Ajker Patrika

টিকার বুস্টার ডোজ নিয়েও সিঙ্গাপুরে ২ জন ওমিক্রনে আক্রান্ত

টিকার বুস্টার ডোজ নিয়েও সিঙ্গাপুরে ২ জন ওমিক্রনে আক্রান্ত

টিকার বুস্টার ডোজ নিয়েও সিঙ্গাপুরে দুজন করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়। শঙ্কা করা হচ্ছে, সিঙ্গাপুরে ওমিক্রনে আক্রান্ত রোগী আরও পাওয়া যাবে। 

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুরে বিমানবন্দরের এক কর্মীর দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে। তিনি স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে। তাঁর করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া ছিল। 

একটি বিবৃতিতে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৪ বছর বয়সী ওই নারী কর্মী বিমানবন্দরে কোনো ট্রানজিট যাত্রীর সংস্পর্শে এসে হয়তো ওমিক্রনে আক্রান্ত হয়েছে।  

সিঙ্গাপুরের ফ্রন্টলাইন কর্মীদের নিয়মিত করোনা পরীক্ষার সময় ওই নারীর দেহে ওমিক্রন শনাক্ত হয়। তবে তাঁর মধ্যে কোনো উপসর্গ নেই। 

সিঙ্গাপুরে এক জার্মান নাগরিকের দেহেও করোনা শনাক্ত হয়েছে। তাঁরও করোনা টিকা বুস্টার ডোজ দেওয়া ছিল।

এর আগেও সিঙ্গাপুরে তিনজনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। তবে তাঁরা সবাই বিদেশি ছিলেন। 

সিঙ্গাপুরে ৯৬ শতাংশ মানুষই করোনার টিকা পেয়েছেন। ওমিক্রন সংক্রমণের শঙ্কায় দেশটিতে এখন বুস্টার ডোজ দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত ২৫

আমদানি শুল্ক একলাফে ৬০ শতাংশ কমল, স্মার্টফোনের দাম কত কমবে

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল এনবিআর

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত