া যেত।
আশরাফ গনির শাসনামলে আফগান শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ছিলে আশরাফ ঘাইরাত।
এর আগে সোমবার আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের সাবেক রাষ্ট্রপতি এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা বুরহানউদ্দিন রাব্বানীর নামে থাকা একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে তালেবান। বিশ্ববিদ্যালয়টির নতুন নাম- কাবুল শিক্ষা বিশ্ববিদ্যালয়।
২০০৯ সালে নিজ বাড়িতে তালেবানের এক আত্মঘাতী হামলায় নিহত হন বুরহানউদ্দিন রাব্বানী। এর পরে তাঁর নামে ওই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়।
দ্য খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়, তালেবানের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত একটি সরকারী নির্দেশনায় বলা হয়েছে যে, বিশ্ববিদ্যালয়গুলো আফগানিস্তানের জাতীয় বুদ্ধিবৃত্তিক সম্পদ। সুতরাং, রাজনৈতিক বা জাতিগত নেতাদের নামে সেগুলোর নামকরণ করা উচিত নয়।
তালেবানের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, গত দুই দশক ধরে আফগানিস্তানে ভাষাগত, আঞ্চলিক এবং জাতিগত বৈষম্য বিরাজ করছে । আর সেই বৈষম্যের ওপর ভিত্তি করেই জাতীয় স্থানগুলোর নামকরণ করা হয়েছে। সেই বৈষম্য দূর করার জন্যই জাতীয় স্থানগুলোর নাম বদলে ফেলা হবে।

ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
২ ঘণ্টা আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৫ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
৬ ঘণ্টা আগে